বিশ্বের যুদ্ধ বিগ্রহ ও বিপ্লব সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর "জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর"

আন্তর্জাতিক বিষয়াবলী: বিশ্বের যুদ্ধ বিগ্রহ ও বিপ্লব সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে বিশ্বের যুদ্ধ বিগ্রহ ও বিপ্লব সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

বিভিন্ন ভর্তি পরীক্ষা আন্তার্জাতিক বিষয় সাধারণ জ্ঞান প্রশ্ন এসে থাকে তাই আমাদের কে আন্তার্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

নিচে বিশ্বে যুদ্ধ বিগ্রহ ও বিপ্লব সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো-

 বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্বের যুদ্ধ বিগ্রহ ও বিপ্লব সম্পর্কে 

১. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? [৩৭তম বিসিএস/জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার: ২১] 

ক. ইতালি খ. ইংল্যান্ড গ. ফ্রান্স ঘ. রাশিয়া উ. গ 

২. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? [৪২তম বিসিএস (বিশেষ)] 

ক. উনবিংশ শতাব্দীতে খ. অষ্টাদশ শতাব্দীতে 

 গ. ষোড়শ শতাব্দীতে ঘ. চতুর্দশ শতাব্দীতে উ. খ 

বিশ্বের যুদ্ধ বিগ্রহ ও বিপ্লব সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

৩. শিল্প বিপ্লব (Industrial Revolution) কোন দেশ প্রথম শুরু হয়? [বাংলাদেশ পানি উন্নয়ন 

বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর: ১৯] 

ক. ইংল্যান্ডে খ. জার্মানিতে গ. যুক্তরাষ্ট্রে ঘ. ফ্রান্স উ. ক

৪. বাষ্পীয় ইঞ্জিনের আবিস্কারক কে? [১০তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন (স্কুল পর্যায় ২): ১৪] 

ক. নিউটন খ. জেমস ওয়াট গ. কেপলার ঘ. হাইগেন উ. খ 

৫. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধ্বংস হয়? [মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ০১] 

ক. বস্ত্র শিল্প খ. কুটির শিল্প গ. কাগজ শিল্প ঘ. পাট শিল্প উ. খ 

৬. কোন দুটি দেশের মধ্যে ‘শতবর্ষ ব্যাপী যুদ্ধ’ (Hundred years) ঘটেছিল? [উত্তরা ব্যাংক লি. সহকারী অফিসার (ক্যাশ): ১৭] 

ক. ফ্রান্স ও ইতালি খ. ফ্রান্স ও জার্মানি গ. ফ্রান্স ও ইংল্যান্ড ঘ. ইংল্যান্ড ও জার্মানি উ. গ 

৭. রাশিয়ার লেনিনগ্রাড শহরের বর্তমান নাম কী? [শিক্ষাা মন্ত্রণালয়ের স্টিমিটার: ২২] 

ক. সেন্ট পিটার্সবার্গ খ. কিয়েভ গ. ভøাদিভস্টক ঘ. ভলগাগ্রাড উ. ক 

৮. যুক্তরাষ্ট্র কোন দেশের উপনিবেশ ছিল? [বাইবি (সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল): ১১-১২] ক. স্পেন খ. ব্রিটেন গ. ফ্রান্স ঘ. জার্মানি উ. খ 

৯. ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল? [পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালক: ০৬] 

 ক. ৯টি খ. ১১টি গ. ১৩টি ঘ. ১৭টি 

১০. আমেরিক স্বাধীনতা ঘোষণা করে-[একটি বাড়ি একটি খামার প্রকল্পে জেলা সম্বয়কারী: ১৭] উ. গ 

 ক. ২ জুলাই, ১৫৫৬ খ. ৩ জুলাই,১৬৭৬ গ. ৪ জুলাই, ১৭৭৬ ঘ. ৫ জুলাই, ১৮৭৬ 

১১. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক-[প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ক্যামেলিয়া): ১২] উ. গ 

 ক. জর্জ ওয়াশিংটন খ. আব্রাহাম লিঙ্কন গ. রুজভেল্ট ঘ. কলম্বাস 

১২. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০১] উ. ক 

 ক. ১৪ জুলাই খ. ১৪ আগস্ট গ. ৪ জুলাই ঘ. ২৩ মার্চ উ. গ 

১৩. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যে ইংরেজ সেনাপতি ইংরেজ সৈন্য পরিচালনা করেন তার নাম কী? [শ্রম অধিপ্তরের অফিসার: ৯৪] 

ক. কর্নওয়ালিস খ. লর্ড নর্থ গ. হ্যামিল্টন ঘ. জর্জ ওয়াশিংটন উ. ক 

১৪. যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ নি¤েœর কোন দেশ উপহার দেয়? [১৭তম বিসিএস/রাবি (অ-৩ ইউনিট): ২১] 

ক. বেলজিয়াম খ. যুক্তরাজ্য গ. ইতালি ঘ. ফ্রান্স উ. ঘ 

১৫. ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগানের প্রবক্তা কে ছিলেন? [মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক:০০] ক. মোপাসো খ. ভলতেয়ার গ. বারট্রান্ড রাসেল ঘ. রুশো উ. ঘ 

১৬. ফরাসি বিল্পব (French Revolution) সংঘটিত হয়েছিল-[৩১তম বিসিএস/ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. ফিল্ড অফিসার: ২২] 

ক. ১৭৮৯ খ. ১৭৯১ গ. ১৭৯৫ ঘ. ১৮০০ উ. ক 

১৭. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল-[১২তম বিসিএস] 

ক. ১৪ জুলাই, ১৭৮৯ খ. ২৬ আগস্ট, ১৭৮৮ 

 গ. ৫ অক্টোবর, ১৭৮৮ ঘ. ৭ জুন, ১৭৮৮ উ.ক 

বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর বিশ্বের যুদ্ধ বিগ্রহ ও বিপ্লব সম্পর্কে

১৮. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক: ০৯] 

ক. দ্বাদশ লুই খ. ষোড়শ গ. নেপোলিয়ন ঘ. ফিলিপস উ. খ

১৯. ফরাসি বিপ্লবের শিশু বলা হয়-[রাবি (রাষ্ট্রবিজ্ঞান): ০৫-০৬] 

 ক. রুশোকে খ. জনলককে গ. ভলতেয়ারকে ঘ. নেপোলিয়নকে 

২০. ‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯] 

 ক. ভারত মহাসাগরে খ. আটলান্টিক মহাসাগরে উ. ঘ 

 গ. প্রশান্ত মহাসাগরে ঘ. উত্তর মহাসাগরে 

২১. ট্রাফালগার যুদ্ধে কোন দেশ জয় লাভ করে? [রাবি ( ক ইউনিট): ১৩-১৪] উ. খ 

 ক. ফ্রান্স খ. স্পেন গ. ইতালি ঘ. ইংল্যান্ড 

২৩.ঞৎধভধষমধ ঝয়ঁধৎব-এর অবস্থান-[৪৩তম বিসিএস] উ. ঘ 

 ক. রাশিয়ায় খ. ইংল্যান্ড গ. ফ্রান্সে ঘ. চীনে 

২৪. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোন দেশে অবস্থিত? [পঞ্চদশ শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়-২): ১৯] উ. খ 

 ক. সুইডেন খ. বেলজিয়াম গ. ইংল্যান্ড ঘ. ইটালি উ.খ 

নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।

Google News Follow

২৫. কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রম কর্মকর্তা: ২১] 

 ক. ১৮১৫ সালে খ. ১৮২০ সালে গ. ১৯১২ সালে ঘ. ১৯১৪ সালে উ. ক 

২৬. কখন প্রথম বিশ^যুদ্ধ শুরু হয়? [ববি (ঘ ইউনিট): ১৪-১৫] 

ক. ১৯১০ সালে খ. ১৯১২ সালে গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৬ সালে উ. গ 

২৭. প্রথম বিশ^যুদ্ধের অবসান হয়-[বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৯] 

ক. ১৯১৪ সালের ১০ সেপ্টেম্বর খ. ১৯১৭ সালের ১৪ আগস্ট 

 গ. ১৯১৮ সালে ১১ নভেম্বর ঘ. ১৯২০ সালে ১৯ জুন উ. গ 

২৮. প্রথম বিশ^যুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল? [থানা সহকারী শিক্ষা অফিসার: ৯৯] 

ক. গ্রাজ খ. সারায়েভো গ. জাগরেব ঘ. সালজবুরগ উ. খ 

২৯. প্রথম বিশ^যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? [জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী গবেষণা অফিসার: ০৬] 

ক. রুজভেল্ট খ. লিংকন গ. উড্রো উইলসন ঘ. আইসেন হাওয়ার উ. গ 

৩০. রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব কোন সালে সংঘটিত হয়? [প্রতœতত্ত¡ অধিদপ্তরের এস্টিমেটর: ১৯] 

ক. ১৯১৫ খ. ১৯১৭ গ. ১৯১৮ ঘ. ১৯২৫ উ. খ 

৩১. ‘অক্টোবর বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়েছিল? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯] 

 ক. জার্মানি খ. ফ্রান্স গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র 

৩২. ১৯১৮ সালে পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল? [থানা সহকারী শিক্ষা অফিসার: ৯৯] উ. গ 

 ক. সুরশুভ খ. কোটলাস গ. পেট্রোগ্রাড ঘ. ভলগাদা 

৩৩. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? [৪১তম বিসিএস] উ. গ 

 ক. রাশিয়া খ. ডেনমার্ক গ. সুইডেন ঘ. ইংল্যান্ড 

৩৪. আধনিক তুরস্কেও জন-[আবহাওয়া অধিদপ্তরে সহকারী আবহাওয়াবিদ: ৯৫] 

 ক. আনোয়ার পাশা খ. জেনারেল তুগত ওজা উ. ক 

 গ. হারুন-অর-রশীদ ঘ. কামাল পাশা উ. ঘ 

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ২০২৪

৩৫. হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধের প্রত্যক্ষ কারণ? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স-এর কার্যালয়ের অধীন অডিটর: ১৪] 

ক. অস্ট্রিয়া খ. চেকো¯øাভাকিয়া গ. রাশিয়া ঘ. পোল্যান্ড উ. ঘ 

 

৩৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-[বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের ব্যক্তিগত সহকারী: ১৯] 

ক. ১ সেপ্টেম্বর, ১৯৩৯ খ. ১ নভেম্বর, ১৯৪০ 

 গ. ১ ডিসেম্বর, ১৯৩৭ ঘ. ১ অক্টোবর, ১৯৩৫ উ. ক 

৩৭. কোন দেশটি দ্বিতীয় বিশ^যুদ্ধ চলাকলে অক্ষশক্তি ছিল না? [ঢাবি (খ ইউনিট): ০০০-০১] 

ক. জার্মান খ. ফ্রান্স গ. ইতালি ঘ. জাপান উ. খ 

৩৮. দ্বিতীয় বিশ^যুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক: ১৩] 

ক. চেম্বারলেন খ. রুজভেল্ট গ. চার্চিল ঘ. স্ট্যালিন উ. গ 

৩৯. কে ‘ডেজার্ট ফক্স’ নামে পরিচিত? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ডেল্টা): ১৪] 

ক. আনোয়ার সাদাত খ. ফিল্ড মার্শাল রোমেল 

 গ. মার্শাল টিটো ঘ. কামাল আতাতুর্ক উ. খ 

৪০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫] 

ক. জার্মানি খ. জাপান গ. রাশিয়া ঘ. ইতালি উ. খ 

৪১. জাপান পার্ল হারবার আক্রমণ করে-[১২তম বিসিএস/পঞ্চদশ বেসকারি শিক্ষক নিবন্ধন 

(স্কুল/সমপর্যায়): ১৯] 

ক. ৭ ডিসেম্বর, ১৯৪০ খ. ৭ ডিসেম্বর, ১৯৪১ 

 গ. ৭ ডিসেম্বর, ১৯৪২ ঘ. ৭ ডিসেম্বর, ১৯৪৩ উ. খ 

৪২. D.Day হিসেবে উদযাপন হয় কোন দিনটি? [একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বকারী: ১৭] 

ক. ৮ মে খ. ৬ জুন গ. ১৪ আগস্ট ঘ. ৭ ডিসেম্বর উ. খ 

বিশ্বের যুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান

৪৩. ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’-এটি কার উক্তি? [২০তম বিসিএস] 

ক. সালজার খ. ফ্রান্স গ. হিটলার ঘ. মুসোলিনী উ. গ 

৪৪. যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট যিনি জাপানে আণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন-[ঢাবি (খ ইউনিট) :০৭-০৮] 

ক. ফ্রাংকলিন রুজভেল্ট খ. ডুয়াইট আইসেনহাওয়ার 

 গ. উড্রো উইলসন খ. হ্যারি ট্রুম্যান উ. ঘ 

৪৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-[দুনীতি দমন ব্যুরোর পরিদর্শক: ০৩] 

 ক. আইসেন হাওয়ার খ. জন এফ কেনেডি গ. রুজভেল্ট ঘ. ট্রুম্যান উ. গ,ঘ 

৪৫. দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন-[প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ড্যাফোডিল): ১২] 

 ক. স্টালিন খ. লেলিন গ. রুজভেল্ট ঘ. হিটলার উ. ক 

৪৫. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে? [২৬তম বিসিএস] 

ক. রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচার খ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল 

 গ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার ঘ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার উ. খ 

৪৬. কোন দেশে এডলফ হিটলার জন্মগ্রহণ করেন? [ঢাবি (ঘ ইউনিট): ১১-১২] 

ক. জার্মানি খ. সুইজারল্যান্ড গ. অস্ট্রিয়া ঘ. চেকো¯েøাভাকিয়া উ. গ 

৪৭. হলোকাস্ট (Holocaust) বলে চিহ্নিত করা হয় কোনটিকে? [জাবি (সি৭ ইউনিট): ১৫-১৬] 

ক. কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ সংঘাত খ. হুতো-তুতসিদের লড়াই 

 গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন ঘ. গুয়ানতানামোয় বন্দিদের উপর নির্যাতন উ. গ

৪৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির-[চবি (ঙ ইউনিট): ০৩-০৪] 

 ক. বার্লিনে খ. ন্যুরেমবার্গে গ. হাইডেলবার্গে ঘ. বনে 

৪৯. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-[১৮তম বিসিএস] উ. খ 

 ক. চার্চিল ক. কিসিঞ্জার ঘ. দ্য গল ঘ. রুজভেল্ট 

৫০. ‘করনার স্টোন অব্ পিস’ এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-[১৭তম বিসিএস] উ. ক 

 ক. ম্যাকাও খ. হাইতি গ. ওকিনাওয়া ঘ. ভিয়েতনাম উ. গ 

শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com আপনাদের ভালো কিছু শিক্ষানো  জন্য চেষ্টা করে। উপরে উল্লেখিত বিশ্বের যুদ্ধ, বিদ্রহ, বিপ্লব সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

তা থেকে শিক্ষা নিলে আপনাদের যে কোন পরীক্ষা অংশগ্রহণ করতে কোন সমস্যায় পরতে হবে না। এই ব্লগ পোস্টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।

Ranking Keyword Google Bangla General Knowledge:

বর্তমানে কোন কোন দেশে যুদ্ধ চলছে ২০২৪ র্তমানে কোন দেশে যুদ্ধ চলছে? যুদ্ধের তালিকা ২০২৪ ইসলামের যুদ্ধের তালিকা

 র্তমানে কোন কোন দেশে যুদ্ধ চলছে এবং কেন বর্তমানে কোন কোন দেশে যুদ্ধ চলছে 2024 র্তমানে সংঘটিত যুদ্ধ 

ঐতিহাসিক যুদ্ধের তালিকা যুদ্ধের তালিকা ২০২৪ বর্তমানে কোন দেশে যুদ্ধ চলছে? ইসলামের যুদ্ধের তালিকা ইতিহাসের বিভিন্ন যুদ্ধ pdf

বর্তমানে কোন কোন দেশে যুদ্ধ চলছে এবং কেন ঐতিহাসিক যুদ্ধের তালিকা থিবীর অন্যান্য জাতি ও অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান কুইজ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ

আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান ২০২৪

General knowledge questions bangla with answers জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বাংলা জেনারেল নলেজ কুইজ বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের বাংলা gk প্রশ্ন উত্তর pdf জেনারেল নলেজ কুইজ বাচ্চাদের


Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.