আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
নিম্ন লিখিত ব্লগ পোস্টে বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কে বিুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এবং গুরুত্বপূর্ণ সুপার সাজেশন দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
বাংলাদেশ হলো একটি কৃষি নির্ভরশীল দেশে। এই দেশ এর অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষি কাজ করে ইনকাম করে।
বিভিন্ন ভর্তি ও চাকরির পারীক্ষায় আশা সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যে বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন আসে, তাই আমরা বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করবো।
নিচে বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও বুদ্ধিমাত্তা প্রশ্নের উ্ত্তর দেওয়া হলো
সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্ন ও উত্তর বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কে
৩৮.বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? [২৭তম বিসিএস]
ক. দিনাজপুর খ. গোপালপুর গ. পাকশী ঘ. ঈশ্বরদী উ. ঘ
৩৯. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? [ষোড়শ বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৯]
ক. মানিকগঞ্জ খ. রংপুর গ. ঢাকা ঘ. পাবনা উ. গ
৪০. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি লাভ করে? [৩৪তম বিসিএস]
ক. ফসফরাস খ. নাইট্রোজেন গ. পটাসিয়াম ঘ. সালফার উ. খ
৪১. ইউরিয়া সারের কাঁচামাল-[১১তম বিসিএস]
ক. অপরিশোধিত তেল খ. ক্রিংকার গ. এমোনিয়া ঘ. মিথেন গ্যাস উ. ঘ
৪২. ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৮]
ক. ৪০% খ. ৪৬% গ. ৫০% ঘ. ৫৫% উ. খ
৪৩. কোন মাটিতে পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (করতোয়া):১২]
ক. বেলে মাটি খ. এঁটেল মাটি গ. দোআঁশ মাটি ঘ. এর কোনোটিই নয় উ. ক
৪৪. কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কর্ণফুলী)’ ১২]
ক. বায়ু খ. মাটি গ. পানি ঘ. গাছপালা
৪৫. কোনটি জৈব সার নয়? [রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (টগর)-’১১] উ. খ
ক. সবুজ সার খ. গোবর সার গ. কম্পোস্ট সার ঘ. ইউরিয়া সার
৪৬. নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি? [থানা শিক্ষা অফিসার: ২০১০] উ. ঘ
ক. হাড়ের গুড়া খ. সরিষার খৈল গ. গৃহস্থালির ছাই ঘ. মাছের কাঁটা উ. খ
৪৭. মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে? [রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহ. শিক্ষক (টগর)’ ১১]
ক. ক্যালসিয়াম খ. অক্সিজেন গ. জিঙ্ক ঘ. সোডিয়াম উ. ক
৪৮. ইউরিয়া সারের প্রধান কাজ কী? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ: ০৭/ থানা শিক্ষা অফিসার: ৯৬]
ক. গাছকে সবুজ ও সতেজ করা খ. গাছের পোকামাকড় রোধ করা
গ. গাছের কান্ডকে শক্ত করা ঘ. শাক-সবজির স্বাদ বৃদ্ধি করা
৪৯. নি¤েœাক্ত কোনটি অ¤øধর্মী সার? [উপজেলা ও থানা শিক্ষা অফিসার: ০৫] উ. ক
ক. ইউরিয়া খ. অ্যামোনিয়াম সালফেট গ. অ্যামোনিয়াম নাইট্রেট ঘ. সবগুলো উ. ঘ
৫০.বেসিমার পদ্ধতি দ্বারা কী উৎপাদন করা হয়? [শ্রম অধিদপ্তরে শ্রম কর্মকর্তা এবং জনসংখ্যা পরিবার কল্যাণ কর্মকর্তা: ০৩]
ক. সাবান খ. ইউরিয়া গ. ইস্পাত খ. পেট্রোল উ. খ
৫১. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-[৩৮তম/১১তম বিসিএস]
ক. নাইট্রোজেন খ. মিথেন গ. হাইড্রোজেন গ্যাস ঘ. কার্বন মনোক্সাইড উ. খ
৫২. প্রাকৃতিক গ্যাসে মিথেন কী পরিমাণ থাকে? [৩৭তম বিসিএস]
ক. ৪০-৫০ ভাগ খ. ৬০-৭০ ভাগ গ. ৮০-৯০ ভাগ ঘ. ৩০-২৫ ভাগ উ. গ
৫৩. বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়-[২১তম বিসিএস]
ক. ১৯৫৭ সালে খ. ১৯৬০ সালে গ. ১৯৬২ সালে ঘ. ১৯৭২ সালে উ. ক
৫৪. বাংলাদেশের খঘএ প্রথম টার্মিনাল কোথায় স্থাপিত হয়? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফায়ার লিডার: ২১]
ক. মংলা খ. মহেশখালী গ. কুতুবদিয়া ঘ. সোনাদিয়া উ. খ
বুদ্ধিমাত্তার প্রশ্নোত্তর ২০২৪
৫৫. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেব অফিসার: ১০]
ক. হরিপুর খ. তিতাস গ. বাখরাবাদ ঘ. কোনোটিই নয় উ. খ
৫৬. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ১১]
ক. তিতাস খ. বাখরাবাদ গ. টেংরাটিলা ঘ. পলাশ উ. গ
৫৭. বাংলাদেশের জ¦ালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩]
ক. চট্রগ্রাম খ. সিলেট গ. ঢাকা ঘ. রাজশাহী উ. ক
৫৮. কঠিন শিলা বাংলাদেশের কোন খনি হতে উত্তোলিত হচ্ছে? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মিডওয়াইফ: ২০]
ক. মধ্যপাড়া কঠিন শিলা খনি খ. জয়পুরহাটের চুনাপাথর খনি
গ. বিছানাকান্দি পাথর মহাল ঘ. তাহিরপুরের চুনাপাথর খনি উ. ক
৫৯. বাংলাদেশের কোন কয়লাখনি হতে কয়লা উত্তোলিত হচ্ছে? [স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে মিডওয়াইফ: ২০]
ক. ফুলবাড়িয়া খ. দীঘিপাড়া গ. বড়পুকুরিয়া ঘ. খালাসপীর উ. গ
৬০. বিজয়পুর কোন জেলায় অবস্থিত? [মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৯]
ক. সিলেট খ. রাজশাহী গ. বগুড়া ঘ. নেত্রকোনা উ. ঘ
৬১. কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মিডওয়াই: ২০]
ক. ২৮০ খ. ২২০ গ. ৪০০ ঘ. ৫০০ উ.
Note: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
৬২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন করেছে কোন দেশ? [পঞ্চদশ বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১৯]
ক. ভারত খ. চীন গ. রাশিয়া ঘ. জাপান উ. গ
৬৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. কুষ্টিয়া খ. মেহেরপুর গ. ময়মনসিংহ ঘ. পাবনা উ. ঘ
৬৪. দিনাজপুরের বড়পুকুরিয়া কিসের জন্য বিখ্যাত? [মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী: ১৩]
ক. প্রথম কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র খ. প্রথম গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র
গ. দ্বিতীয় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র ঘ. দ্বিতীয় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র উ. ক
৬৫. দেশের কোন বিশ^বিদ্যালয় বিদ্যুতের প্রি-পেইড মিটার আবিস্কার করে? [প্রাথমিক বিদ্যালয় সহ.
শিক্ষক: ০৭]
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. প্রকৌশল বিশ্ববিদ্যালয়
গ. কৃষি বিশ্ববিদ্যালয় ঘ. সিলেট বিশ্ববিদ্যালয় উ. খ
৬৬. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউড কোথায় অবস্থিত? [৩৬তম বিসিএস] ক. ঢাকায় খ. কক্সবাজার গ. চট্টগ্রাম ঘ. ময়মনসিংহ উ. ঘ
৬৭. হালদা নদী কিসের জন্য বিখ্যাত? [প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র ইনস্ট্রাক্টর: ২০২১]
ক. মাতৃ মৎস ভান্ডার খ. পর্যটন গ. রামসার সাইট ঘ. নদী বন্দর উ. ক
৬৮. মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীর কততম? [স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের
অধীনে মিডওয়াইফ: ২০২০]
ক. ২য় খ. ৩য় গ. ৮ম ঘ. ৪র্থ উ. খ
৬৯. ব্ল্যাক টাইগার বলে পরিচিত কোন চিংড়ি? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮]
ক. গলদা চিংড়ি খ. বাগদা চিংড়ি গ. ছোট চিংড়ি ঘ. সমুদ্রের চিংড়ি উ. খ
৭০. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত? [১৯তম বিসিএস]
ক. রাজশাহী খ. চট্টগ্রাম গ. সিলেট ঘ. সাভার, ঢাকা উ. ঘ
৭১. কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৩]
ক. জারসী খ. ব্ল্যাক বেঙ্গল গ. রাম ছাগল ঘ. লোহানী উ. খ
৭২. তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. খুলনা খ. লালমনিরহাট গ. পাবনা ঘ. কুষ্টিয়া উ. খ
৭৩. ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর ওপর? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. মেঘনা খ. পদ্মা গ. যমুনা ঘ. গঙ্গা উ. ঘ
৭৪. বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত? [মাধ্যমিক সহকারী শিক্ষক-১২]
ক. সদরঘাট খ. জিঞ্জিরা গ. চাঁদপুর ঘ. শরীয়তপুর উ. ক
৭৫. বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল নাগাদ? [ঢাবি ভর্তি পরীক্ষা (ইউনিট-ঘ): ২০২০-২১]
ক. ২০৫০ খ. ২১০০ গ. ২১৫০ ঘ. ২২০০ উ. খ
৭৬. DND বাঁধের পুরো নাম কী? [জবি: ০৭-০৮]
ক. ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা খ. ঢাকা-নাটোর-দিনাজপুর
গ. ঢাকা-নরসিংদী-ডিমলা ঘ. ঢাকা-নড়াইল-দিনাজপুর উ. ক
শেষ বার্তা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com আপনাদের কে নিয়মত সঠিক এবং নির্ভূল তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে। তারও যদি কোন ভুল হয় কমেন্টের মাধ্যমে জানাবেন যত দ্রুত সম্ভব সামাধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ
আশা করি উপরে উল্লেখিত বাংলাদেশ কৃষি সম্পদ সম্পর্কিত বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর সমাধান দেওয়া হয়েছে তাদে আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ….।
Google Search Ranking Keyword:
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞানক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান ২০২৪ সাধারণ জ্ঞান কুইজ সাধারণ জ্ঞান
কুইজ প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ আইকিউ প্রশ্ন ও উত্তর বুদ্ধির পরীক্ষা গল্পের প্রশ্ন উত্তর উপস্থিত বুদ্ধির প্রশ্ন ও উত্তর অজানা কিছু প্রশ্ন ও উত্তর বড়দের কুইজ প্রশ্ন ও উত্তর
মজার কুইজ প্রশ্ন ও উত্তর বুদ্ধির পরীক্ষা প্রশ্ন উত্তর class 2 উপস্থিত বুদ্ধির উদাহরণ কুইজ প্রশ্নের উত্তর সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর 100 টি মজার ধাঁধা ও উত্তর ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর সহজ কুইজ প্রশ্ন ও উত্তর
গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর মজার কুইজ প্রশ্ন ও উত্তর pdf বুদ্ধির প্রশ্ন ও উত্তর ধাঁধা প্রশ্ন ও উত্তর ১৮+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর bangladesh জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2024 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ক্লাস 5
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ক্লাস 2 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ক্লাস 4 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ক্লাস 3 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর mcq জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf
কৃষি বিষয়ক সাধারণ জ্ঞান ২০২৪ বাংলাদেশের কৃষিজ সম্পদ ২০২৩ কৃষি বিষয়ক সাম্প্রতিক তথ্য বাংলাদেশের কৃষিজ সম্পদ bcs pdf বাংলাদেশের কৃষিজ সম্পদ বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর কৃষি ভাইভা প্রশ্ন সাম্প্রতিক কৃষি প্রশ্ন ২০২৩