আস্সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলাহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি।
বৈশ্বিক ইতিহাস সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান আরো কিছু গরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করাবো ইনশাআল্লাহ।
বৈশ্বিক ইতিহাস বলতে বিশ্বের আধিযোগে ঘটে যাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা কারণ।
এই গুলো আমাদের বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন আসে। তাই গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্য অন্যতম।
নিচে বৈশ্বিক ইতিহাস সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো-
বুদ্ধিমাত্তা প্রশ্ন বৈশ্বিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান
১০২. সংসদীয় গণতন্ত্রের শাসন বিভাগের ফলে সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ ১৮]
ক. রাষ্ট্রপতির কাছে খ. প্রধানমন্ত্রীর কাছে
গ. প্রধান বিচারপতির কাছে ঘ. আইন মন্ত্রীর কাছে উ. খ
১০৩. গৌরবময় বিপ্লব সংঘটিত হয়- [জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক ০৯-১০]
ক. ১৬৮৮ সালে খ. ১৭৮৮ সালে গ. ১৮৮৮ সালে ঘ ১৯৮৮ সালে উ. ক
১০৪. নিচের কোন দেশের সংবিধান অলিখিত? [ পায়রা বন্দর কতৃপক্ষের সহকারি ১৮]
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. ভারত ঘ. রাশিয়া উ. খ
১০৫. ম্যাগনাকার্টা কী? [মহা হিসাবরক্ষক অডিটর ১৪]
ক. ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র খ. গ্রিসের প্রথম শাসনতন্ত্র উ. খ
গ. অস্ট্রেলিয়ার শাসনতন্ত্র ঘ. রাশিয়ার শাসনতন্ত্র উ. ক
১০৬. ব্লাসফেমি আইন কোন দেশে প্রথম চালু হয়- বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়(এ ইউনিট) ১৩-১৪]
ক. ভারত খ. যুক্তরাষ্ট্র গ. যুক্তরাজ্য ঘ. কানাডা উ. গ
১০৭.দক্ষিন আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা): ১৩]
ক. চিলি খ. প্যারাগুয়ে গ. আলবেনিয়া ঘ. সুরিনাম উ. গ
১০৮. পৃথিবীর বৃহত্তম বন কোনটি? [বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার ২০২২]
ক. কঙ্গো ফরেস্ট খ. এ্যামাজন ফরেস্ট গ. বøাক ফরেস্টে ঘ. সুন্দরবন ফরেস্ট উ. খ
১০৯. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (করতোয়া): ১৩]
ক. ইউরোপ খ. দক্ষিণ আমেরিকা গ. আফ্রিকা ঘ. উত্তর আমেরিকা উ. খ
১১০.কেন দেশটি ওশেনিয়া অঞ্চলে অর্ন্তগত? [বাতিল কৃত ৩৪তম বিসিএস]
ক. নওরু খ. কেনিয়া গ. কিউবা ঘ. গায়ানা উ. ক
১১২.কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? [২৭তম বিসিএস]
ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. নিউজিল্যান্ড গ. বাহামা ঘ. সুইজারল্যান্ড উ. খ
১১৩.কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়? [ঢাকি (খ-ইউনিট)-০৮-০৯]
ক. ফিজি খ. ভানুয়াতু গ. মালদ্বী ঘ. পালাউ উ. গ
১১৪. আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ- [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন রিসার্চ অফিসার
ক. সিচেলিস খ. বতসোয়ানা গ. তিউনিসিয়া ঘ. বেনিন উ. ক
১১৫. মিশর কোন মহাদেশে অবস্থিত? [অগ্রণী ব্যাংক লি. অফিসার(ক্যাশ) ১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী ১২]
ক. এশিয়া খ. আফ্রিকাা গ. ইউরোপা ঘ. কোনটিই নয় উ. খ
১১৬. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘ঐড়ৎহং ড়ভ অভৎরপধ’ তে কোন দেশটি অবস্থিত? [১৫তম বিসিএস]
ক. ইথিওপিয়া খ. নাইজেরিয়া গ. কেনিয়া ঘ. সুদান উ. ক ১১৭. ঐতিহাসিক ‘ফেজ শহর’ কোথায় অবস্থিত? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার: ৯৩]
ক. আলজেরিয়ায় খ. মরক্কোয় গ. লিবিয়ায় ঘ. মিশরে উ. খ
১১৮. সেনেগাল কোন মহাদেশ অবস্থিত? [ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান: ১৯]
ক. আফ্রিকা খ. এশিয়া গ. ইউরোপ ঘ. উত্তর আমেরিকা উ. ক
১১৯. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২১তম বিসিএস, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বরিশাল বিভাগ) ১৭]
ক. এশিয়া খ. ইউরোপ গ. দক্ষিণ আমেরিকা ঘ. আফ্রিকা উ. ঘ
১২০. মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল? [৮ম বেসারকারী প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ১২]
ক. পাকিস্তান খ. সিরিয়া গ. মিশর ঘ. ভারত উ. গ
১২১. নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়? [স্বাস্থ্য ও সেবা অধিদপ্তর পরীক্ষা: ২২]
ক. আলজেরিয় খ. তিউনেসিয়া গ. আলবেনিয়া ঘ. নাইজেরিয়া উ. গ
১২২. লিবিয়া কোন মহাদেশে অবস্থিত? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার: ১২]
ক. আফ্রিকা খ. এশিয়া গ. ইউরোপ ঘ. অস্ট্রেলিয়া উ. ক
১২৩. লোহিত সাগর ও সুয়েজখাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৬]
ক. আফ্রিকা খ. ইউরোপ গ. অস্ট্রেলিয়া ঘ. কোনটিই নয়
১২৪. কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়? [ঢাবি(৭ কলেজ এর খ ইউনিট): ১৯-২০] উ. ক
ক. মরক্কে খ. লিবিয়া গ. তিউনিসিয়া ঘ. ইয়েমেন
১২৫. আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? [জবি(ঘ ইউনিট) ১১-১২] উ.ঘ
ক. আলজেরিয়া খ. সুদান গ. মিশর ঘ. লিবিয়া
১২৬. মুয়াম্মার গাদ্দাফি কত বছর লিবিয়া শাসন করেন? [ ঢাবি(ঘ ইউনিট): ১১-১২] উ. ক
ক. ৪৫ খ. ২৬ গ. ৩৪ ঘ. ৪২
১২৭. নিকারাগুয়া কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত? [চবি(ডি ইউনিট): ০৪-০৫] উ. ঘ
ক. দক্ষিণ আমেরিকা খ. উত্তর আমেরিকা গ. মধ্য আমেরিকা ঘ. মধ্য আমেরিকা ১২৮. নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ নয়? [চবি(ডি ইউনিট): ০৪-০৫] উ. গ
ক. কোস্টারিকা খ. গুয়েতমালা গ. কিউবা ঘ. গন্ডুরাস উ. গ
১২৯. নিচের কোন দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত নয়? [বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা: ০৫]
ক. কিউবা খ. গ্রানাডা গ. হাইতি ঘ. কানাডা উ. ঘ
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪
১৩০ কিউবা কোন সমুদ্রে অবস্থিত? [টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক: ৯৫]
ক. প্রশান্ত মহাসাগর খ. আটলান্টিক মহাসাগর
গ. ভূমধ্যসাগর ঘ. উত্তর সাগর উ. খ
১৩৪. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? [২৬তম বিসিএস]
ক. লুইসিয়ানা খ. উইসকনসিন গ. ফ্লোরিডা ঘ. নেবারস্কা উ. ক
১৩৫. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? [২৮তম বিসিএস] ক. সনোরা লাইন খ. ম্যাকনামার লাইন
গ. ডুরান্ড লাইন ঘ. হিন্ডারবার্গ লাইন উ. ক
১৩৬. ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল? [পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালক-০৬]
ক. ৯টি খ. ১১টি গ. ১৩টি ঘ. ১৭টি উ. গ
১৩৭. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(ক্যামেলিয়া): ১২]
ক. জর্জ ওয়াশিংটন খ. আব্রাহাম লিঙ্কন গ. রুজভেল্ট ঘ. কলম্বাস উ. ক
১৩৮. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-০১]
ক. ১৪ জুলাই খ. ১৪ আগস্ট গ. ৪ জুলাই ঘ. ২৩ মার্চ উ. গ
১৩৯. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? [৩৪তম বিসিএস]
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উ. গ
নিত্য নতুন তথ্য পেতে Google News Follow দিয়ে সাথে থাকুন।
১৪০. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি’ কি নামে পরিচিত? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা) ১৪, উপজেলা ও থানা শিক্ষা অফিসার-০৫]
ক. বন্ধুক্ত চুক্তি খ. মিত্র চুক্তি গ. দ্বিতীয় ভার্সাই চুক্তি ঘ. প্রখম ভার্সাই চুক্তি উ. ঘ
১৪১. যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচন মন্ডলীর ভোটের সংখ্যা বেশি? [২৩তম বিসিএস]
ক. নিউইয়ক খ. ক্যালিফোর্নিয়া গ. টেক্সাস ঘ. ফ্লোলিডা উ. খ
১৪২. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে কত ন্যূনতম ইলেক্টোরাল ভোটের প্রয়োজন? [চবি(ই ইউনিট) ১৬-১৭]
ক. ২৭২ খ. ২৭১ গ. ২৭০ ঘ. ২৬৮ উ. গ
১৪৩. আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে? [ কন্ট্রোলার জেনারেল জুনিয়র অডিটর-১৪] ক. রুজভেল্ট খ. এফ কেনেডি গ. আব্রহাম লিংকন ঘ. জিমি কার্টার উ. গ
১৪৪. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী? [১৯তম বিসিএস]
ক. জর্জ ওয়াশিংটন খ. আব্রহাম লিংকন গ. রুজভেল্ট ঘ. কেনেডি উ. খ
১৪৫. ‘স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত? [পায়ারা বন্দর কতৃপক্ষের সহকারী সাব-ইন্সপেক্টর-১৮] ক. ক্যালিফোর্নিয়ার খ. ওয়াশিংটন গ. নিউইয়ক ঘ. ট্রেক্সাস উ. গ
১৪৬. উবধফ ঐবধৎঃ ড়ভ অভৎরপধ কোন দেশে? [দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ২০]
ক. সুদান খ. বুরুন্ডি গ. উগান্ডা ঘ. শাদ উ. ঘ
১৪৭. বিশে^র রাজধানী বলা হয় কোন নগরীকে? [সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী ১৮/ পরিবার কল্যাণ কর্মকর্তা ০৯]
ক. লন্ডন খ. নিউইয়ক গ. প্যারিস ঘ. বেইজিং উ. খ
১৪৮. কোন শহরকে ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয়? [ইবি(খ ইউনিট) ১৩-১৪]
ক. লন্ডন খ. ফিলিস্তিন গ. শিকাগো ঘ. কাশ্মির উ. গ
১৪৯. কোনটি ‘শে^তহস্তীর দেশ’ নামে পরিচিত? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ১৬]
ক. থাইল্যান্ড খ. সিঙ্গাপুর গ. কাম্পুচিয়া ঘ. ইন্দোনেশিয়া উ. ক
১৫০. কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? [৩১তম বিসিএস, ৩১তম বিসিএস, ১২তম বিসিএস] ক. নরওয়ে খ. সুইডেন গ. ফিনল্যান্ড ঘ. সুইজারল্যান্ড উ. গ
১৫১. সূর্যদয়ের দেশ বলা হয় কোনটি? [বাংলাদেশ তেল,গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের উচ্চমান সহকারী ১৭]
ক. জাপান খ. সাউথ আফ্রিকা গ. চীন ঘ. থাইল্যান্ড উ. ক
১৫২. কোন দেশকে ‘ধীবরের দেশ’ বলা হয়? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার ১৭]
ক. বাংলাদেশ খ. জাপান গ. মালদ্বীপ ঘ. নরওয়ে উ. ঘ ১৫৩. পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? [১১তম বিসিএস]
ক. প্যালেস্টাইন খ. জেরুজালেম গ. জেদ্দা ঘ. তাইফ উ. খ
১৫৪. কোন শহরকে ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয়? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ১৫]
ক. টোকিও খ. শিকাগো গ. নায়াগ্রা ঘ. রোম উ. ঘ
১৫৫. ‘সমুদ্রের বধূ’ এই ভৌগোলিক উপনামটি কোন দেশের? [বিটিভির সহকারী প্রকৌশলী(সিভিল) ১৭
ক. কিউবা খ. শ্রীলঙ্কা গ. পাকিস্তান ঘ. জাপান উ. খ
শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com চেষ্টা করে আপনাদের ভালো কিছু দেওয়ার। তাই তার মধ্যে যদি কোন ভূলত্রুটি হয়ে থাকে তা হলে-
ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যথা সময় উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।