আস্সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি,
আজ আমরা বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।
বৈশ্বিক ইতিহাস হলো ইতিহাস লিখনধারার একটি ক্ষেত্র যেখানে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে পরিপূর্ণ ভাবে বিশ্লেষণ করা হয়।
বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো-
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বৈশ্বিক ইতিহাস আর্ন্তজাতিক বিষয়
১. স্টিফেন হকিন্স একজন- [৩৮তম বিসিএস]
ক. দার্শনিক খ. পদার্থবিদ গ. রসায়নবিদ ঘ. কবি উ. খ
২. ‘A brief History of time গ্রন্থের লেখক কে? [উপজেলা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী):১৫/প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসার: ০৪]
ক. গিবন খ. স্টিফেন হকিং গ. গ্যালিলিও ঘ. নিউটন উ. খ
৩. ‘বিগ ব্যাঙ’ তত্তে¡র ব্যাখ্যা উপস্থাপন করেন কে? [তথ্য মন্ত্রণালয়ের]
ক. আলবার্ট আইনস্টাইন খ. নিউটন গ. জর্জ ল্যামেটার ঘ. স্টিফেন হকিং উ. ঘ
৪. আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি? [ বাংলাদেশ কোস্ট গার্ডের নার্স: ১৯]
ক. স্বর্ণ খ. ব্রোঞ্জ গ. তাম্র ঘ. লৌহ উ. ঘ
৬. মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কম্পিউটার টেকনিশিয়ান: ২১]
ক. পাঞ্জাব প্রদেশে খ. সিন্ধু প্রদেশে গ. আফগানিস্তানে ঘ. পেশোয়ার প্রদেশে উ. খ
৭. সিন্ধু সভ্যতা প্রথম কে আবিস্কার করেন? [রাবি (এ-৫ ইউনিট): ১১-১২]
ক. কানিংহাম খ. এ. এইচ. দাসী গ. রমেশচন্দ্র মজুমদার ঘ. রাখালদাস বন্দ্যোপাধ্যায় উ. ঘ
আরো পড়ুন: বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
৮. হায়রোগিøফিক হলো? [ঢাবি: অধিভুক্ত ৭ কলেজ (খ ইউনিট): ১৯-২০]
ক. একটি জাতির নাম খ. একটি লিখন পদ্ধতির নাম গ. একটি দেশের নাম ঘ. একটি মূর্তিও নাম উ. খ
৯. ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত হয়? [ঢাবি (খ ইউনিট): ০৫-০৬]
ক. গ্রিক খ. মিশরীয় গ. খ্রিষ্টান ঘ. ফরাসি উ. খ
১০. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? [৩৯তম বিসিএস]
ক. হোয়াংহো নদীর তীরে খ. ইয়াংসিকিয়াং নদীর তীরে
গ. নীলনদের তীরে ঘ. ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
১১. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমান কোন দেশে? [১৮তম বিসিএস] উ. ঘ
ক. ইরাক খ. ইরান গ. তুরস্ক ঘ. সিরিয়া
১২. ‘ব্যবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত? [১০তম বিসিএস] উ. ক
ক. ইরান খ. ইরাক গ. তুরস্ক ঘ. সিরিয়া
১৩. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক: ১৩] উ. খ
ক. মেসোপটেমিয়ায় খ. পারস্যে গ. মিশরে ঘ. রাশিয়ায়
১৪. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিল? [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক (সুরমা): ১৩] উ. ক
বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর বৈশ্বিক ইতিহাস সম্পর্কে
ক. নেবুচাঁদ নেজার খ. সাইরাস গ. র্যামজেজ ঘ. দারিউস
১৫. পৃথিবীর প্রাচীনত মানচিত্র পাওয়া যা-? [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক (খুলনা বিভাগ): ০৫] উ. ক
ক. চীনের প্রাচীরের কাছে খ. দক্ষিণ আফ্রিকার ভিক্টেরিয়া প্রদেশ
গ. ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসবশেষ ঘ. ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষ উ. গ
১৬. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? [মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (ইউনিট-ডি): ১৩-১৪]
ক. স্পেন খ. ব্যাবিলন গ. গ্রিস ঘ. তেহরান
১৭. ইতিহাসে প্রথম লিখিক আইন প্রণেতা কে? [রাজশাহী বিশ^বিদ্যালয় (আইন বিভাগ): ০৫-০৬] উ. খ
ক. জুলিয়াস সিজার খ. হাম্বুরাবি গ. স¤্রাট আলেকজান্ডার ঘ. এরিস্টটল উ. খ
১৮. ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? [১৯তম বিসিএস/১০ বিসিএস]
ক. গ্রিসে খ. ইটালিতে গ. তুরস্কে ঘ. স্পেনে উ. গ
১৯. ‘নিজেকে জানো’- উক্তিটি কার? [ঢাবি (বি ইউনিট): ২১-২২]
ক. সক্রেটিস খ. প্লেটো গ. এ্যারিস্টটল ঘ. হেরাক্লিটাস উ. ক
২০. ইতিহাসের জনক (Father of history) কে? [রাবি (এ ইউনিট): ১৯-২০]
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
ক. যুসিডাইজিস খ. হেরোডোটস গ. এরিস্টটল ঘ. টয়েনবি উ. খ
২১. বীর আলেকজান্ডারেরর শিক্ষক কে ছিলেন? [রাবি (এ ইউনিট): ১৮-১৯]
ক. সফোক্লিস খ. সক্রেটিস গ. এরিস্টটল ঘ. প্লেটো উ. গ
২২.‘জ্ঞানই পূণ্য (Knowledge of history)-কে বলেছেন? [জবি (বি ইউনিট): ১৭-১৮]
ক. প্লেটো খ. এরিস্টটল গ. সক্রেটিস ঘ. হেগেল
২৩.মায়া সভ্যতাটি আবিস্কৃত হয়? [৪৩তম বিসিএস]
ক. উত্তর আমেরিকায় খ. দক্ষিণ আমেরিকায়
গ. মধ্য আফ্রিকায় ঘ. মধ্য আমেরিকায় উ. ক
আরো পড়ুন: বাংলাদেশ মানে কী?
২৪. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? [৪১তম বিসিএস] উ. ঘ
ক. দক্ষিণ আমেরিকা খ. আফ্রিকা গ. মধ্যপ্রাচ্য ঘ. ইউরোপ উ. ক
২৫. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? [২০তম বিসিএ,রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শিউলি):১১]
ক. হোয়াংহো খ. ইয়াংসিকিয়াং গ. গঙ্গা ঘ. সিন্ধু উ. খ
২৬. ভারতের লোকসভার নির্বাচিত সদদ্য সংখ্যা কত? [২৭তম বিসিএস,২৬তম বিসিএস]
ক. ৫৪৩ খ.৫৪৫ গ.৫১৪ ঘ. ৫৪০ উ. ক
২৭. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? [৩৯তম বিসিএস]
ক.মিয়ানমার খ. ভারত গ. থাইল্যান্ড ঘ. মালয়েশিয়া উ.ক
২৮. আয়তন ও লোকসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
ক. মালদ্বীপ খ. ভ্যাটিকান সিটি গ. তাইওয়ান ঘ. সিঙ্গাপুর উ. খ
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আন্তর্জাতিক বিষয়
২৯. এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী ম্যাধ্যমিক ম্যানেজার (প্রশাসন):১৭]
ক. ৩৩টি খ. ৩৫টি গ. ৫৩টি ঘ. ৪৪টি উ. ঘ
৩০. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে-এ মতবাদ প্রথম প্রমাণ করেন[বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সহকারী কর্মকর্তা:০৬]
ক. গ্যালিলিও খ. হ্যানিম্যান গ. কোপারর্নিকাস ঘ. লুইপাস্তর উ. খ
৩১. ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? [১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন (পরীক্ষা স্কুর পর্যায়-২)-১৬]
ক. ২৬ জানুয়ারি খ. ১৫ আগস্ট গ. ১৪ আগস্ট ঘ. ১৬ ডিসেম্বর উ. ক
৩২. সিয়াচেন হিমবাহু কোথায় অবস্থিত? [বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেট-০৭]
ক.কাঠমান্ডু খ. কাশ্মীর গ. ভুটান ঘ.হিমাচল উ. খ
৩৩. নিচের কোন দেশ ‘এশিয়ান টাইগার’ নয়? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-০৬]
ক. হংকং খ. তাইয়ান গ. সিঙ্গাপুর ঘ. ভারত উ. ঘ
৩৫. ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত? [শ্রম অধিদপ্তরের রেজিস্টার-২০০০]
ক. ৫৫০ খ.৫৪৫ গ. ৫৫২ ঘ. ৫৪৮ উ. খ
৩৬. বার্মা থেকে মিয়ানমার নাম করণ করা হয় কত সালে? [স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী-১০]
ক. ১৯৯০ খ. ১৯৮৯ গ. ১৯৮৮ ঘ. ২০০৩ উ.খ
৩৭. ‘পুত্রজায়’ হলো- [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব-০৫]
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আন্তাজাতীক বিষয় ২০২৪
ক. মালির রাজধানী খ. মালদ্বীপের রাজধানী
গ. মালাউইর রাজধানী ঘ. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী উ. ঘ
৩৮. ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? [উপজেলা ও থানা শিক্ষা অফিসার-০৫]
ক. ১৯৫০ সালে খ. ১৯৫৭ সালে গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬৩ সালে উ. খ
৩৯. স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীন ছিল? [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-০৭]
ক. পতুগাল খ. ইন্দোনেশিয়া গ. মারয়েশিয়া ঘ. ফিলিপাইন উ. খ
৪০. এশিয়া মহাদেশে অবস্থিত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? [বাংলাদেশ কোস্ট গার্ডের প্রকৌশলী (পূর্ত)-০২]
ক. বাংলাদেশ খ. সিঙ্গাপুর গ. পূর্ব তিমুর ঘ. তাইওয়ান উ. গ
আরো পড়ুন: বাংলাদেশ পরিচিতি সম্পর্কে সাধারণ জ্ঞান
৪১. ইরিয়ানজায়া(ওৎরধহ ঔধুধ) প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে? [থানা সহকারী শিক্ষা অফিসার-৯৯]
ক. ফিলিপাইন খ. ফিজি গ. ইন্দেনেশিয়া ঘ. কম্পুচিয়া উ. গ
৪২. মিয়ানমারের রাজধানীর নাম - [বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিপ্তরের অফিস সহকারী-২০]
ক. নাইপিদো খ. ইয়াংগুন গ. হ্যানয় ঘ. বাগদাদ উ. ক
৪৩. ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সিলেট)-০৭]
ক. লাওস খ. কম্বোডিয়া গ. ভিয়েতনাম ঘ. জাপান উ. ঘ
৪৪. কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কোন সালে? [রাজশাহী বিশ্বাবিদ্যালয় (ক ইউনিট বিজোড়): ১৩-১৪]
ক. ১৪৮৭ খ. ১৪৫৮ গ. ১৫৫৭ ঘ. ১৪৯২
৪৫. কোন দেশটির সাথে সমুদ্রের যোগাযোগ নেই? [ঢাবি (ঘ-ইউনিট)-১৮-১৯] উ. ঘ
ক. থাইল্যান্ড খ. ভুটান গ. ফ্রান্স ঘ. জাপান
৪৬. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? [চবি(বি-ইউনিট) ১৮-১৯]
ক. রাজেন্দ্র প্রসাদ খ. এস রাধাকৃষ্ণান উ. খ
গ. সি রাজা গোপালচারিয়া ঘ. ভি ভি গিরি উ. ক
৪৭. ভারতের কোন রাজ্য নিয়ে চীনের সাথে বিরোধ রয়েছে? [বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(ইইউনিট)-১৯-২০]
ক. মিজোরাম খ. অরুণাচল গ. উত্তর প্রদেশ ঘ. মেঘালয় উ. খ
৪৮. বিশে^র সবচেয়ে উচু ভাস্কর্য ঝঃধঃঁব ড়ভ টহরঃু ভারতের কোন রাজ্যে অবস্থিত? [খুবি-সি ইউনিট-
১৮-১৯]
ক. গুজরাট খ. দক্ষিণ কোরিয়া গ. মহারাষ্ট্র ঘ. তেলেঙ্গেনা উ.ক
৪৯. বর্তমান বিশে^র কোন দেশটির সংবিধানকে ‘শান্তির সংবিধান’ বলা হয়? [৩৫তম বিসিএস]
ক. জাপান খ. কোস্টারিকা গ. পেরু ঘ. সুইজারল্যান্ড উ. ক
৫০. হংকং কত সালে যুক্তরাজ্যের কতৃত্ব থেকে চীনের হাতে চলে আসে? [কর্মস্থান ব্যাংক সহকারী অফিসার ০৮]
ক. ১ জানুয়ারি ১৯৯৭ খ. ১ মার্চ ১৯৯৭
গ. ১লা জুলাই ১৯৯৭ ঘ. ১ সেপ্টেম্বর ১৯৯৭ উ. গ
শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com সাথে থাকার জন্য ধ্যনবাদ….