৩৫৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি / বাংলাদেশ নির্বাচন কামিশন (ecs) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - সপ্তাহিক চাকরির খবর ২০২৪

সাপ্তাহিক চাকরির খবর:- বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় ১৫ ক্যাটাগরিতে ৩৫৯ পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কারা হয়েছে।

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহাদুলিল্লাহ আমি ও  আপনাদের দোয়া ভালো  আছি, নিশ্চয় টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ব্লক পোস্টি কোন বিষয়ের উপর  লিখতে যাচ্ছি। 

ইতি মধ্যে ৩৫৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।  এই ব্লগ পোস্টের মাধ্যে আপনাদের   নির্বাচন কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি  সম্পর্কে বিস্তারিত দেখানো চেষ্টা করবো এবং কি ভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারি আলোচনা করবো ইনশাআল্লাহ। 

বাংলাদেশ নির্বাচন কামিশন (ecs) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আপনারা হয়তো অনেকে অপেক্ষা করতে আছেন কবে নির্বাচন কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। আপনাদের সকল চিন্তার অবসান গঠিয়ে।

সাপ্তাহিক চাকরির খবর ২০২৪ / নির্বাচন কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

২৪ সেপ্টেম্বর ২০২৪ নির্বাচন কমিশন সচিবালায় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজত্ব খাতভুক্ত ৩৫৯ পদে  ১৫ ক্যাটাগরিতে সরাসরি  নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন  প্রকত বাংলাদেশি নাগরিক হইতে আবেদনপত্র  জমা দেওয়ার লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ http://ecs.teletalk.com.bd এই ওয়েব সাইটে প্রবেশ করিয়া আবেদন ফরমটি পুরণ করিতে পারবে। 

৩৫৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ক্যাটাগরি পদ সমূহ

  • Computer Operator (কম্পিউটার অপারেটর)
  • Stenographer Cum Computer Operator (সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর)
  • Steno typist Cum Computer Operator (সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর)
  • Upper Division Assistant (উচ্চমান সহকারী)
  • Accounts Assistant (হিসাব সহকারী)
  • Store Keeper (স্টোর কিপার)
  • Physical Instructor(Male & Female) (ফিজিক্যাল ইন্সট্রাক্টর(পুরুষ ও মহিলা))
  • Office Assistant Cum Computer Typist (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)
  • Medical Assistant (চিকিৎসা সহকারী)
  • Driver (Light) (গাড়ি চালক (হালকা))
  • Despatch Rider (ডেসপ্যাচ রাইডার)
  • Office Sohayok (অফিস সহায়ক)
  • Security Guard (নিরাপত্তা প্রহরী)
  • Cleaner (পরিচ্ছন্নতাকর্মী)
  • Rest House Caretaker (রেস্ট হাউজ কেয়ারটেকার)

বাংলাদেশ নির্বাচন কমিশন (ESC) নিয়োগ বিজ্ঞপ্তি  Pdf

প্রিয় পাঠক বৃন্দু আপনার অবগত আছেন যে ১ অক্টোবর থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন এর কার্যালয় রাজস্ব খাতে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কারা হয়েছে।
উক্ত নিয়োগ সার্কুলারটি আপনাদের সুবির্ধাতে আমি এখানে ছবি আকারে এবং pdf আকারে দেওয়া হলো। আশা  করি এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনার উপকারে আসবে। 
নির্বাচন কমিশন কর্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ।।  সাপ্তাহিক চাকরির খবর ২০২৪

 নির্বাচন কমিশন কার্যালয় আবেদন করার নিয়ম

বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় আবেদন করার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। কেননা আমাদের এই সব বিষয় যদি কোন প্রকার ভূল হয়। তাহলে আমাদের আবেদনটি বাতিল বলে গন্য হবে। 
নির্বাচন কমিশন কার্যালয় আবেদন কারর জন্য প্রথমে আমরা www.http://ecs.teletalk.com.bd তে প্রবেশ করতে হবে। তার পরে আপনি কোন যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে ক্লিক করে আবেদন ফরমটি নির্ভুল ভাবে পুরণ করে। আবেদন টি সম্পূর্ণ করতে হবে। 
নির্বাচন কমিশন কার্যালয় আবেদন করার আগে আপনার এক কপি রঙ্গিন পাসর্পোট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড সাদা দৈঘ্য ৩০০, প্রস্থ ৩০০ pixel ছবি এবং দৈঘ্য ৩০০, প্রস্থ ৮০ pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করিতে হবে।
নির্বাচন কমিশন কার্যালয় ফরম পূরন করার পরে পরীক্ষার ফী পেইড কারার আগে ভালো করে দেখে নিবেন আপনার আবেদন ফরমে কোন প্রকার ভুল আছে কি না।  যদি ভুল থাকে এই ফরমটি বাদিল করে আবার আবেদন করে পরীক্ষার ফী পেইড করবেন।

নির্বাচন কমিশন কার্যালয় পরীক্ষার ফী কত?

আমাদের মনে প্রশ্ন থাকে আবেদন নির্বাচন কমিশন কার্যালয় পরীক্ষার ফী কত প্রকাশিত নিয়োগ পিজ্ঞপ্তিতে বিস্তারিত আলোচনা করার আছে । তার পরেও আপনাদের সুবির্ধাতে আমি বলে দিচ্ছি। 
১৫টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার হয়। 
১ থেকে ১০ পর্যন্ত পরীক্ষার ফী বাবদ ২০০/- (দুইশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকা, সর্ব মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা 

এবং ১১ থেকে ১৫ পর্যন্ত পরীক্ষার ফী বাবদ ১০০/- (একশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকা, সর্ব মোট ১১২/- (একশত বার) টাকা  আবেদনে ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 
৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দিলে  Online আবেদন টি কোন ভাবে গ্রহীত হবে না। 

নির্বাচন কমিশন কার্যালয় টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষা ফী জমা দেওয়ার নিয়ম।

দুইটি মেসেজের মাধ্যমে নির্বাচন কার্যালয় এর পরীক্ষার ফী জমা দিতে হবে। কি ভাবে মেসেজ করবেন নিচে দেখানো হলো-

প্রথম মেসেজ দেওয়ার নিয়ম- আবেদন ফরম সাবমিট করার পর আপনাকে একটি ইউজার U36252Z আইডি দিবে ঐই ইজার আইডি লিখতে হবে।

যেমন- ECS U36252Z SAND 16222 নাম্বারে একটি মেসেজ পাঠাথে হবে।

আরো পড়ুন- জন প্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 

দ্বিতীয় মেসেজ দেওয়ার নিয়ম:- প্রথম মেসেজ পাঠানোর পর আপনাকে একটি রিপ্লাই মেসেজ দেওয়া হবে ঐখানে একটি ৮ সংখ্যার পিন দিবে, ঐই পিন দিয়ে দ্বিতীয় মেসেজ দিতে হবে।

যেমন- ECS YES  46454345 লিখে 16222 নাম্বারে  Sand করতে হবে। তার পর আপনাকে রিপ্লাই মেসেজ এর মাধ্যমে  জানাবে আপনার পরীক্ষার ফী সম্পর্ণ হয়েছে। নিশ্চিত করণ মেসেজ না পাওয়া পর্যন্ত আপনার পরীক্ষার ফী জমা হয়েছে বলে গণ্য হবে না। তাই নিশ্চিত হতে হবে।

সপ্তাহিক চাকরির খবর ২০২৪

প্রিয় বন্ধুরা বাংলাদেশ প্রতি সপ্তাহ যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আমারা চেষ্টা করি mitipsbd.com এর মাধ্যমে আপনাদের মাঝে প্রচার করতে।

তাই সাপ্তাহিক চাকরির খবর জানতে আমাদের গুগল নিউজ সাইটি ফ্লো করে সাথে থাকবেন এবং নিত্য নতুন তথ্য জানতে পারবেন।

এবং সাপ্তাহিক চাকরির,  মাসিক চাকরি, সরকারি চাকরি  বেসরকারি চাকরি, শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাইভেট কোম্পানি চাকরি খবর বিসিএস চাকরির খবর সহ সকল তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ। 

সর্বশেষ: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd সব সময় আপনাদের কে নিত্য নতুন তথ্য দেওয়ার চেষ্টা করে। তাই উপরে উল্লেখিত নির্বাচন কমিশন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধারার চেষ্টা করছি। আশা করি তোমাদের উপকারে আসবে। 

এবং নিয়মিত বিভিন্ন সরকারি চাকরি বেসরকারি চাকরি এনজিও চাকরি প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি, বিসিএস সার্কুলার সহয় সকল আপডেট পতে আমাদের সাথে থাকুন। এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা যেনে উপকৃত হতো পারে ধন্যবাদ... 

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.