বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর

আন্তার্জাতিক বেশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান ও বু্িদ্ধমাত্তা প্রশ্ন ও উত্তর

 আস্সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি,

আজ আমরা বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। 

বৈশ্বিক ইতিহাস হলো ইতিহাস লিখনধারার একটি ক্ষেত্র যেখানে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে পরিপূর্ণ ভাবে বিশ্লেষণ করা হয়।

বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো-

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বৈশ্বিক ইতিহাস আর্ন্তজাতিক বিষয়

১. স্টিফেন হকিন্স একজন- [৩৮তম বিসিএস] 

ক. দার্শনিক খ. পদার্থবিদ গ. রসায়নবিদ ঘ. কবি উ. খ 

২. ‘A brief History of time গ্রন্থের লেখক কে? [উপজেলা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী):১৫/প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসার: ০৪] 

ক. গিবন খ. স্টিফেন হকিং গ. গ্যালিলিও ঘ. নিউটন উ. খ 

বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর

৩. ‘বিগ ব্যাঙ’ তত্তে¡র ব্যাখ্যা উপস্থাপন করেন কে? [তথ্য মন্ত্রণালয়ের] 

ক. আলবার্ট আইনস্টাইন খ. নিউটন গ. জর্জ ল্যামেটার ঘ. স্টিফেন হকিং উ. ঘ 

৪. আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি? [ বাংলাদেশ কোস্ট গার্ডের নার্স: ১৯] 

ক. স্বর্ণ খ. ব্রোঞ্জ গ. তাম্র ঘ. লৌহ উ. ঘ 

৬. মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কম্পিউটার টেকনিশিয়ান: ২১] 

 ক. পাঞ্জাব প্রদেশে খ. সিন্ধু প্রদেশে গ. আফগানিস্তানে ঘ. পেশোয়ার প্রদেশে উ. খ 

৭. সিন্ধু সভ্যতা প্রথম কে আবিস্কার করেন? [রাবি (এ-৫ ইউনিট): ১১-১২] 

ক. কানিংহাম খ. এ. এইচ. দাসী গ. রমেশচন্দ্র মজুমদার ঘ. রাখালদাস বন্দ্যোপাধ্যায় উ. ঘ 

আরো পড়ুন: বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 

৮. হায়রোগিøফিক হলো? [ঢাবি: অধিভুক্ত ৭ কলেজ (খ ইউনিট): ১৯-২০] 

ক. একটি জাতির নাম খ. একটি লিখন পদ্ধতির নাম গ. একটি দেশের নাম ঘ. একটি মূর্তিও নাম উ. খ 

৯. ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত হয়? [ঢাবি (খ ইউনিট): ০৫-০৬] 

 ক. গ্রিক খ. মিশরীয় গ. খ্রিষ্টান ঘ. ফরাসি উ. খ 

১০. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? [৩৯তম বিসিএস] 

 ক. হোয়াংহো নদীর তীরে খ. ইয়াংসিকিয়াং নদীর তীরে 

 গ. নীলনদের তীরে ঘ. ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে 

১১. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমান কোন দেশে? [১৮তম বিসিএস] উ. ঘ 

 ক. ইরাক খ. ইরান গ. তুরস্ক ঘ. সিরিয়া 

১২. ‘ব্যবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত? [১০তম বিসিএস] উ. ক 

 ক. ইরান খ. ইরাক গ. তুরস্ক ঘ. সিরিয়া 

১৩. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক: ১৩] উ. খ 

 ক. মেসোপটেমিয়ায় খ. পারস্যে গ. মিশরে ঘ. রাশিয়ায় 

১৪. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিল? [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক (সুরমা): ১৩] উ. ক 

বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর বৈশ্বিক ইতিহাস সম্পর্কে

 ক. নেবুচাঁদ নেজার খ. সাইরাস গ. র‌্যামজেজ ঘ. দারিউস 

১৫. পৃথিবীর প্রাচীনত মানচিত্র পাওয়া যা-? [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক (খুলনা বিভাগ): ০৫] উ. ক 

 ক. চীনের প্রাচীরের কাছে খ. দক্ষিণ আফ্রিকার ভিক্টেরিয়া প্রদেশ 

 গ. ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসবশেষ ঘ. ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষ উ. গ 

১৬. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? [মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (ইউনিট-ডি): ১৩-১৪] 

 ক. স্পেন খ. ব্যাবিলন গ. গ্রিস ঘ. তেহরান 

১৭. ইতিহাসে প্রথম লিখিক আইন প্রণেতা কে? [রাজশাহী বিশ^বিদ্যালয় (আইন বিভাগ): ০৫-০৬] উ. খ 

 ক. জুলিয়াস সিজার খ. হাম্বুরাবি গ. স¤্রাট আলেকজান্ডার ঘ. এরিস্টটল উ. খ 

১৮. ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? [১৯তম বিসিএস/১০ বিসিএস] 

 ক. গ্রিসে খ. ইটালিতে গ. তুরস্কে ঘ. স্পেনে উ. গ 

১৯. ‘নিজেকে জানো’- উক্তিটি কার? [ঢাবি (বি ইউনিট): ২১-২২] 

 ক. সক্রেটিস খ. প্লেটো গ. এ্যারিস্টটল ঘ. হেরাক্লিটাস উ. ক 

২০. ইতিহাসের জনক (Father of history) কে? [রাবি (এ ইউনিট): ১৯-২০] 

নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।

Google News Follow

 ক. যুসিডাইজিস খ. হেরোডোটস গ. এরিস্টটল ঘ. টয়েনবি উ. খ 

২১. বীর আলেকজান্ডারেরর শিক্ষক কে ছিলেন? [রাবি (এ ইউনিট): ১৮-১৯] 

 ক. সফোক্লিস খ. সক্রেটিস গ. এরিস্টটল ঘ. প্লেটো উ. গ 

২২.‘জ্ঞানই পূণ্য (Knowledge of history)-কে বলেছেন? [জবি (বি ইউনিট): ১৭-১৮] 

 ক. প্লেটো খ. এরিস্টটল গ. সক্রেটিস ঘ. হেগেল 

২৩.মায়া সভ্যতাটি আবিস্কৃত হয়? [৪৩তম বিসিএস] 

 ক. উত্তর আমেরিকায় খ. দক্ষিণ আমেরিকায়  

 গ. মধ্য আফ্রিকায় ঘ. মধ্য আমেরিকায় উ. ক

আরো পড়ুন: বাংলাদেশ মানে কী?

২৪. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? [৪১তম বিসিএস] উ. ঘ 

 ক. দক্ষিণ আমেরিকা খ. আফ্রিকা গ. মধ্যপ্রাচ্য ঘ. ইউরোপ উ. ক 

২৫. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? [২০তম বিসিএ,রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শিউলি):১১] 

ক. হোয়াংহো খ. ইয়াংসিকিয়াং গ. গঙ্গা ঘ. সিন্ধু উ. খ

২৬. ভারতের লোকসভার নির্বাচিত সদদ্য সংখ্যা কত? [২৭তম বিসিএস,২৬তম বিসিএস] 

ক. ৫৪৩ খ.৫৪৫ গ.৫১৪ ঘ. ৫৪০ উ. ক

২৭. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? [৩৯তম বিসিএস] 

 ক.মিয়ানমার খ. ভারত গ. থাইল্যান্ড ঘ. মালয়েশিয়া উ.ক 

২৮. আয়তন ও লোকসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

ক. মালদ্বীপ খ. ভ্যাটিকান সিটি গ. তাইওয়ান ঘ. সিঙ্গাপুর উ. খ 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আন্তর্জাতিক বিষয়

২৯. এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কয়টি? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী ম্যাধ্যমিক ম্যানেজার (প্রশাসন):১৭] 

ক. ৩৩টি খ. ৩৫টি গ. ৫৩টি ঘ. ৪৪টি উ. ঘ 

৩০. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে-এ মতবাদ প্রথম প্রমাণ করেন[বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সহকারী কর্মকর্তা:০৬] 

ক. গ্যালিলিও খ. হ্যানিম্যান গ. কোপারর্নিকাস ঘ. লুইপাস্তর উ. খ 

৩১. ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? [১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন (পরীক্ষা স্কুর পর্যায়-২)-১৬] 

ক. ২৬ জানুয়ারি খ. ১৫ আগস্ট গ. ১৪ আগস্ট ঘ. ১৬ ডিসেম্বর উ. ক 

৩২. সিয়াচেন হিমবাহু কোথায় অবস্থিত? [বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেট-০৭] 

 ক.কাঠমান্ডু খ. কাশ্মীর গ. ভুটান ঘ.হিমাচল উ. খ 

৩৩. নিচের কোন দেশ ‘এশিয়ান টাইগার’ নয়? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-০৬] 

ক. হংকং খ. তাইয়ান গ. সিঙ্গাপুর ঘ. ভারত উ. ঘ 

৩৫. ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত? [শ্রম অধিদপ্তরের রেজিস্টার-২০০০] 

ক. ৫৫০ খ.৫৪৫ গ. ৫৫২ ঘ. ৫৪৮ উ. খ 


৩৬. বার্মা থেকে মিয়ানমার নাম করণ করা হয় কত সালে? [স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী-১০] 

ক. ১৯৯০ খ. ১৯৮৯ গ. ১৯৮৮ ঘ. ২০০৩ উ.খ 

৩৭. ‘পুত্রজায়’ হলো- [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব-০৫] 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আন্তাজাতীক বিষয় ২০২৪

ক. মালির রাজধানী খ. মালদ্বীপের রাজধানী 

 গ. মালাউইর রাজধানী ঘ. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী উ. ঘ 

৩৮. ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? [উপজেলা ও থানা শিক্ষা অফিসার-০৫] 

ক. ১৯৫০ সালে খ. ১৯৫৭ সালে গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬৩ সালে উ. খ 

৩৯. স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীন ছিল? [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-০৭] 

ক. পতুগাল খ. ইন্দোনেশিয়া গ. মারয়েশিয়া ঘ. ফিলিপাইন উ. খ 

৪০. এশিয়া মহাদেশে অবস্থিত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? [বাংলাদেশ কোস্ট গার্ডের প্রকৌশলী (পূর্ত)-০২] 

ক. বাংলাদেশ খ. সিঙ্গাপুর গ. পূর্ব তিমুর ঘ. তাইওয়ান উ. গ 

আরো পড়ুন: বাংলাদেশ পরিচিতি সম্পর্কে সাধারণ জ্ঞান

৪১. ইরিয়ানজায়া(ওৎরধহ ঔধুধ) প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে? [থানা সহকারী শিক্ষা অফিসার-৯৯] 

ক. ফিলিপাইন খ. ফিজি গ. ইন্দেনেশিয়া ঘ. কম্পুচিয়া উ. গ 

৪২. মিয়ানমারের রাজধানীর নাম - [বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিপ্তরের অফিস সহকারী-২০] 

ক. নাইপিদো খ. ইয়াংগুন গ. হ্যানয় ঘ. বাগদাদ উ. ক 

৪৩. ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সিলেট)-০৭] 

ক. লাওস খ. কম্বোডিয়া গ. ভিয়েতনাম ঘ. জাপান উ. ঘ

৪৪. কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কোন সালে? [রাজশাহী বিশ্বাবিদ্যালয় (ক ইউনিট বিজোড়): ১৩-১৪] 

 ক. ১৪৮৭ খ. ১৪৫৮ গ. ১৫৫৭ ঘ. ১৪৯২ 

৪৫. কোন দেশটির সাথে সমুদ্রের যোগাযোগ নেই? [ঢাবি (ঘ-ইউনিট)-১৮-১৯] উ. ঘ 

 ক. থাইল্যান্ড খ. ভুটান গ. ফ্রান্স ঘ. জাপান 

৪৬. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? [চবি(বি-ইউনিট) ১৮-১৯] 

 ক. রাজেন্দ্র প্রসাদ খ. এস রাধাকৃষ্ণান উ. খ 

 গ. সি রাজা গোপালচারিয়া ঘ. ভি ভি গিরি উ. ক 

৪৭. ভারতের কোন রাজ্য নিয়ে চীনের সাথে বিরোধ রয়েছে? [বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(ইইউনিট)-১৯-২০] 

ক. মিজোরাম খ. অরুণাচল গ. উত্তর প্রদেশ ঘ. মেঘালয় উ. খ 

৪৮. বিশে^র সবচেয়ে উচু ভাস্কর্য ঝঃধঃঁব ড়ভ টহরঃু ভারতের কোন রাজ্যে অবস্থিত? [খুবি-সি ইউনিট-

১৮-১৯] 

ক. গুজরাট খ. দক্ষিণ কোরিয়া গ. মহারাষ্ট্র ঘ. তেলেঙ্গেনা উ.ক 

৪৯. বর্তমান বিশে^র কোন দেশটির সংবিধানকে ‘শান্তির সংবিধান’ বলা হয়? [৩৫তম বিসিএস] 

ক. জাপান খ. কোস্টারিকা গ. পেরু ঘ. সুইজারল্যান্ড উ. ক 

৫০. হংকং কত সালে যুক্তরাজ্যের কতৃত্ব থেকে চীনের হাতে চলে আসে? [কর্মস্থান ব্যাংক সহকারী অফিসার ০৮] 

ক. ১ জানুয়ারি ১৯৯৭ খ. ১ মার্চ ১৯৯৭ 

 গ. ১লা জুলাই ১৯৯৭ ঘ. ১ সেপ্টেম্বর ১৯৯৭ উ. গ 

শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com সাথে থাকার জন্য ধ্যনবাদ….




Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.