আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোওয়া ভালো আছি।
আজকে বিশ্বের আঞ্চলিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো।
আঞ্চলিক সংগঠন বলেতে বুঝায় বিশ্বের সেবা মূলক বিভিন্ন সংগঠন রয়েছে সেই সকল সেবা মুলাক প্রতিষ্ঠানটি কোন কোন স্থানে আছে।
সেই আঞ্চলিক সংগঠন বলে। আঞ্চলিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করা আমাদের জন্য প্রয়োজন।
নিচ আঞ্চলিকসংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে সুন্দর করে আলোচনা করা হয়েছে।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বিশ্বের আঞ্চলিক সংগঠন সম্পর্কে
১. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? [৪০তম বিসিএস]
ক. SAARC খ. CICA গ. IORA ঘ. BIMSTEC উ. ঘ
২. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে কোথায় অবস্থিত? [৪০তম বিসিএস]
ক. নয়া দিল্লি খ. কলম্বো গ. ঢাকা ঘ. কাঠমান্ডু উ. ক
৩. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? [৩৯তম বিসিএস]
ক. জেনেভা খ. ভিয়েনা গ. জেদ্দা ঘ. বাগদাদ উ. ক
৪. সার্কের সদর দপ্তর কোথায়? [৩৮তম বিসিএস] ক. ঢাকা খ. নয়াদিল্লী গ. কলম্বো ঘ. কাঠমান্ডু
৫. আরব লীগ প্রতিষ্ঠা পায়-[৩৬তম বিসিএস] উ. ঘ
ক. ১৯৪৯ খ. ১৯৫০ গ. ১৯৪৫ ঘ. ১৯৪০
৬. সার্ক প্রতিষ্ঠিত হয়-[৩৬তম বিসিএস] উ. গ
ক. ১৯৮২ খ. ১৯৮৫ গ. ১৯৪৮ ঘ. ১৯৪৯ উ. খ
৭. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? [৩০তম বিসিএস/দুদক এর উপ সহকারী পরিচালক: ০২]
ক. NAFTA খ. ASEAM গ. EU ঘ. MERCUSOR উ. গ
৮. নিচের কোন দেশটি ঊঊঈ গঠন করার সময় এর উদ্যোক্তা ছিল না? [মহিলা বিষয়ক উপজেলা কর্মকর্তা: ০৫]
ক. বেলজিয়াম খ. ফ্রান্স গ. ইতালি ঘ. UK উ. ঘ
৯. ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর কোথায়? [বাতিলকৃত ২৪তম বিসিএস/ব্রুরো এর পরিসংখ্যান সহকারী: ২০]
ক. কোপেনহেগেন খ. লন্ডন গ. রোম ঘ. ব্রাসেলস উ. ঘ
১০. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত? [মার্কেন্টাইল ব্যাংক প্রবেশকারী অফিসার: ১৫]
ক. স্ট্রাসবার্গ খ. রোম গ. প্যারিস ঘ.লুক্সেমবার্গ উ. ক
১১. শেনজেন চুক্তি হচ্ছে- [২৬তম বিসিএস/ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির জুনিয়র অ্যাসিসটেন্ট ম্যানেজার: ১৯]
ক. বাণিজ্য চুক্তি খ. কর হ্রাস করা চুক্তি গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি ঘ. এর কোনটিই নয় উ. গ
১২. যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়- [ জগন্নাথ বিশ^বিদ্যালয় (খ ইউনিট): ০৭-০৮]
ক. প্যারিস খ. ব্রাসেলস গ. বন ঘ. ম্যাসট্রিক্ট
১৩. বিশে^র বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়Ñ [ঢাবি (ঘ ইউনিট): ০৬-০৭] উ. ঘ
ক. কলকাতা খ. ফ্রাঙ্কফুর্ট গ. লন্ডন ঘ. নিউইয়র্ক উ. খ
১৪. ডি-৮ এর সদর দপ্তর- [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭]
ক. ইস্তাম্বুল খ. ঢাকা গ. ব্যাংকক ঘ. জাকার্তা উ. ক
১৫. শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে?
ক. কানাডা খ. জাপান গ. জার্মানি ঘ. রাশিয়া উ: ঘ
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
১৬. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
ক. ২০১০ খ. ২০১২ গ. ২০১৪ ঘ. ২০১৬ উত্তর: গ
১৭. তেল রপ্তানিকারক সংস্থা কোনটি? [বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যাক্তিগত সহকারী: ১৯]
ক. POEC খ. OPECE গ. OPEC ঘ. PECO উ. গ
১৮. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? [১৩তম বিসিএস]
ক. কুয়েত খ. নাইজেরিয়া গ. সৌদি আরব ঘ. ভেনিজুয়েলা উ. ঘ
১৯. OPEC গঠিত হয় কোন সনে? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের চীফ ইনিস্ট্রাক্টর (ননটেক): ০৩]
ক. ১৯৬০ খ. ১৯৬১ গ. ১৯৬২ ঘ. ১৯৬৩ উ. ক
২০. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? [৩৯তম বিসিএস বিশেষ]
ক. ভিয়েনা খ. জেদ্দা গ. বাগদাদ ঘ. জেনেভা উ. ঘ
২১. OPEC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী: ১৯]
ক. সৌদি আরব খ. অস্ট্রিয়া গ. কাতার ঘ. কুয়েত উ. খ
২২. ‘OPEC’ অ-আরব মুসলিম দেশ কোনটি? [বাতিলকৃত ২৪তম বিসিএস]
ক. ইন্দোনেশিয়া খ. মালয়েশিয়া গ. ইরাক ঘ. ইরান উ. ঘ
২৩. BESMSTEC এর সদস্য নয়- [ব্যাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর পরিসংখ্যান সহকারী: ২০]
ক. ভারত খ. পাকিস্তান গ. বাংলাদেশ ঘ. থাইল্যান্ড উ. খ
২৪. যে মুসলিম রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের যোগদান করার জন্য প্রার্থী-[ঢাবি (খ ইউনিট):০৪-০৫]
ক. ইন্দোনেশিয়া খ. মিশর গ. বসনিয়া ঘ. তুরস্ক উ. ঘ
২৫. AU কোন মহাদেশের সংগঠন? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এর সহকারী পরিচালক: ১৭]
ক. ইউরোপ খ. এশিয়া গ. আফ্রিকা ঘ. মধ্যপ্রাচ্য উ. গ
২৬. আফ্রিকান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়? [রাবি আইন বিভাগ: ০৫-০৬]
ক. মোগাদিসু খ. আদ্দিস আবাবা গ. কায়রো ঘ. ত্রিপোলি উ.খ
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪
২৭. OAS কোন অঞ্চলের জন্য গঠিত জোট? [ঢাবি (খ ইউনিট): ১২-১৩]
ক. দক্ষিণ-পূর্ব এশিয়া খ. উত্তর আটলান্টিক
গ. আফ্রিকা মহাদেশ ঘ. আমেরিকা অঞ্চল উ. ঘ
২৮. ASEAN কোন অঞ্চলের সংস্থা? [রাবি (এ ইউনিট): ১৬-১৭]
ক. পূর্ব এশিয়া খ. দক্ষিণ পূর্ব এশিয়া গ. আফ্রিকা ঘ. পশ্চিম এশিয়া উ. খ
২৯. আসিয়ান (ASEAN) গঠিত হয়? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ: ০৪] ক. ১৯৬৩ সালে খ. ১৯৬৫ সালে গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৯ সালে উ. গ
৩০. আসিয়ানের সদর দপ্তর (Headquarters) কোথায়? [সোনালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ):১৪]
ক. ইন্দোনেশিয়া খ. মালয়েশিয়া গ. সিঙ্গাপুর ঘ. ফিলিপাইন উ.ক
৩১. নিচের কোন দেশটি অঝঊঅঘ জোটভুক্ত নয় [৪৪তম বিসিএস]
ক. লাওস খ. হংকং গ. ভিয়েতনাম ঘ. কম্বোডিয়া উ.খ
৩২. প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ান-এর শীর্ষ স্থান কোন দেশটির? [সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল): ০৭]
ক. মালয়েশিয়া খ. থাইল্যান্ড গ. সিঙ্গাপুর ঘ. ফিলিপাইন উ. গ
৩৩. সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়? [৩৬তম বিসিএস/২২তম বিসিএস/২০তম বিসিএস]
ক. ১৯৮৫ সালে ঢাকায় খ. ১৯৮৩ সালে দিল্লিতে
গ. ১৯৮৪ সালে কলেম্বোতে ঘ. ১৯৮৬ সালে মালেতে উ. ক
৩৪. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইন্সট্রাক্টর: ১৮]
ক. দিল্লী খ. ঢাকা গ. কাবুল ঘ. শ্রীলংকা উ. খ
৩৫. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? [ডাক অধিদপ্তরে উপজেলা পোস্টমাস্টার: ১৬/এয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২: ১৬]
ক. আবুল আহসান খ. মনমোহন সিং গ. শওকত আজিজ ঘ. চেনকিয়ার দর্জি উ. ক
৩৫. সার্ক দেশগুলো মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-[সহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার: ৯৪]
ক. নেপাল খ. ভুটান গ. শ্রীলংকা ঘ. মালদ্বীপ উ.ঘ
৩৬. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলি কবে সাপটা (ঝঅচঞঅ) চুক্তি সই করেছে? [২১তম বিসিএস]
ক. ১৯৭৬ খ. ১৯৮৫ গ. ১৯৯৩ ঘ. ১৯৯৪ উ. গ
৩৭. সার্ক কৃষি তথ্য কেন্দ্র (SAARC Agricultural Information Center- SAIC
কোথায় অবস্থিত? [জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ২০]
ক. ঢাকা খ. নয়া দিল্লী গ. কাঠমান্ডু ঘ. ক্যান্ডি উ. ক
৩৮. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? [৩৭তম বিসিএস/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ল্যাবরেটারি সহকারী: ২১]
ক. গুজরাট খ. কলম্বো গ. ঢাকা ঘ. কাঠমান্ডু উ.ক
৩৯. সার্ক বিশ^বিদ্যালয় (ঝঅঅজঈ টহরাবৎংরঃু) কোথায় অবস্থিত? [পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী
এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর: ১৭]
ক. দিল্লি, ভারত খ. ইসলামাবাদ, পাকিস্তান
খ. কলম্বো, শ্রীলংকা ঘ. ঢাকা, বাংলাদেশ
৪০. G-7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি? [ঢাবি (বি ইউনিট): ২১-২২] উ. ক
ক. চীন খ. বার্মা গ. ভারত ঘ. জাপান
৪১. নিম্নে কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়? [৩০তম বিসিএস/২৪তম বিসিএস] উ. ঘ
ক. জাপান খ. যুক্তরাজ্য গ. ফ্রান্স ঘ. সুইডেন
৪২. BIMSTEC এর সদস্য নয়- [সড়ক ও জনপদ অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী: ২২]
ক. ভারত খ. পাকিস্তান গ. বাংলাদেশ ঘ. থাইল্যান্ড উ.ঘ
শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com আপনাদের জন্য উপরে উল্লেখিত আঞ্চলিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ….
Google search Top Keyword General Knowledge
সার্কের মহাসচিব তালিকা সার্ক সম্মেলন ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়
সার্ক pdf সার্ক টিকা সার্কের বর্তমান চেয়ারম্যান কে ২০২৩ সার্ক কয়টি দেশ নিয়ে গঠিত সার্ক কেন গঠিত হয়েছিল সার্ক ভুক্ত দেশ গুলোর নাম বাংলাদেশ সম্পর্কিত
১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ
মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান কুইজ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান ২০২৪
General knowledge questions bangla with answers জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বাংলা জেনারেল নলেজ কুইজ বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের বাংলা gk প্রশ্ন উত্তর pdf জেনারেল নলেজ কুইজ বাচ্চাদের
শ্চিমবঙ্গের জেনারেল নলেজ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2024