আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি, বাংলাদেশ সংবিধান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।
সংবিধান প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটি হলো লিখিত সংবিধান আরেকটি হলো অলিখিত সংবিধান।
লিখিত সংবিধান: একটি দেশ পরিচালানার জন্য যে নতী গুলো একটি দলিলে লিপিবদ্ধ করা হয়। সেই দলিল বা নতী গুলো কে লিখিতি সংবিধান বলে।
অলিখিত সংবিধান: একটি দেশ পরিচালনার করার জন্য কোন নতীপত্র বা দলিল লিখিত থাকে না থাকে বলে অলিখিত সংবিধান।
বাংলাদেশ সংবিধান হলো লিখিত সংবিধান। আজ আমার বাংলাদেশ সংবিধান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করবো।
আমাদের বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায় বাংলাদেশ সংবিধান থেকে সাবাধারণ জ্ঞান প্রশ্ন আশে এই সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে আমাদের জানা থাকলে আমাদের কোন পরীক্ষা আসলে আমাদের কোন সমস্যা হবে না।
নিচে বাংলাদেশ সংবিধান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নে একটি সুপিার সাজেশন মূলক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো
সাধারন জ্ঞান প্রশ্ন এর সামাধান বাংলাদেশ সংবিধান সম্পর্কে
১. বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? [৪৩তম বিসিএস]
ক. হাশেম খান খ. এ.কে.এম. আব্দুর রউফ
গ. আবুল বারক আলভী ঘ. সমরজিৎ রায় চৌধুরী উ. খ
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়? [৪২তম বিসিএস]
ক. ১১ নভেম্বর খ. ১২ অক্টোবর
গ. ১৬ ডিসেম্বর ঘ. ৩ মার্চ উ. খ
৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-[৪০তম বিসিএস/২০তম বিসিএস]
ক. ২৫ মার্চ, ১৯৭১ খ. ২৫ মার্চ, ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২ উ. ঘ
৪. বাংলাদেশ সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? [১৪তম বিসিএস]
ক. ১২ অক্টোবর, ১৯৭২ খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে
গ. ২৬ মার্চ, ১৯৭৩ ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩ সালে উ. ক
৫. বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? [কম্পোট্রোলার অডিট কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক:২২]
ক. জাতীয় সংসদ খ. মন্ত্রী পরিষদ
গ.সুপ্রিম কোর্ট ঘ. আইন মন্ত্রণালয় উ. গ
৬. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? [পল্লী বিদ্যুাতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ২০২১]
ক. ১৬৩টি খ. ১৪৭টি
গ. ১৫৩টি ঘ. ১৫০টি উ. গ
৭. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? [বেসামরিক বিমান কর্তৃপক্ষ মেডিকেল অফিসার: ২১]
ক. ক্যাপ্টেন সিতার বেগম খ. বেগম রাজিয়া বানু
গ. বেগম মতিয়া চৌধুরী ঘ. বেগম সুফিয়া কামাল উ. খ
৮. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? [একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী: ১৭]
ক. শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. খন্দকার মোস্তাক ঘ. মুহম্মদুল্লাহ উ. ক
১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী? [ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ১৬]
ক. রাষ্ট্রপতির আদেশ খ. সংবিধান
গ. সুপ্রিম কোর্ট ঘ. স্পিকার উ. খ
১১. বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ আছে? [ঢাকা বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষা: ১৭-১৮]
ক. ৯ খ. ১০
গ. ১১ ঘ. ১২ উ. গ
১২. ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি-[বরিশাল বিশ^বিদ্যালয়: ১৪-১৫]
ক. ১০টি খ. ৫টি
গ. ৪টি ঘ. ৩টি উ. গ
১৩. বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ১৩-১৪]
ক. মোহাম্মদ উল্লাহ খ. শেখ মুজিবুর রহমান
গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী ঘ. বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী উ. ঘ
১৫. সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? [দুনীতি দমন কমিশনের সহ. পরিচালক: ২০২০]
ক. ১ নং খ. ৩ নং
গ. ৫ নং ঘ. ৮ নং উ. খ
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News follow দিয়ে সাথে থাকুন।
১৬. বাংলাদেশের সাংবিধানিক নাম হলো-[প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীন পোল্ট্রি টেকনেশিয়ান: ২০২০]
ক. বাংলাদেশ খ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
গ. বাংলাদেশ ঘ. বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র উ. খ
১৭. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষন ও প্রদর্শন করতে হবে, তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার: ১৮]
ক. ৪(১) খ. ৪ক
গ. ৪(২) ঘ. ৪(৩) উ. খ
১৮. বাংলাদেশের জাতীয়তা-[সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা: ১৫]
ক. বাঙালি খ. বাংলাদেশী
গ. উভয়ই ঘ. কোনোটিই নয় উ. খ
১৯. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? [৩৯তম বিসিএস]
ক. ৩৭ খ. ১৫
গ. ২২ ঘ. ১১ উ. গ
২০. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন উপজেলা কো-অর্ডিনেটর: ২০২০]
ক. ১৭ খ. ২৭
গ. ৩৭ ঘ. ৪৭ উ. ক
২১. বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৮]
ক. ১৪ নং ধারা খ. ১৫ নং ধারা
গ. ১৬ নং ধারা ঘ. ১৭ নং ধারা উ. ঘ
২২. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? [৩৮তম বিসিএস/৩৫তম বিসিএস]
ক. ২৭ খ. ২৮
গ. ৩০ ঘ. ৪৭ উ. ক
বাংলাদেশ সংবিধান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪
২৩. সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? [২৭তম বিসিএস]
ক. ১০ নং অনুচ্ছেদে খ. ২১(২) নংঅনুচ্ছেদে
গ. ২৭ নং অনুচ্ছেদে ঘ. ২৮(২) নং অনুচ্ছেদে উ. ঘ
২৪. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র, নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? [২১তম বিসিএস]
ক. ২৫(৭) খ. ২৮(৪)
গ. ৪০(৩) ঘ. ৪২ উ. খ
২৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? [ওসিজিএর এর জুনিয়র অডিটর: ২০২২]
ক. ধারা ২৪ খ. ধারা ২৫
গ. ধারা ২৬ ঘ. ধারা ২৭ উ. ঘ
২৬. সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী? [পঞ্চদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন: ২০১৯]
ক. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান খ. সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার
গ. সকল নাগরিকের চাকরি লাভের সুযোগ ঘ. জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার উ. খ
২৭. বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট: ১৫]
ক. ১০টি খ. ১৮টি
গ. ২২টি ঘ. ১৫টি উ. খ
২৮. চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত ? [কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ১৭-১৮]
ক. অনুচ্ছেদ ২৬ খ. অনুচ্ছেদ ৪৩
গ. অনুচ্ছেদ ১০৮ ঘ. অনুচ্ছেদ ৩৯
২৯. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? [৩৯তম বিসিএস] উ. ঘ
ক. জাতীয় সংসদ খ. প্রধানমন্ত্রী
গ. স্পীকার ঘ. রাষ্ট্রপতি উ. ঘ
৩০. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? [৩৯তম বিসিএস]
ক. রাষ্ট্রপতি খ. মন্ত্রী
গ. সচিব ঘ. প্রধানমন্ত্রী উ. ঘ
৩১. বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হবে? [৩৮তম বিসিএস]
ক. ২৫ খ. ৩০
গ. ৩৫ ঘ. ৪০ উ. গ
৩২. বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক-[পঞ্চদশ শিক্ষক নিবন্ধন: ১৯]
ক. সেনা প্রধান খ. রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী ঘ. প্রধান উপদেষ্টা উ. খ
৩৩. রাষ্ট্রপতির দায়মুক্তি বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^.: ১৬-১৭]
ক. ৪৮ খ. ৫১
গ. ৬৭ ঘ. ১২৮ উ. খ
৩৪. বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? [বরিশাল বিশ^বিদ্যালয়: ১৬-১৭]
ক. জনগণের সরাসরি ভোটে খ. জাতীয় সংসদ সদস্যদের ভোটে
গ. প্রধানমন্ত্রী কর্তৃক ঘ. প্রধান বিচারপতি কৃর্তক উ. খ
সর্বশেষে: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে। বাংলাদেশ সংবিধান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করালাম।
আশা করি আপনাদের উপকারে আসবে। এই ব্লগ পোস্টে যদি কোন ভূল থাকে তা হলে সাপোর্ট এ মেসেজ দিবেন চেষ্টা করবো সামাধান করার জন্য। ধন্যবাদ….