আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাংলাদেশ পরিচিতি নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর নিয়ে আলোচনা করবো।
বাংলাদেশ এর পিরিচিতি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করার প্রয়োজন। কেননা দেশ সম্পর্কে জ্ঞান অর্জন করা মানি দেশ কে মনে প্রাণে ভালোবাসা।
ভিবিন্ন চকিরর এবং ভর্তি পরীক্ষায় বাংলাদেশ এর পরিচিতি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন হয়ে। এই সাধারণ জ্ঞান প্রশ্ন এর সঠিক উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ পরিচিতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
তাই আজকে বাংলাদেশ পরিচিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর দেওয়ার দেওয়ার চেষ্টা করবো-
বাংলাদেশ পরিচিতি নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্নত্তোর নিচে আলোচনা করা হলো
বাংলাদেশ পরিচিতি সম্পর্কে বুদ্ধি মাত্রার প্রশ্ন ও উত্তর
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? [৩৬তম বিসিএস]
ক. ২২0 ৩০’’ থেকে ২০0 ৩৪’’ দক্ষিণ অক্ষাংশে খ. ৮০0 ৩১’’ থেকে ৪০0 ৯০’’ দ্রাঘিমাংশে
গ. ৩৪0 ২৫’’ থেকে ৩৮’’ অক্ষাংশে ঘ. ৮৮0 ০১’’ থেকে ৯২0 ৪১’’ পূর্ব দ্রাঘিমাংশে উ. ঘ
২. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? [৩৬তম বিসিএস]
ক. ৫,১৩৮ কি.মি. খ. ৪,৩৭১ কি.মি.
গ. ৪,১৫৬ কি.মি. ঘ. ৩,৯৭৮ কি.মি. উ. গ
৩.বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে? [জাতীয় গোয়েন্দা সংস্থা-এর ফিল্ড অফিসার: ২০২১]
ক.বিষুব রেখা খ. আন্তর্জাতিক তারিখ রেখা
গ. মকরক্রান্তি রেখা ঘ. কর্কটক্রান্তি রেখা উ. ঘ
৪.ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? [জাতীয় গোয়েন্দা সংস্থা-এর ফিল্ড স্টাফ: ২০২১]
ক.পশ্চিমবঙ্গ খ. ত্রিপুরা
গ. আসাম ঘ. মিজোরাম উ. ক
৫.Exclusive Economic Zone (EEZ)-এর দৈর্ঘ্য কত? [প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র ইন্সট্রাক্টর: ২০২১]
ক. ১০০ নটিকেল মাইল খ. ২০০ নটিকেল মাইল
গ. ৪০০ নটিকেল মাইল ঘ. ৩০০ নটিকেল মাইল উ. খ
৬. আন্তর্জাতিক সময়সীমা অনুযায়ী বাংলাদেশের সময় নির্ধারণ হয়-[বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, অফিস সহঃ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ’১৯]
ক. GMT -6 hours খ. GMT+ 6 hours
গ. GMT -8 hours ঘ. GMT+ 8 hours উ. খ
৭. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দুটির নাম কী? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: ১৯/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৬]
ক. ভারত ও ভুটান খ. ভারত ও মালদ্বীপ
গ. ভারত ও নেপাল ঘ. ভারত ও মিয়ানমার উ. ঘ ৎ
৮. বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (সহকারী পরিচালক)’ ১৭]
ক. দক্ষিণ-পূর্ব এশিয়া খ. দক্ষিণ এশিয়া
গ. মধ্য এশিয়া ঘ. দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়া উ. খ
৯.বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? [চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৭/ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৮]
ক. ৫,১৩৮ কিলোমিটার খ. ৫,১৪০ কিলোমিটার
গ. ৫,১৪৪ কিলোমিটার ঘ. ৫,১৫০ কিলোমিটার উ. ক
১০. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? [১১তম বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১৪]
ক. ১২ খ. ১৪
গ. ১৬ ঘ. ১০ উ. ক
১১. মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত রয়েছে? [৩৮তম বিসিএস]
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি উ. খ
১২. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? [এনআইএস এর হিসাবরক্ষক-কাম ক্যাশিয়ার: ২০২১]
ক. কাঞ্চনজঙ্ঘা খ. চিম্বুক
গ. এভারেস্ট ঘ. কেওক্রাডং উ. ক
১৩. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? [ষোড়শ বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৯]
ক. বান্দরবান খ. কক্সবাজার
গ. রাঙামাটি ঘ. খাগড়াছড়ি উ. গ
১৪. নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে? [কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা: ১১]
ক. কুমিল্লা খ. চট্টগ্রাম
গ. বান্দরবান ঘ. ফেনী উ. গ
১৫. বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী কামকম্পিউটার অপারেটর: ১১]
ক. বুড়িমারী খ. তেঁতুলিয়া
গ. সেন্টমার্টিন ঘ. আদিতমারী উ. গ
১৬. ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? [৩৬তম বিসিএস]
ক. ১৬২টি খ. ১১১টি
গ. ৫১টি ঘ. ১০১টি উ. খ
১৭. বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় করা হয় কবে? [জাতীয় গোয়েন্দা সংস্থা-এর হিসাবরক্ষক-কাম ক্যাশিয়ার: ২০২১]
ক. ১ আগস্ট, ২০১৫ খ. ১ জুলাই, ২০১০
গ. ৩১ জুলাই, ২০১৫ ঘ. ৩০ জুন, ২০২০ উ. গ
১৮. বাংলাদেশের ভেতরে কয়টি ছিটমহল ছিল? [ত্রয়োদশ বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৬]
ক. ৫৫টি খ. ১১০টি
গ. ১১৪টি ঘ. ১১১টি উ. ঘ
১৯. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? [১১তম বিসিএস]
ক. ২৫০ নটিক্যাল মাইল খ. ১২ নটিক্যাল মাইল
গ. ২২০ নটিক্যাল মাইল ঘ. ২০০ নটিক্যাল মাইল উ. খ
২০. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. ২২ নটিক্যাল মাইল খ. ১২ নটিক্যাল মাইল
গ. ২২০ নটিক্যাল মাইল ঘ. ২০০ নটিক্যাল মাইল উ. খ
২১. বাংলাদেশ ও মিয়ানমার এর মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৮]
ক. ১৫ জুন, ২০০৯ খ. ১৪ মার্চ, ২০১২
গ. ১৮ এপ্রিল, ২০১২ ঘ. ২০ মে, ২০১০ উ. খ
২২. সমুদ্রসীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি- [৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১২]
ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা খ. ৫০ হাজার বর্গকিলোমিটারের জলসীমা
গ. ১২ হাজার বর্গকিলোমিটার জলসীমা ঘ. কোনোটিই নয় উ. ক
২৩. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়? [৪৩তম বিসিএস]
ক. বান্দরবান খ. কুষ্টিয়া
গ. কুমিল্লা ঘ. বরিশাল উ. গ
২৪. নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে? [৩৮তম বিসিএস]
ক. চাঁদপুর খ. পিরোজপুর
গ. মাদারীপুর ঘ. গাজীপুর উ. ঘ
২৫. মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? [বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর উপসহ. প্রকৌশলী: ২১]
ক. গর্জন খ. সেগুন
গ. গামার ঘ. শাল উ. ঘ
২৬. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে- [বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর: ১৯]
ক. ৩টি অঞ্চলে খ. ৪টি অঞ্চলে
গ. ৫টি অঞ্চলে ঘ. ৬টি অঞ্চলে উ. ক
২৭. বরেন্দ্রভূমি নামে পরিচিতি-[প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৮]
ক. ময়নামতি ও লালমাই পাহাড় খ. মধুপুর ও ভাওয়াল গড়
গ. সুন্দরবন ঘ. রাজশাহী বিভাগের উত্তর- পশ্চিমাংশ উ. ঘ
২৮. বরেন্দ্র ভূমি হলো-[মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১]
ক. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি খ. টারশিয়ারি যুগের পাহাড়
গ. প্লাইস্টোসিন কালের সোপান ঘ. পাদদেশীয় পলল সমভূমি উ. গ
২৯. ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে-[প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক:০৮]
ক.বরেন্দ্রভূমি খ. মধপুর গড়
গ. ভাওয়াল গড় ঘ. কোনোটিই নয় উ. খ
৩০. বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী’ ১৮]
ক. তাজিংডং খ. থানচি
গ. নীলগিরি ঘ. চিম্বুক উ. ক
৩১. সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? [খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদশর্কক: ১১]
ক. ৩৭.৫০ মিটার খ. ৩৫ মিটার
গ. ৩০ মিটার ঘ. ২১.৫০ মিটার
৩২. সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? [৩৩তম বিসিএস] উ. ক
ক. নোয়াখালী খ. চট্টগ্রাম
গ. কক্সবাজার ঘ. টেকনাফ
৩৩. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? [২৯তম বিসিএস/২৬তম বিসিএস] উ. গ
ক. রুপসা খ. বালেশ^র
গ. হাড়িয়াভাঙ্গা ঘ. ভৈরব উ. গ
সাধারণ জ্ঞন প্রশ্নোত্তর বাংরাদেশ পরিচিতি
৩৪. সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? [৩৫তম বিসিএস]
ক. যমুনা নদীতে খ. বঙ্গোপসাগরে
গ. মেঘনার মোহনায় ঘ.স›দ্বীপ চ্যানেল
৩৫. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? [৩০তম বিসিএস] উ. খ
ক. টেকনাফ খ. কক্সবাজার গ. খুলনা ঘ. পটুয়াখালী
৩৬. হালদা ভ্যালী কোথায় অবস্থিত? [রাজশাহী বিশ^বিদ্যালয় এ-ইউনিট: ২০২০-২০২১] উ. ঘ
ক. রাঙ্গামাটি খ. খাগড়াছড়ি
গ. বান্দরবন ঘ. সন্দীপ উ. খ
৩৭. কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী: ১৩]
ক. কক্সবাজার খ. সেন্টমার্টিন
গ. পতেঙ্গা ঘ. কুয়াকাটা উ. ঘ
৩৮. বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়? [খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক: ১২]
ক.কক্সবাজার খ. কুয়াকাটা
গ. দীঘা ঘ. পাটায়া
৩৯. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? [সহকারী জজ: ১০] উ. ক
ক. ১২০ কি.মি খ. ১২৫ কি.মি
গ. ১৫৫ কি.মি ঘ. ১৭০ কি.মি উ. ক
৪০. নোয়াখালীর পূর্বনাম কি ছিল? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা’ ১২]
ক. সুজানগর খ. নাসিরাবাদ
গ. পূর্বাশা ঘ. সুধারাম উ. ঘ
নিত্য নতুন তথ্য পেত আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
৪১. ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন- [৩৬তম বিসিএস]
ক. শাহ সুজা খ. শায়েস্তা খান
গ. মীর জুমলা ঘ. সুবেদার ইসলাম খান উ. খ
৪২. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯/ চবি: ০৫-০৬]
ক.নবাব কুতুব উদ্দিন খ. নবাব হাফিজুর রহমান
গ. নবাব আব্দুল গণি ঘ. নবাব আব্দুল লতিফ উ. গ
৪৩. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩]
ক. ইসলাম খান খ. শায়েস্তা খান গ. যুবরাজ মোহাম্মদ আযম ঘ. মীর জুমলা উ. গ
৪৪. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত? [খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য পরিদর্শক: ১২]
ক. পরি বিবির মাজার খ. ছোট কাটরা গ. ষাট গম্বুজ মসজিদ ঘ. বড় কাটরা উ. ক
৪৫. লোকশিল্প জাদুঘর জাদুঘর কোথায় অবস্থিত? [জাবি: ১৪-১৫]
ক. নারায়ণগঞ্জ খ. দিনাজপুর গ. ঢাকায় ঘ. কুমিল্লায় উ. ক
৪৬. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? [২৯তম বিসিএস]
ক. ফখরুদ্দিন মুবারক শাহ খ. হুসেইন শাহ গ. শায়েস্তা খাঁ ঘ. ঈসা খাঁ
৪৭. কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৮] উ. খ
ক. কুমিল্লা খ. ঢাকা গ. টাঙ্গাইল ঘ. নওগাঁ উ. ঘ
৪৮. বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহকেন্দ্র কোথায় অবস্থিত? [মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রদর্শক: ২১]
ক.পাবনা খ. রাঙামাটি গ. গাজীপুর ঘ. খাগড়াছড়ি উ. খ
৪৯. কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক’১৯]
ক. শরৎকাল ক. শীতকাল গ. হেমন্তকাল ঘ. বসন্তকাল উ. গ
৫০. বাংলাদেশের কোন জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? [মৎস অধিদপ্তর, হিসাবরক্ষক’ ১৮]
ক. রংপুর খ. কুমিল্লা গ. সিলেট ঘ. খাগড়াছড়ি উ. গ
৫১. স্পারসো কী? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক’ ১৩]
ক. মহাকাশ গবেষনাকারী বেসরকারী সংস্থা খ. ভূ-উপগ্রহ
গ. মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা ঘ. একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি উ. গ
৫২. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? [এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা’ ১৩]
ক. প্রতিরক্ষা মন্ত্রণালয় খ. দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়
গ. পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘ. বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় উ. ক
সর্বশেষ: প্রিয় পাঠ আপনাকে mitipsbd.com ভিজিট করার জন্য ধন্যবাদ, mitipsbbd.com আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে।
উপরে উল্লেখিত বাংলাদেশ পরিচিতি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর দেওয়া হছে। আশা করি এই ব্লগটি পড়ে আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ…….