বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ বিষয়াবলী: বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্ন ও উত্তর. বাংলাদেশ লিখিত সংবিধান।

 আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের ব্লগ পোস্ট এর মাধ্যমে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্ট করবো ইনশাআল্লাহ।

শিল্প হলো বাংলাদেশ এর উন্নয়ন মূলক খাত যেমন- পোশাক শিল্প, পাঠ শিল্প ইত্যাদি কে শিল্প বলা হয়।

এই শিল্পের মাধ্যমে বাংলাদেশে অনেক উন্নয়ন এবং উন্নত হতে বহুদুর নিয়ে যায়। শিল্প সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানা আমাতের অনেক প্রয়োজন।

বাণিজ্য হলো বাংলাদেশে যে সকল শিল্প খাত আছে। সেই শিল্প থেকে উৎপাদন কৃত পণ্য বাংলাদেশে বাজার যাত এবং বিশ্বের বিভিন্ন দেশে রাপ্তানি করার মাধ্যমে।

বাংলাদেশ উপর্জন হতে সাহায্য করে তা হলো বাণিজ্যিক এর মাধ্যমে। রপ্তানি ও বাণিজ্য সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ। 

বিশেষ করে ভর্তি ও চাকরির পরীক্ষা প্রস্তুতি জন্য সাধারণ জ্ঞান প্রশ্নের অংশের মধ্যে অন্যতম একটি অধ্যয় বাংলাদেশ শিল্প ও বাণিজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন। 

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য  সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্ন ও উত্তর

নিচে সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ শিল্প ও বাণিজ্য সম্পর্কে সুপার সাজেশন দেওয়া হলো

বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ শিল্প ও বাণিজ্য

১. বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? [৪২তম বিসিএস] 

ক. কৃষি ও বনজ খ. মৎস্য

গ. শিল্প ঘ. স্বাস্থ্য ও সামাজিক সেবা উ. গ 

২. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী? [১৪তম বিসিএস] 

ক. আঁখের ছোবড়া খ. বাঁশ

গ. জারুল গাছ ঘ. নল-খাগড়া উ. খ 

৩. সাম্প্রতিক কোন আবিস্কারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে? [প্রাথমিক শিক্ষা 

অধিদপ্তরের অধীন উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর: ২০২০] 

ক. পাটের জিনতত্ত খ. ধানের জিনতত্ত¡ 

গ. হিগস বোসন কণা ঘ. ডায়রিয়ার ভ্যাকসিন উ. ক 

৪. কর্ণফুলী পেপার মিলস্ কোথায় অবস্থিত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২] 

 ক.রাঙ্গামাটির চন্দ্রঘোনায় খ.সিলেটের ছাতকে

গ.পাবনার পাকশিতে ঘ.কুষ্টিয়ার জগতিতে উ. ক 

৫. বাংলাদেশের বড় পেপার মিলস্ কোথায় অবস্থিত? [শ্রম পরিদপ্তরের মেডিকেল অফিসার: ০৫]

ক. কর্ণফুলী খ. চন্দ্রঘোনা

গ. উত্তরবঙ্গ ঘ. খুলনা উ. খ 

৬. প্যাপিরাস কী? [রাজশাহী বিশ্ববিদ্যালয় (এ-ইউনিট): ২০১৯-২০] 

ক. চিত্র খ. লেখনী

গ. নলখাগড়া ঘ. গুপ্ত সংকেত উ. খ 

৭. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি? [কুমিল্লা বিশ^দ্যালয়: ০৮-০৯] 

ক. মংলা খ. চট্টগ্রাম

গ. নারায়ণগঞ্জ ঘ. টঙ্গী উ. গ 

৮. বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয়? [চবি: ০৭-০৮] 

ক. ১ জুন, ২০০২ খ. ৩০ জুন, ২০০২ 

 গ. ৩০ জুলাই, ২০০২ ঘ. ৩১ জুলাই, ২০০২ উ. খ 

৯. বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য/খাত/শিল্প কোনটি? [৩৩তম, ২৩তম, ২২তম, ২১তম বিসিএস] 

 ক. পাট ও পাটজাত পণ্য খ. তৈরি পোশাক 

 গ. হিমায়িত চিংড়ি ঘ. তৈরি পোশাক উ. ঘ 

১০. বাংলাদেশ কোন পণ্য রপ্তানি থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জন করে? [বিসিক.-এর চীফ অডিটর: ২১] 

ক. চা খ. তৈরি পোশাক 

গ. পাট ঘ. তামাক উ. খ 

১১. বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশে? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা: ১৭] 

 ক. চীন খ. যুক্তরাষ্ট্র

গ. জাপান ঘ. সৌদি আরব উ. খ 

১২. বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে- [৩৭তম বিসিএস] 

 ক. ফিনল্যান্ড খ. ডেনমার্ক

গ. নরওয়েতে ঘ. সুইডেনে উ. খ 

১৩. কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে? [প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৪] 

 ক. কানাডা খ. চীন

গ. জাপান ঘ. ফ্রান্স  উ. গ

১৪. যুমনা সার কারখানাটি কোথায় অবস্থিত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮]

 ক. জামালপুর খ. সিরাজগঞ্জ

গ. ময়মনসিংহ ঘ. টাঙ্গাইল  উ. ক

১৫. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কী? [রাবি: ১৭-১৮]

 ক. এমভি বাঙ্গালি খ. এমভি বাংলাদেশি

গ. এমভি মধুমতি ঘ. এমভি বঙ্গবন্ধু 

১৬. বাংলাদেশের প্রথম ঔষুধ পার্ক-[৩০তম বিসিএস] 

 ক. মুন্সিগঞ্জের গজারিয়ায় খ. গাজীপুরের কালিয়াকৈরে উ. ক 

 গ. সাভারে কোনাবাড়িতে ঘ. ময়মনসিংহের ভালুকায় উ. ক 

১৭. বাংলাদেশে চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী: ১৭] 

ক. ধামরাই খ. সাভার

গ. আশুলিয়া ঘ. কামরাঙ্গীর চর উ. খ 

১৮. বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? [১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৬] 

ক. ঢাকা খ. সিলেট

গ. কুমিল্লা ঘ. চট্টগ্রাম উ. ঘ 

১৯. বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছেন নিচে উল্লিখিত কোন স্থানে? [মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক: ০০] 

ক. নারায়ণগঞ্জ খ. মুন্সিগঞ্জ 

গ. মংলা ঘ. সিরাজগঞ্জ 

বুদ্ধিমাত্তা প্রশ্ন ও উত্তর 

বুদ্ধি মাত্তা হলো সাধারণ জ্ঞান যা দেশে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন হয়ে থাকে। দেশের সকল বিষয়লে উপর আমাদের জ্ঞান রাখা উচিৎ।

২০. বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে-[চবি: ১৭-১৮] উ. ঘ 

ক. BCIC খ. TIB

গ. TCB ঘ. BSTI  উ. ঘ

২১.বাংলাদেশে সরকারি ঊচত সংখ্যা- [৩৭তম বিসিএস] 

 ক. ৬টি খ. ৮টি 

গ. ১০টি ঘ. ১২টি  উ. খ 

২২. বাংলাদেশের প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয়? [২০তম বিসিএস] 

ক. সাভার খ. চট্টগ্রাম

গ. মংলা ঘ. ঈশ্বরদী উ. খ 

২৩. দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ এর নাম কি-[কম্পোট্রোলার অডিট জেনারেল এর কার্যা. কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২] 

 ক. কর্ণফুলি ইপিজেড খ. সীতাকুন্ড ইপিজেড

গ. চট্টগ্রাম ইপিজেড ঘ. উত্তরা ইপিজেড উ. ঘ

নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।

Google News Follow

২৪. বাংলাদেশের প্রথম EPZ কোনটি? [জগন্নাথ বিশ^বিদ্যালয়: ১১-১২] 

 ক. চট্টগ্রাম ইপিজেড খ. ঢাকা ইপিজেড

গ. কুমিল্লা ইপিজেড ঘ. রংপুর ইপিজেড উ. ক 

২৫. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-[৩৮তম বিসিএস] 

ক. ভারত থেকে খ. চীন থেকে

গ. জাপান থেকে ঘ সিঙ্গাপুর থেকে উ. খ 

২৬. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে-[৩৭তম বিসিএস] 

ক. চীন খ. ভারত

গ. যুক্তরাষ্ট্র ঘ. থাইল্যান্ড উ. গ 

২৭. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশি? [স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীন সি. নার্স: ২১] 

ক. ভারত খ. জাপান

গ. রাশিয়া ঘ. চীন উ. ঘ 

২৮. বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? [বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-এর উপসহ.প্রকৌ: ২১] 

ক. সৌদি আরব খ. কুয়েত 

গ. সংযুক্ত আরব আমিরাত ঘ. যুক্তরাষ্ট্র উ. ক 

২৯. বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? [কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর ইনস্ট্রাক্টর: ২১] 

ক. জাপান খ.ফ্রান্স

গ.যুক্তরাষ্ট্র ঘ. চীন উ. গ 

শেষ বার্তা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com সব সময় আপনাদেরকে ভালো কিছু জানানো চেষ্টা করে। 

উপরে উল্লেখিত বাংলাদেশ শিল্প ও বাণিজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। 

এই প্রশ্ন গুলো ভালো ভাবে পড়াশোনা করেলে ভর্তি ও চাকরির পরীক্ষায় শিল্প ও বাণিজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন আসলে সহজে উত্তর দিতে পারবা।

আশা করি Mitipsbd.com এর সাথে থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্লগ পোস্ট লিখার জন্যা উৎসাহিত কররা। 

Mitipsbd.com লিখিত ব্লগ পোস্টে যদি কোন প্রকার ভূল হয়ে মনে হয় তা হলে সাথে সাথে আমাদের সাপোর্ট বক্স মেসেজ দিয়ে সহযোগিতা করবেন এবং আমরা চেষ্টা করবো দ্রুত সমাধান করার জন্য

এই ব্লগ পোস্টি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেন। তারাও যেন খু শিখতে পারে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ….।  





Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.