আস্সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বৈশ্বিক ইতিহাস আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবো।
আন্তার্জাতিক বলতে আমরা বুঝি সারাবিশ্বে সম্পর্কে যে সাধারণ জ্ঞান প্রশ্ন করা হয় তাকে। বিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান রাখা অত্যান্ত প্রয়োজন প্রতিটি
ভর্তি ও চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্ন আসে। তার মধ্যে আন্তর্জাতিক বিষয়ের উপরে ৭/৮টি তাই আন্তর্জাতিক বিষয় সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে জানতে হবে।
নিচ আন্তর্জাতিক বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া হলো-
আন্তর্জাতিক সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নে ও উত্তর
৫১. চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়েরর জুনিয়র অডিটর ১৪]
ক. কুমিংটাং খ. জিনজিয়াং গ. সাংহাই ঘ. কোনটিই নয় উ. খ
৫২. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদাদের নাম কী? [৩৭তম বিসিএস]
ক. তুর্কমেন খ. উইঘুর গ. তাজিক ঘ. কাজাখ উ. খ
৫৩. কোনটি বিংশ শতাব্দির শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? [২৭তম বিসিএস]
ক. হংকং খ. শ্রীলঙ্কা গ. ম্যাকাও ঘ. বাংলাদেশ উ. গ
৫৪. ‘সানশাই পলিসি’র সাথে কোন দেশটি জড়িত? [৪০তম বিসিএস, তথ্য মন্ত্রণালয়ের তথ্য অফিসার ০৫]
ক. চীন ও তাইওয়ান খ. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
গ. দক্ষিণ কোরিয়া ও জাপান ঘ. তাইওয়ান ও ম্যাকাও উ. খ
৫৫. গণচীনের প্রতিষ্ঠাতা কে? [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ প্রশিক্ষণ সহকারী পরিচালক ০১]
ক. মাও সেতুং খ. সান ইয়াং সেন গ. চিয়াং কাইশেক ঘ. লিও শাও চি উ. ক
৫৬. পিং-পং এর অর্থ হচ্ছে- [৩৮তম বিসিএস, সমবায় অধিদপ্তরের মাঠ সহকারী ১৮]
ক. ভলিবল খ. টেবিল টেনিস গ. বাস্কেট বল ঘ. লন টেনিস
৫৭. আয়তনের দিক দিয়ে কোন শহর সবচেয়ে বড়? [জবি(ঘ ইউনিট) ১২-১৩] উ. খ
ক. ঢাকা খ. টোকিও গ. মস্কো ঘ. লন্ডন উ. খ
৫৮. সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? [জবি (ঘ ইউনিট): ০৯-১০]
ক. কিউবা খ. চীন গ. রাশিয়া ঘ. চিলি
৫৯. কিরগিজস্থানের রাজধানী কোথায়? [৩০তম বিসিএস] উ. খ
ক. বিশকেক খ. আলমা আতা গ. আশাখাবাদ ঘ. উলানবাটোর
৬০. পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা): ১৩] উ. ক
ক. আমাজন খ. জর্ডান গ. দানিউব ঘ. জাম্বেসী উ. খ
৬১. কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা: ১২]
ক. জাপান খ. সৌদি আরব গ. তুরস্ক ঘ. ওমান উ. গ
৬২. Operation Desert Storm বলতে কোন যুদ্ধকে বুঝায়? [প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে সহকারী পরিচালক ০১]
ক. ইরাক-ইরাক যুদ্ধ খ. ভিয়েতনাম যুদ্ধ
গ. ১৯৭১ সালের উপসাগরীয় যুদ্ধ ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ উ. গ
৬৩. কত সালে ইরাক কুয়েত দখল করেছিল? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (যমুনা) ০৮]
ক. ১৯৮৯ খ. ১৯৯০ গ. ১৯৯১ ঘ. ১৯৯২ উ. খ
সাধারণ জ্ঞান বৈশ্বিক ইতিহাস
৬৪. কোন দেশে সর্বপ্রথম কফিকে পানীয় হিসেবে ব্যবহার করা হয়েছে? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৯৭]
ক. মিশর খ. ইয়েমেন গ. কেনিয়া ঘ. যুক্তরাজ্য উ. খ
৬৫. শাত - ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্য স্বাক্ষরিত চুক্তির নাম-[২৩তম বিসিএস]
ক. দামেস্ক চুক্তি খ. আলজিয়ার্স চুক্তি গ. কায়রো চুক্তি ঘ. বৈরুত চুক্তি উ. খ
৬৬. সুয়েজ খাল কোথায় অবস্থিত? [ডাক ও অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ১৮, সহকারী থানা শিক্ষা অফিসার ১৫]
ক. দক্ষিণ আফ্রিকা খ. আলজেরিয়া গ. মিশর ঘ. ব্রাজিল উ. গ
৬৭. সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে- [সমাজসেবা অধিদপ্তরের অফিসার ১০]
ক. আফ্রিকা খ. অস্ট্রেলিয়া গ. ইউরোপে ঘ. আমেরিকায় উ. গ
৬৮. সুয়েজ খাল কোন সাগরকে সংযুক্ত করে? [২৬তম বিসিএস, প্রতœতত্ত¡ অধিদপ্তর এস্টিমেটর ১৯]
ক. বাল্টিক সাগর ও কাস্পিয়ান সাগর খ. ভূমধ্যসাগর ও লোহিত সাগর
গ. লোহিত সাগর ও কাস্পিয়ান সাগর ঘ. ভূমধ্যসাগর ও উত্তর সাগর উ. খ
৬৮. স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? [৩১তম বিসিএস]
ক. সিরিয়া খ. তিউনিসিয়া গ. আলজেরিয়া ঘ. নাইজেরিয়া উ. গ
৬৯. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রæতি সম্বলিত ‘বেলফোর ঘোষণা’ কখন দেয়া হয়েছিল? [পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ০১]
ক. ১৯১৪ খ. ১৯১৭ গ.১৯৩৯ ঘ. ১৯৪৮ উ. ঘ
৭০. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? [২৬তম বিসিএস]
ক. ১৯৪৮ খ. ১৯৫০ গ. ১৯৬৭ ঘ. ১৯৭০ উ. ক
৮০. আরব ইসরায়েল যুদ্ধ হয় কত বার? [বাংলাদেম রোড অথরিটির সহকারী পরিচালাক ০৫]
ক. ৩ বার খ. ৪ বার গ. ৫ বার ঘ. ৬ বার উ. খ
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
৮১. ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কত সালে? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১২]
ক. ১৯৯৩ খ. ১৯৯৪ গ. ১৯৯৫ ঘ. ১৯৯৬ উ. খ
৮২. হামাস কোন দেশের সংগঠন? [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ১৫]
ক. ইসরায়েল খ. ফিলিস্তিন গ. লেবানন ঘ. মিশর উ. খ
৮৩. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি? [একটি বাড়ি একাট খামার প্রকল্পের জেলা সম্বয়কারী ১৭]
ক. জেরিকো খ. কায়রো গ. বাগদাদ ঘ. এথেন্স উ. ক
৮৪. মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল? [২৫তম বিসিএস]
ক. ১৯৭৩ সালে খ. ১৯৮১ সালে গ. ১৯৯১ সালে ঘ. ২০০৩ সালে উ. ক
বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন (General knowledge )
৮৫. Dead Sea কোথায় অবস্থিত? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক(আলফা) ১৪, ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. অফিসার ০৩]
ক. Egypt এবং Jordan এর মধ্যে খ. Isrial এবং Jordan এর মধ্যে
গ. Iraq এবং Jordan এর মধ্যে ঘ. Iraq এবং Turkey এর মধ্যে
৮৬. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? [৩৭তম বিসিএস] উ. খ
ক. ইতালি খ. ইংল্যান্ড গ. ফ্রান্স ঘ. রাশিয়া
৮৭. ‘জুলিয়াস সিজার’ কেন বিখ্যাত? [৩২তম বিসিএস] উ. ক
ক. রোমান স¤্রাট হিসেবে খ. বর্ণবাদ বিবোধী হিসেবে
গ. ব্রিটেনের রাজা হিসেবে ঘ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে উ. ক
৮৮. স্টকল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্তিত? [বিআরডিবি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-১২]
ক. স্টকল্যান্ড খ. মায়ামী গ. নিউয়ক ঘ. লন্ডন উ. ঘ
৮৯. ভূমধ্যসাগরীয় অঞ্চলের রাষ্ট্র নয় -[রাবি (ইসলামি ইতিহাস):০৭-০৮]
ক. গ্রিস খ. ইতালি গ. সাইপ্রাস ঘ. পর্তুগাল উ. ঘ
৯০. স্কান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ০১]
ক. নরওয়ে ও সুইডেন খ. নরওয়ে ও যুক্তরাজ্য
গ. সুইডেন ও যুক্তরাজ্য ঘ. নরওয়ে ও জার্মানি উ. ক
৯১. হেলসিংকি কোন দেশের রাজধানী? [২২তম বিসিএস,চবি(ডি ইউনিট,সেট-২) ১৯-২০]
ক. সুইডেন খ. নরওয়ে গ. ফিনল্যান্ড ঘ. পোল্যান্ড উ. গ
৯২. নরওয়ের রাজধানীর নাম কী? [কর্মসংস্থান ব্যাংক সহকারী অফিসার ০৮]
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
ক. হেলসিংকি খ. কোপেনহেগেন গ. ব্রাসেলস ঘ. অসলো উ. ঘ
৯৩. কোপেনহেগেন কোন দেশের রাজধানী? [৩৪তম বিসিএস, নির্বাচন কমিশন সচিবালয়ের স্টোর কিপার ১৯]
ক. ডেনমার্ক খ. বেলজিয়াম গ. ভিয়েতনাম ঘ. আর্মেনিয়া উ. ক
৯৪. কোন দেশটি বাল্টিক রাষ্ট্রপুঞ্জ এর অন্তভূক্ত হয়? [ বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়(মানবিক ও ভাষা স্কুল) ১১-১২]
ক. ইউক্রেন খ. এস্তোনিয়া গ. লাটভিয়া ঘ. লিথুনিয়া উ. ক
৯৫. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? [৪০তম বিসিএস]
ক. ফিনল্যান্ড খ. পোল্যান্ড গ. অস্ট্রিয়া ঘ. সুইডেন উ. গ
৯৬. ইউরো মুদ্রার জনক কে? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সহকারী রাসায়নিক ০২]
ক. রবার্ট আলবার্ট খ. রবার্ট মুন্ডেল গ. রবার্ট লুকাস ঘ. কেউই নয় উ. খ
৯৮. কার মধ্যস্থতায় বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল? [ ২৮তম বিসিএস]
ক. বিল ক্লিনটন খ. জিমি কার্টার গ. নিক্সন ঘ. রিগান উ. ক
৯৯. সম্প্রতিক (সেপ্টেম্বর২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়? [৪২তম বিসিএস]
ক. আর্ট প্রজাতন্ত্র খ. নাগার্নো-কারাবাখ গ. ইয়েরেভান ঘ. নাকার্চভান ছিলমহল উ. খ
১০০. প্রিন্সেস ডায়ানা সড়ক দুর্ঘটনায় কোথায় মৃত্যুবরণ করেন? [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক ০৭]
ক. লন্ডন খ. প্যারিস গ. হেগ ঘ. বার্লিন
১০১. বাস্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? [১০তম শিক্ষক নিবন্ধন ও প্রতয়ন (স্কুল পর্যায় ২)১৪] ক. নিউটন খ. জেমস ওয়াট গ. কেপলার ঘ. হাইগেন উ. খ
শেষ বার্তা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com পরিবার সব সময় চেষ্টা আপনাদেরকে নিত্য নতুন সঠিক এবং নির্ভূল তথ্য দেওয়ার জন্য। তার পরে ও যদি আমাদের কোন ভূলত্রুটি হয়।
আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যত দ্রুত সম্ভম আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।