আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজকে ইতিহাসের বিভন্ন চুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আন্তার্জাতিক বিশ্বে এমন কিছু ইতিহাসিক চুক্তি হয়েছে। সেই সকল ইতিহাসিক চুক্তি সম্পর্কে সকলের সাধারণ জ্ঞান অর্জন করা প্রয়োজন।
যার বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য অত্যান্ত প্রয়োজনীয় একটি অধ্যয়। যা আমাদের যে কোন চাকরির পরীক্ষায় ইতিহাসিক চুক্তি সম্পর্কে প্রশ্ন আসে।
নিচে আন্তর্জাতিক ইতিহাসের বিভিন্ন চুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো-
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ইতিহাসিক চুক্তি সম্পর্কে ২০২৪
১. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? [৩৬তম বিসিএস]
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উ. ক
২. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি’ কি নামে পরিচিত? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা): ১৪]
ক. প্রথম ভার্সাই চুক্তি খ. বার্লিন চুক্তি গ. স্বাধীনতা চুক্তি ঘ. ওয়াশিংটন চুক্তি ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি ‘প্যারিস শান্তি’ নামে পরিচিত।
৩. ১৭৮৩ সালে সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? [BREB এর সহকারী
জেনারেল ম্যানেজার (প্রশাসন): ১৭]
ক. ফ্রান্স ও জার্মানি খ. ফ্রান্স ও যুক্তরাজ্য গ. জার্মানি-যুক্তরাজ্য ঘ. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উ. ঘ
৪. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? [২৪তম বিসিএস]
ক. ১৯৫০ সালে খ. ১৯৫৫ সালে গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৬ সালে উ. ঘ
৫. ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণা’ (UDHR) কত তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
[৪০তম বিসিএস/সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক (ঢাকা সেনানিবাস): ২২]
ক. ২৪ অক্টোবর, ১৯৪৫ খ. ১০ ডিসেম্বর, ১৯৪৫
গ. ২৪ অক্টোর, ১৯৪৮ ঘ. ১০ ডিসেম্বর, ১৯৪৮ উ. ঘ
৬. বেইজিং-এ অনুষ্ঠিত সর্বশেষ বিশ^ নারী সম্মেলনের উদ্যোক্তা কারা? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯৫]
ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. জাপান ঘ. জাতিসংঘ উ. ঘ
৭. CEDAW একটি-[জাবি (সি ইউনিট): ১৯-২০]
ক. আঞ্চলিক চুক্তি খ. উপ-আঞ্চলিক চুক্তি
গ. আন্তঃআঞ্চলিক চুক্তি ঘ. আন্তর্জাতিক চুক্তি উ. ঘ
৮. ম্যাগনাকার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়? [পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালক: ১৭]
ক. ১৫২১ সালের ১৫ জুন খ. ১২১৩ সালের ৭ ডিসেম্বর
গ. ১২১৫ সালের ১৫ জুন ঘ. ১৩২৫ সালের ৭ জুলাই
৯. ম্যাগনাকার্টা হচ্ছে-[মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর-১৭]
ক. ফরাসি শাসনন্ত্রের বাইবেল খ. ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল উ. গ
গ. স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল ঘ. জার্মান শাসনতন্ত্রের বাইবেল
১০. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? [২৮তম বিসিএস]
ক. বিল ক্লিনটন খ. জিমি কার্টার গ. নিক্সন ঘ. রিগান উ. খ
১১. ‘ডেটন শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়-[২৪তম বিসিএস]
ক. ১৯৯০ সালে খ. ১৯৯১ গ. ১৯৯২ ঘ. ১৯৯৫ সালে উ. ঘ
১২. ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়? [১৪তম বিসিএস/চবি ভর্তি পরীক্ষা (ঘ ইউনিট)-১৭-১৮]
ক. ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর খ. ১৯৬৫ সালের ১০ ডিসেম্বর
গ. ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঘ. ১৯৬৬ সালের ৩০ জানুয়ারি উ. গ
১৩. সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৭/সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক: ১৭]
ক. ১৯৭০ খ. ১৯৭১ গ. ১৯৭২ ঘ. ১৯৭৩ উ. গ
১৪. কত সালে কিয়োটা প্রটোকল চুক্তিটি সম্পাদিত হয়? [জাতীয় সংসদ সচিবালয়ের সহ. পরিচ-১৭]
ক. ১৯৯৫ খ. ১৯৯৬ গ. ১৯৯৭ ঘ. ১৯৯৯ উ. গ
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বিভন্ন চুক্তি সম্পর্কে
১৫. কিয়োটা প্রটোকল চুক্তিটির বিষয়বস্তু কী ছিল? [বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার-১৮]
ক. বিশ^ পরিবেশ রক্ষা খ. জাতিসংঘ গঠনের প্রথম ধাপ
গ. মজুদ ও হস্তান্তর নিষিদ্ধকরণ ঘ. জাতিপুঞ্জ গঠনের দ্বিতীয় ধাপ উ. ক
১৬. ‘ক্যাম্প ডেভিড চুক্তি’ স্বাক্ষরিত হয়-[পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক (কারিগরি)-১৭: পি.এস.পিসর সহকারী পরিচালক: ১৬]
ক. ১৯৭৮ খ. ১৯৮৮ গ. ১৯৮৫ ঘ. ১৯৭৫ উ. ক
১৭. মিসর ও ইসরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়? [বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিস্ফোরক পরিদর্শক-২০১৭]
ক. জেনেভা চুক্তি খ. প্যারিস চুক্তি গ. ক্যাম্প ডেভিড চুক্তি ঘ. তাসখন্দ চুক্তি উ. গ
১৮. ‘পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি’ করা হয় কত সালে? (গোয়েন্দা কর্মকর্তা: ১৭]
ক. ১৯৯৬ সালে খ. ১৯৯৫ সালে গ. ১৯৯৪ সালে ঘ. ১৯৯৮ সালে উ. ক
নিত্য নতুন তথ্য পেতে আমদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
১৯. যুক্তরাষ্ট্র একতরফা ভাবে ABM চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে-[প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সিলেট বিভাগ, খুলনা বিভাগ)-১৭]
ক. ১৩ জুন, ২০০০ খ. ১৩ জুন, ২০০১ গ. ১৩ জুন, ২০০২ ঘ. ১৩ জুন, ২০০৩ উ. গ
২০. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? [৪০তম বিসিএস]
ক. ১৯৭৯ সালে খ. ১৯৮২ সালে গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৯৮ সালে উ. খ
২১. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে? [রাবি ইউনিট এফ-১ (জীব ও ভূ-বিজ্ঞান
অনুষদ): ১৭-১৮]
ক. NATO খ. CTBT গ. NPT ঘ. SALT উ. খ
শেষ বার্তা: প্রিয় পাঠক বৃন্দিু mitipsbd.com আপনাদেরকে নিত্য নতুন তথ্য এবং ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে। উপরে উল্লেখিত ইতিহাসের বিভিন্ন চুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
যদি সাধারণ জ্ঞান প্রশ্নে কোন ভূলত্রুটি থাকে তাহলে কমেন্টর এর মাধ্যমে জানাবেন। এবং আমরা যত দ্রুত সম্ভব সংসোধন করার চেষ্টা করবো।
এই ব্লগ পোস্টির মাধ্যমে আপনার যদি উপকার হয়ে তা হলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ…….
Google Keyword Ranking Bangla General Knowledge
আন্তর্জাতিক চুক্তি ও সনদ সমূহ pdf আন্তর্জাতিক চুক্তিসমূহ mcq
আন্তর্জাতিক চুক্তি কি আন্তর্জাতিক চুক্তিসমূহ pdf বিভিন্ন চুক্তি পিডিএফ চুক্তি মনে রাখার কৌশল বাংলাদেশের বিভিন্ন চুক্তি Anzus চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল
আন্তর্জাতিক চুক্তি বিসিএস অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের উপর আন্তর্জাতিক চুক্তি
সামাজিক অধিকার কয়টি ও কি কি পৌর ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি কি অর্থনৈতিক অধিকার কি ক্লাস ৪ আন্তর্জাতিক চুক্তিসমূহ mcq রাজনৈতিক অধিকার গুলো কি কি
অর্থনৈতিক অধিকার কি কি মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান কুইজ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান ২০২৪
General knowledge questions bangla with answers জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বাংলা জেনারেল নলেজ কুইজ বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের বাংলা gk প্রশ্ন উত্তর pdf জেনারেল নলেজ কুইজ বাচ্চাদের