আস্সালামু আলাইকু, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
বাংলাদেশ কৃষি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও বুদ্ধি মাত্রা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করাবো।
বাংলাদেশ হলো একটি কৃষি নির্ভরশীল দেশ। এই দেশের অধিকাংশ মানুষ কৃষি উপর নির্ভরশীল।
বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায় বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কে প্রশ্ন আসে তাই আজকে বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করাবো।
বাংলাদেশ কৃষি সম্পদ সম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হলো
কৃষি সম্পদ সম্পর্কে বুদ্ধি মাত্রার প্রশ্নের উত্তর
১. বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? [৪৪তম বিসিএস]
ক. বান্দরবান খ. ময়মনসিংহ গ. রাজশাহী ঘ. দিনাজপুর উ. ক
২. নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? [৪৩তম বিসিএস]
ক. ১৯৭৭ খ. ২০০৮ গ. ২০১৫ ঘ. ২০১৯ উ. গ
৩. দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? [চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধন; ১৭]
ক. সিলেট খ. বরিশাল গ. চট্টগ্রাম ঘ. রংপুর উ. গ
৪. বাংলাদেশে কত বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করা হয়েছে? [সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠক: ০৫]
ক. ২৫ বিঘা খ. ১৫ বিঘা গ. ২০ বিঘা ঘ. ১০০ বিঘা উ. ক
৫. বাংলাদেশে ‘কৃষি দিবস’-[ঢাকা বিশ^বিদ্যালয়: ১৪-১৫]
ক. পহেলা কার্তিক খ. পহেলা অগ্রহায়ণ গ. পহেলা পৌষ ঘ. পহেলা আষাঢ় উ. খ ৬. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়-[৩৭তম বিসিএস]
ক. আউশ ধান খ. আমন ধান গ. বোরো ধান ঘ. ইরি ধান উ. গ
৭. ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা: ১৪]
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৫ম উ. খ
৮. পাওয়ার থ্রেসার কী? [কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা: ১১]
ক. দেহের প্রেসার মাপার যন্ত্র খ. ধান মাড়াইয়ের মেশিন
গ. ধান শুকানোর মেশিন ঘ. মরিচ ভাঙ্গানোর মেশিন উ. খ
৯. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে? [খাদ্য অধিদপ্তরের উপসহকারী খাদ্য পরিদর্শক: ০৯]
ক. দিনাজপুর খ. বরিশাল গ. ময়মনসিংহ ঘ. নওগাঁ উ. ঘ
১০. বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদি জমির-[প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০০০]
ক. ৫০% খ. ৮০% গ. ৪০% ঘ. ৩০% উ.
ঘড়ঃব: বাংলাদেশের মোট আবাদি জমির ৭০ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
১১. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদও দপ্তর কোথায় অবস্থিত? [স্থানীয় সরকার জনস্বাস্থ্য প্রকৌশল উপ সহকারী: ১৫]
ক. ঢাকা খ. ময়মনসিংহ গ. গাজীপুর ঘ. সিলেট
১২. বলাকা কোন ফসলের একটি প্রকার? [৪৩তম বিসিএস] উ. গ
ক. ধান খ. গম গ. পাট ঘ. টমেটো
১৩. সোনালিকা ও আকবর বাংলাদেশে কৃষিক্ষেত্রে কিসের নাম? [৩২তম বিসিএস]
ক. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম খ. উন্নত জাতের ধানের নাম উ. খ
গ. উন্নত জাতের গমের নাম ঘ. দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
১৪. ‘ইরাটম’ কী? [২৬তম বিসিএস] উ. গ
ক.উন্নত জাতের ধান খ. উন্নত জাতের ইক্ষু গ. উন্নত জাতের পাট ঘ. উন্নত জাতের চা উ. ক
১৫. বাংলাদেশের ‘রুটির ঝুড়ি’ বলা হয় কোন জেলাকে? [১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা: ১৬]
ক. নাটোর খ. নওগাঁ গ. দিনাজপুর ঘ. ঠাকুরগাঁও উ. খ
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
ব্যাখ্যা: নওগাঁ বাংলাদেশের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত, এবং বাংলাদেশের কৃষি আয়ের সবচেয়ে সাধারণ উৎস হল নওগাঁ।
১৬. গম গবেষণা কেন্দ্র অবস্থিত? [মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষা: ০৭]
ক. দিনাজপুর খ. কুমিল্লা গ. টাঙ্গাইল ঘ. সিরাজগঞ্জ উ. ক ব্যাখ্যা: গম গবেষণা কেন্দ্রের বর্তমান নাম হল বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র (নশীপুর, দিনাজপুর)।
১৭. বাংলাদেশের কোন বিভাগে গম উৎপাদন বেশি হয়? [৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা: ২০০৪]
ক. রাজশাহী খ. চট্টগ্রাম গ. খুলনা ঘ. ময়মনসিংহ উ. ক
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কে
১৮. বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? [৪০তম/ ১১তম বিসিএস]
ক. ফরিদপুর খ. রংপুর গ. জামালপুর ঘ. শেরপুর
২০. একটি কাঁচা পাটের গাঁইটের ওজন-[১২তম বিসিএস] উ. ক
ক. ৩.৫ মণ খ. ২.৫ মণ গ. ৪.৫ মণ ঘ. ৫ মণ
২১. মেছতা একজাতীয়- [মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৯] উ. গ
ক. পাট খ. ধান গ. তামাক ঘ. তুলাগাছ
২২. পাট থেকে তৈরি জুটন আবিস্কার করেন কে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা তত্ত¡াবধায়ক: ০৫]
ক. ড. মুহম্মদ কুদরত-ই-খুদা খ. ড. ইন্নাস আলী উ. ক
গ. ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ ঘ. ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
২৩. ‘রিবন রেটিং’ কী? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চট্টগ্রাম বিভাগ): ০৫]
ক. পাট পচানোর পদ্ধতি খ. রাবার চাষের পদ্ধতি উ. গ
গ. গতি পরিমাপক যন্ত্র ঘ. মাছ চাষ পদ্ধতি
২৪. বর্ণালী এবং শুভ্র কী? [৩৫তম বিসিএস]
ক. উন্নত জাতের ভুট্টা খ. উন্নত জাতের গম উ. ক
গ. উন্নত জাতের আম ঘ.উন্নত জাতের চাল
২৫. বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান আছে? [৩২তম বিসিএস] উ. ক
ক. চট্টগ্রাম খ. হবিগঞ্জ
গ. সিলেট ঘ. মৌলভীবাজার উ. ঘ
২৬. বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-[১৭তম বিসিএস]
ক. সিলেটের মালনীছড়ায় খ. সিলেটের তামাবিলে
গ. সিলেটের জাফনায় ঘ. পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে উ. ক
২৭. বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে- [পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব: ১৩/ঢাকা বিশ^বিদ্যালয়: ০৬-০৭]
ক. পঞ্চগড় খ. রাজশাহীতে গ. মৌলভীবাজারে ঘ. সিলেটে উ. ক
২৮. বাংলাদেশের প্রথম চা চাষ আরম্ভ হয় কবে? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা: ৯৮]
ক. ১৮৬০ সালে খ. ১৮৪৮ সালে গ. ১৮৪০ সালে ঘ. ১৮৫৪ সালে উ. গ
৩০. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? [৪৩তম বিসিএস]
ক. তুলা খ. তামাক গ. পেয়ারা ঘ. তরমুজ উ. খ
৩১. অগ্নিশ^র, কানাইবাঁসী, মোহনবাঁসী ও বীটজবা কী জাতীয় ফসলের নাম-[৩৬তম/১০তম বিসিএস]
ক. পেঁয়ারা খ. কলা গ. পেঁপে ঘ. জামরুল উ. খ
৩২. মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? [১২তম প্রভাষক নিবন্ধন: ১৫]
ক. হলদে জাতের তরমুজ হিসেবে খ. নায়িকা নাম হিসেবে
গ. পুরস্কারপ্রাপ্ত ছবির নাম হিসেবে ঘ. উন্নত জাতের ধান হিসেবে উ. ক
৩৩. বাংলাদেশে রেশম গুটির চাষ সবচেয়ে কোথায় বেশি হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৩]
ক. চাঁপাইনবাবগঞ্জে খ. ময়মনসিংহে গ. নওগাঁয় ঘ. দিনাজপুরে উ. ক
৩৪. সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়? [থানা শিক্ষা অফিসার: ৯৯]
ক. উর্বরতা বৃদ্ধি পায় খ. অনুর্বর হয়
গ. বনে গাছের উপকার হয় ঘ. ওপরের মাটির স্তর ক্ষয় হয় উ. ক
৩৫. ড্রামহেড হচ্ছে উন্নতজাতের-[রাজশাহী বিশ^বিদ্যালয়: ০৭-০৮]
ক. সিম খ. বাঁধাকপি গ. গাভী ঘ. মুরগি
৩৬. বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-[৪২তম বিসিএস] উ. খ
ক. BARI খ. BRRI গ. BADC ঘ. BINA
শেষ কাথা: প্রিয় পাঠ বৃন্দিু mitipsbd.com আপনাদেরকে সব সময় নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে। উপরে উল্লেখিত বাংলাদেম কৃষি সম্পদ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো আপনাদের যে কোন প্রস্তুতি মূলক পরীক্ষার জন্য কাজে আসবে।
আশা করি সব সময় mitipsbd.com এর সাথে থেকে নিয়মীত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ব্ললগ পোস্ট লিখতে উৎসাহিত করবেন। ধন্যবাদ
Google Top Keywords: কৃষি বিষয়ক সাধারণ জ্ঞান ২০২৪ বাংলাদেশের কৃষিজ সম্পদ ২০২৩ কৃষি বিষয়ক সাম্প্রতিক তথ্য বাংলাদেশের কৃষিজ সম্পদ bcs pdf বাংলাদেশের কৃষিজ সম্পদ বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর কৃষি ভাইভা প্রশ্ন সাম্প্রতিক কৃষি প্রশ্ন ২০২৩
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞানক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান ২০২৪ সাধারণ জ্ঞান কুইজ সাধারণ জ্ঞান
কুইজ প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ আইকিউ প্রশ্ন ও উত্তর বুদ্ধির পরীক্ষা গল্পের প্রশ্ন উত্তর উপস্থিত বুদ্ধির প্রশ্ন ও উত্তর অজানা কিছু প্রশ্ন ও উত্তর বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর
মজার কুইজ প্রশ্ন ও উত্তর বুদ্ধির পরীক্ষা প্রশ্ন উত্তর class 2 উপস্থিত বুদ্ধির উদাহরণ কুইজ প্রশ্নের উত্তর সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর 100 টি মজার ধাঁধা ও উত্তর ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর সহজ কুইজ প্রশ্ন ও উত্তর
গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর মজার কুইজ প্রশ্ন ও উত্তর pdf বুদ্ধির প্রশ্ন ও উত্তর ধাঁধা প্রশ্ন ও উত্তর ১৮+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর bangladesh জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2024 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ক্লাস 5
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ক্লাস 2 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ক্লাস 4 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ক্লাস 3 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর mcq জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf