বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ বিষয়াবলী: বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের ব্লগ পোস্ট এর মাধ্যমে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য  সম্পর্কে  বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্ট করবো ইনশাআল্লাহ।

শিল্প হলো বাংলাদেশ এর উন্নয়ন মূলক খাত যেমন- পোশাক শিল্প, পাঠ শিল্প ইত্যাদি কে শিল্প বলা হয়।

এই শিল্পের মাধ্যমে বাংলাদেশে অনেক উন্নয়ন এবং উন্নত হতে বহুদুর নিয়ে যায়। শিল্প সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানা আমাতের অনেক প্রয়োজন।

বাণিজ্য হলো বাংলাদেশে যে সকল শিল্প খাত আছে। সেই শিল্প থেকে উৎপাদন কৃত পণ্য বাংলাদেশে বাজার যাত এবং বিশ্বের বিভিন্ন দেশে রাপ্তানি করার মাধ্যমে।

বাংলাদেশ উপর্জন হতে সাহায্য করে তা হলো বাণিজ্যিক এর মাধ্যমে। রপ্তানি ও বাণিজ্য সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ। 

বিশেষ করে ভর্তি ও চাকরির পরীক্ষা প্রস্তুতি জন্য সাধারণ জ্ঞান প্রশ্নের অংশের মধ্যে অন্যতম একটি অধ্যয় বাংলাদেশ শিল্প ও বাণিজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন। 

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য  সম্পর্কে  বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

নিচে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ শিল্প ও বাণিজ্য সম্পর্কে সুপার সাজেশন দেওয়া হলো-

সাধারণ জ্ঞান প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান

৩০. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়? [১৬তম বিসিএস] 

ক. ২৬ মার্চ, ১৯৭২ খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২ গ. ৪ মার্চ, ১৯৭২ ঘ. ৪ জানুয়ারি, ১৯৭২ উ. গ  

৩১. বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? [জীবন বিমা কপো. উচ্চমান সহকারী: ২০২১] 

ক. ৪ মার্চ, ১৯৭২ খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২ গ. ২৬ মার্চ, ১৯৭২ ঘ. ৩ মার্চ, ১৯৭২ উ. ক 

৩২. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র ইনস্ট্রাক্টর: ২১] 

ক. অর্থ সচিব খ. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গ. অর্থমন্ত্রীর ঘ. প্রধানমন্ত্রী উ. ক 

৩৩.বাংলাদেশ ব্যাংক কতদিন পরপর বাংলাদেশের মুদ্রানীতি ঘোষণা করে? [ডাচ বাংলা ব্যাংকের অফিসার: ১২] 

 ক. ত্রৈমাসিক খ. ষান্মাসিক গ. বার্ষিক ঘ. মাসিক উ. গ 

৩৪. স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন কে করেন? [ঢাবি: ১৮-১৯] 

ক. কে জি মোস্তফা খ. কাইয়ুম চৌধুরী গ. কামরুল হাসান ঘ. সমরজিৎ রায় চৌধুরী উ. ক 

৩৫. বাংলাদেশে বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে? [ঢাক বিশ^বিদ্যালয়: ১৬-১৭] 

ক. ৯ খ. ২ গ. ৪ ঘ. ৩ উ. খ 

৩৬. বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র-[কুমিল্লা বিশ^বিদ্যালয়: ১৫-১৬] 

ক. বাংলাদেশ ব্যাংকের খ. সোনালী ব্যাংকের 

 গ. অর্থমন্ত্রীর ঘ. অর্থসচিবের উ. ক 

৩৭. বাংলাদেশে কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষর থাকে না? [রাবি: ১৩-১৪] 

ক. ১০০ টাকা খ. ৫০ টাকা গ. ১০ টাকা ঘ. ২ টাকা উ. ঘ 

৩৮. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? [২৬তম বিসিএস] ক. ন্যাশনাল ব্যাংক খ. আরব বাংলাদেশ ব্যাংক 

 গ. আই.এফ. আই.সি ব্যাংক গ. দি সিটি ব্যাংক উ. খ 

৩৯. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর সহকারী পরিচালক: ১৬] 

ক. ২ বছর খ. ৩ বছর গ. ৪ বছর ঘ. ৫ বছর উ. গ 

৪০. কোন ব্যাংক অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কার্যক্রম পরিচালনা করে? [রুপালী ব্যাংকের অফিসার: ১০] 

ক. জনতা খ. অগ্রণী গ. সোনালী ঘ. রুপালী উ. গ 

৪১. বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কী? [রাজশাহী বিশ্বদ্যালয়: ১৭-১৮/ ইসলামী বিশ^বিদ্যালয়: ১৩-১৪] 

ক. মহাপরিচালক খ. গভর্নর গ. রেক্টর ঘ. পরিচালক উ. খ 

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ২০২৪

৪২. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? [ঢাকা বিশ্বদ্যালয়: ১৪-১৫] 

ক. নুরুল ইসলাম খ. এ.এন হামিদুল্লাহ 

 গ. এ. কে এন আহমেদ ঘ. লুৎফর রহমান উ. খ 

৪৩. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-[৩৭তম বিসিএস] 

ক. ডাচ বাংলা ব্যাংক খ. ব্র্যাক ব্যাংক গ. ইস্টার্ন ব্যাংক ঘ. যমুনা ব্যাংক উ. ক 

৪৪. বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? [বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-এর নিরাপত্তা 

অপারেটর: ২১] 

ক. ২০ কিলোমিটার খ. ৩৫ কিলোমিটার গ. ৫৫ কিলোমিটার ঘ. ৭৫ কিলোমিটার উ. গ 

৪৫. ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলার দূরত্ব কত? [শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক: ০৬] 

ক. ৪৫৯ কি.মি. খ. ৪৯৪ কি.মি. গ. ৪৪৩ কি.মি. ঘ. ৩৬৯ কি.মি. উ. ব্যাখ্যা: জাতীয় তথ্য বাতায়ন অনুযায়ী ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলার দূরত্ব ৪৪৪ কি.মি। 

৪৬. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.? [২৭তম বিসিএস] 

 খ. ৫.০৩ কি.মি. খ. ৬.১৫ কি.মি. গ. ৪.৮ কি.মি. ঘ. ৬.৮ কি.মি. 

৪৭. বঙ্গবন্ধু (যমুনা) বহুমুখী সেতুর পিলার কয়টি? [২১তম বিসিএস] উ. খ 

 ক. ৭৫টি খ. ৫৯টি গ. ৫০টি ঘ. ৪৫টি 

৪৮. যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? [২০তম বিসিএস/১৯তম বিসিএস] উ. গ 

 ক. ৪.৮ কিলোমিটার খ. ৫.২ কিলোমিটার গ. ৭.৪ কিলোমিটার ঘ. ৮.৪ কিলোমিটার 

৪৯. পদ্মা সেতুতে মোট পিলার সংখ্যা কত?- [কম্পট্রোলার এন্ড অডিটর: ২১] উ. ক 

 ক. ৫২টি খ. ৪২টি গ. ৬০টি ঘ. ৩২টি উ. খ 

৫০. নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমসংস্থান মন্ত্রণালয়ের ইন্সট্রাক্টর: ২১] 

ক. ৩৯টি খ. ৪০টি গ. ৪১টি ঘ. ৪২টি উ. গ 

৫১. পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে? [কম্পট্রোলার এন্ড অডিটর: ২১] 

ক. ডিসেম্বর, ২০১৪ খ. ডিসেম্বর, ২০১৫ গ. মার্চ, ২০১৪ ঘ. এপ্রিল, ২০১৪ উ. ক 

৫২. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে- [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী: ২১] 

 ক. ৬.১৫ কি.মি ও ১৮.১০ মি. খ. ৬.১৫ কি.মি ও ১০.১৮ মি. 

 গ. ৬.৫১ কি.মি ও ১০.১৮ মি. ঘ. ৬.৫১ কি.মি. ও ১৮.১০ মি. 

৫৩. যমুনা সেতুর দুই প্রান্তের জেলা দুটির নাম কী? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর: ১৫] 

 ক. টাঙ্গাইল-সিরাজগঞ্জ খ. ময়মনসিংহ-সিরাজগঞ্জ উ. ক 

 গ.জামালপুর-সিরাজগঞ্জ ঘ. ভূঞাপুর-সিরাজগঞ্জ 

৫৪. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? [৩২তম বিসিএস] উ. ক

নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।

Google News Follow

 ক. চট্টগ্রাম খ. পাকশি গ. সৈয়দপুর ঘ. আখাউড়া 

৫৫. মেট্রোরেলের অর্থায়নের উৎস-[কম্পট্রোলার এন্ড অডিটর: ২১] 

 ক. বাংলাদেশ ও এডিবি খ. বাংলাদেশ ও চীন উ. গ 

 গ. বাংলাদেশ ও বিশ^ব্যাংক ঘ. বাংলাদেশ ও জাপান উ. ঘ 

৫৬. কোন জেলার রেল যোগাযোগ নেই? [স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীন সিনিয়র স্টাফ নার্স: ২১] 

 ক. নোয়াখালী খ. টাঙ্গাইল গ. সাতক্ষীরা ঘ. হবিগঞ্জ উ. গ 

৫৭. মেট্রোরেলের প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে-[কম্পট্রোলার এন্ড অডিটর: ২১] 

ক. ৬০,০০০ যাত্রী খ. ৪০,০০০ যাত্রী গ. ৭০,০০০ যাত্রী ঘ. ৩০,০০০ যাত্রী উ. ক 

৫৮. ব্রডগেজ রেল লাইনের ক্ষেত্রে দুটি রেল লাইনের মধ্যকার দূরত্ব-[সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়: ১৯] 

ক. ১৬৭৬ মিমি খ. ১৬৭০ মিমি গ. ১৪৩৫ মিমি ঘ. ১৫০০ মিমি উ. ক

শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com আপনাদের কে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আসছে।

উপরে উল্লেখিত বাংলাদেশ শিল্প ও বাণিজ্য নিয়ে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

আশা করি আপনাদের বিভিন্ন চাকরির পরিক্ষা এবং ভর্তি পরীক্ষা সহ সকল পরীক্ষা উপকারে আসবে।

এই ব্লগ পোস্টে যদি কোন ভূলত্রুটি থাকে তা তহলে আমাদের সাপোর্ট এ মেসেজ দিবেন আমরা যতা সময় সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাবাইকে অসংখ্য ধন্যবাদ……




Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.