বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর "১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান"

বাংলাদেশ বিষয়াবলী: বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর

 আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়া অনেক ভালো আছি।

বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।

বাংলাদেশ অর্থনীতি হলো দেশের ইনকাম যে ইনকাম এর মাধ্যমে দেশ ও জাতি অনেক শক্তিশালী হয়ে। এবং বিশ্বের কাছে অনেক পরিচিত লাভ করে।

যদি আপনার দেশের অর্থনীতে অবস্থা ভালো না থাকে তাহলে আপনি বিশ্বর কোন দেশে বাংলাদেশ কে গুরুত্ব দিবে না। তাই আমাদের উচিৎ দেশ এবং দেশের অর্থনী সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করা।

এই সাধারণ জ্ঞান এর মাধ্যমে দেশ ও জাতীর উন্নতি হবে। এবং আমাদের বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান করতে সহজ হবে। 

বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর

নিচে বাংলাদেশ অর্থনীত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান সুপার সাজেশন মূলক প্রশ্ন ও উত্তর দেওয়া হলো

বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে

১. বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে? [প্রবাসী কল্যান ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র ইন্সট্রাক্টর: ২০২১] 

ক. ২০২৪ খ. ২০২৮

গ. ২০২৬ ঘ. ২০৩০ উ. গ 

২. ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্তবাজার ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তক- [বিসিআইসির-এর চিফ অডিটর: ২০২১] 

ক. ভেভিড রিকার্ডো খ. এরিস্টটল

গ. অ্যাডাম স্মিথ ঘ. বব কলিনস উ. গ 

৩. বাংলাদেশ এলডিসি (খউঈ) থেকে বের হবে কত সালে? [বিসিআইসির-এর চিফ অডিটর: ২০২১] 

ক. ২০২১ খ ২০২৪ 

গ. ২০২৫ ঘ. ২০২৬ উ. খ 

৪. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন -মাধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহ. 

পরিচালক: ১৫] 

 ক. ১ জুন, ২০১৪ খ. ১ জুন, ২০১৫

গ. ১ জুলাই, ২০১৫ ঘ. ২ জুলাই, ২০১৫ উ. গ 

৫. বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? [চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (বি-১ ইউনিট)-১৩-১৪] 

ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র ঘ. ইসলামী উ. গ 

৬. বাংলাদেশের জিডিপি (এউচ)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? [৪৪তম বিসিএস] 

ক. কৃষি খ. শিল্প 

গ. বাণিজ্য ঘ. সেবা উ. ঘ 

৭. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়- [৩৮তম বিসিএস] 

ক. ১২টি খ. ১৩টি

গ. ১৪টি ঘ. ১৫টি উ. 

 Note: বর্তমান বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে মোট ২৪টি খাতে ভাগ করা হয়। 

 

৮. স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? [জীবন বীমা কর্পো. উচ্চমান সহকারী: ২০২১] 

ক. এ.এইচ.এম কামারুজ্জামান খ. তাজউদ্দিন আহমদ 

 গ. এম. মনসুর আলী ঘ. সৈয়দ নজরুল ইসলাম  উ. খ 

৯. বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? [তিতাস গ্যাস কোম্পানির অফিসার: ১৮]

ক. ১ লা বৈশাখ খ. ১ লা জানুয়ারি 

গ. ১ লা জুলাই ঘ. ৩০ শে জুন 

১০. বাংলাদেশের মূল্য সংযোজন কর প্রথম প্রবর্তিত হয় কবে? [৪০তম বিসিএস/২৫তম বিসিএস] 

 ক. ১ জানুয়ারি, ১৯৯১ খ. ১ জুলাই, ১৯৯১ উ. গ 

 গ. ১ জানুয়ারি, ১৯৯২ ঘ. ১ জুলাই, ১৯৯২ 

১১. E পরিভাষা কোনটি? [৩৩তম বিসিএস] উ. খ 

 ক. অতিরিক্ত কর খ. আবগারি শুল্ক

গ. অর্পিত দায়িত্ব ঘ. অতিরিক্ত কর্তব্য  উ. খ 

১২. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? [২৪তম বিসিএস] 

ক. আয়কর খ. আমদানি ও রফতানি শুল্ক 

গ. ভূমি রাজস্ব ঘ. মূল্য সংযোজন কর  উ. ঘ

১৩. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কী? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৬] 

 ক. কাস্টমস খ. আয়কর

গ. কৃষি ঘ. ভ্যাট  উ. ঘ 

১৪. ভ্যাট একটি-[রাজশাহী বিশ্ববিদ্যালয়: ১৬-১৭] 

ক. প্রত্যক্ষ কর খ. পরোক্ষ কর গ. পরিপূরক কর ঘ. সম্পূরক কর উ. খ 

১৫. বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ (ECNEC) এর সভাপতি হচ্ছেন- [৩৬তম বিসিএস] 

ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী

গ. অর্থমন্ত্রী ঘ. বাংলাদেশ ব্যাংকের গভর্নর উ. খ 

সাধারণ জ্ঞান প্রশ্ন PDF 

বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান PDF আমাদের কাছে সংরক্ষীত আছে যদি কারো প্রয়োজন হয়।

তা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যত দ্রুত সম্ভব আপনাদের কে দেওয়ার জন্য চেষ্টা করবো।

১৬. বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে অউচ ঘোষণা করে? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের ক্রাফট 

ইন.: ২০২১] 

ক. ১ বছর খ. ২ বছর

গ. ৩ বছর ঘ. ৪ বছর  উ. ক 

১৭. বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? [এনএসআইন-এর ফিল্ড 

অফিসার: ২০২১] 

ক. ৬টি খ. ৭টি

গ. ৮টি ঘ. ৯টি উ. গ 

১৮. ‘এসডিজি’-এর এড়ধষ কয়টি? [আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অফিস সহায়ক: ২০২০] 

ক. ১৪টি খ. ১২টি

গ. ১৮টি ঘ. ১৭টি  উ. ঘ 

নিত্য নতুন তথ্য পেতে Google News Follow দিয়ে পাশে থাকুন।

বাংলাদেশ অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর

১৯. বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? [৩৬তম বিসিএস] 

ক. ১৯৯৮ সাল খ. ১৯৯৭ সাল

গ. ১৯৯৯ সাল ঘ. ১৯৯৬ সাল উ. ক 

২০. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? [ষোড়শ শিক্ষক নিবন্ধন: ১৯] 

 ক. সমাজকল্যাণ মন্ত্রণালয় খ. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 

 গ. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘ. শিক্ষা মন্ত্রণালয় উ. ক 

২১. পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম কী? [সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর ক্লাস্টার আইটি অ্যাসিসটেন্ট: ১২] 

ক. ব্র্যাক খ. আশা

গ. প্রশিকা ঘ. পিকেএসএফ উ. ক 

২২. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করা হয় কবে? [উপজেলা সমাজসেবা অফিসার: ০৬] 

ক. ১৯৬১ সালে খ. ১৯৬২ সালে

গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৮০ সালে উ. ক 

২৩. জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয় কোন সালে? [সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক: ০৫] 

ক. ১৯৫০ সালে খ. ১৯৫২ সালে

গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৬ সালে উ. ঘ 

২৪. কর পরিশোধে কখন বাংলাদেশে ই-পেমেন্ট পদ্ধতি চালু হয়? [জগন্নাথ বিশ^বিদ্যালয়: ১৩-১৪] 

ক. মে ২০১২ খ. ২০১৩

গ. জুন ২০১২ ঘ. জুন ২০১৩ উ. ক 

২৫. বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? [স্থানীয় সরকার প্রকৌ. অধিদপ্তরের হিসবা সহকারী: ২০২১] 

ক. মন্ত্রিপরিষদ সভায় খ. জাতীয় অর্থনৈতিক পরিষদে (NEC) 

 গ. ECNEC সভায় ঘ. জাতীয় সংসদ অধিবেশনে  উ. গ 

২৬. বাংলাদেশ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? [বেসামরিক বিমান 

চলাচল কর্তৃপক্ষ-এর উপ-সহ. প্রকৌশলী: ২০২১] 

ক. ১৯৭২-১৯৭৭ খ. ১৯৭৩-১৯৭৮

গ. ১৯৭৪-১৯৭৯ ঘ. ১৯৭৫-১৯৮০ উ. খ 

২৭. রূপকল্প-২০৪১ কতটি স্তম্ভের উপর নির্ভরশীল? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর উপ-সহ. প্রকৌশলী: ২০২১] 

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬  উ. খ 

শেষ নির্দেশনা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com সব সময় চেষ্টা করে ভালো এবং গুরুত্ব পূর্ণ তথ্য দেওয়ার জন্য।

তাই mitipsbd.com আপনাদের কোন অভিযোগ থাকলে mitipsbd.com সাপোর্টে মেসেজ দিবেন।

ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আপনাদের অভিযোগ এর সমাধান করার জন্য চেষ্টা করবো।

Google Search Ranking Top Keyword:

বাংলাদেশের অর্থনীতি সাধারণ জ্ঞান ২০২৩ ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান কত ২০২২-২৩ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ২০২৩

সাধারণ জ্ঞান কুইজ বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ২০২৪ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের অর্থনীতি pdf সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪ সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কিত 

১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান ২০২৪

সাধারণ জ্ঞান 2024 বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান ২০২৪ মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ

আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান ২০২৪



Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.