আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো, ইনশআল্লাহ।
১৯৭১ সালে আমরা স্বাধীনতার সাথে সাথে যা অর্জন করেছি নিয়ে আমাদের সাধারণ জ্ঞান অর্জন করা প্রয়োজন।
যে কোন ভর্তি ও চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্ন আসলে আমরা সহজে উত্তর দিতে পারবো।
নিচ বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দেওয়া হলো-
সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে
১. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? [৩৬তম বিসিএস]
ক. প্রথম ১০টি খ. প্রথম ৪টি গ. প্রথম ৬টি ঘ. প্রথম ৫টি উ. খ
২. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? [৩৬তম বিসিএস]
ক. ১৭ জানুয়ারি, ১৯৭২ ক. ২৬ মার্চ, ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ২১ ফেব্রæয়ারি, ১৯৭২ উ. ক
৩. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? [৩৩তম বিসিএস; বাতিলকৃত ২৪তম বিসিএস]
ক. ১৬ ডিসেম্বর খ. ২৬ মার্চ গ. ২১ ফেব্রæয়ারী ঘ. ৭ মার্চ উ. খ
৪. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? [৩২তম বিসিএস]
ক. ৯:৫ খ. ১১:৭ গ. ১০:৬ ঘ. ৮: ৬ উ. গ
৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রছেছে? [৩০তম বিসিএস]
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ২টি উ. ক
৬. নিরাপদ মাতৃত্ব দিবস কবে? [১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন-১৬]
ক. ২৪ মে খ. ২৬ মে গ. ২৮ মে ঘ. ৩০ মে উ. গ
৭. বাংলাদেশের জাতীয় মনোগ্রামের নকশাকার কে? [রাজশাহী বিশ^বিদ্যালয় (সি-ইউনিট): ২০২০-২১]
ক. কামরুল হাসান খ. রফিকুন্নবী গ. এ এন সাহা ঘ. সৈয়দ মাইনুল হোসেন উ. গ
৮. ‘বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা- [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর সিনিয়র:২০২১]
ক. বাংলা একাডেমি খ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
গ. মুক্তিযুদ্ধ জাদুঘর ঘ. দি ইউনিভার্সিটি প্রেস লি. উ. ঘ
৯. বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? [ত্রয়োদশ প্রভাষক নিবন্ধন: ১৬]
ক. শাহবাগে খ. গুলিস্তানে গ. আগারগাঁও ঘ. উত্তরায় উ. গ
আরো পড়ুন: বাংলাদেশ মেগা প্রজেক্ট সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
১০. ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান? [৩২তম বিসিএস]
ক. জাতীয় গ্রন্থ কেন্দ্র খ. বিশ্বসাহিত্য কেন্দ্র
গ. সুশাসনের জন্য নাগরিক ঘ. পাবলিক লাইব্রেরী উ. খ
১১. জাতীয় নাট্যকলা অবস্থিত ঢাকারÑ[সহকারী থানা শিক্ষা অফিসার-২০১৫]
ক. গুলিস্তান খ. মতিঝিলে গ. সেগুনবাগিচা ঘ. শাহবাগ উ. গ
১২. মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সটাক্টর:১৯]
ক. কুষ্টিয়া খ. বাগেরহাট গ. যশোর ঘ. মেহেরপুর উ. ঘ
১৩. স্থাপত্য ‘অপরাজেয় বাংলার’ স্থপতি কে? [স্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ১৭]
ক. লুই আই কান খ. নিতুন কুন্ডু গ. শামীম শিকদার ঘ. সৈয়দ আব্দুল্লাহ খালেদ উ. ঘ
১৪. মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ কোথায় অবস্থিত? [৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১২]
ক. বরগুনা খ. নোয়াখালী গ. খুলনা ঘ. নাটোর উ. ঘ
১৫. ‘বিজয় উল্লাস’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? [৬ষ্ঠ বিজেএস (সহকারী জজ): ১১]
ক. খুলনা খ. কুষ্টিয়া গ. ফরিদপুর ঘ. যশোর উ. খ
১৬. ইসলামী বিশ^বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা: ৯]
ক. নিতুন কুন্ডু খ. আব্দুর রাজ্জাক গ. মাইনুল হোসেন ঘ. রশিদ আহমেদ উ. ঘ
বুদ্ধিমাত্তা প্রশ্নো উত্তর বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে
১৭. নিচের কোন ভাস্কর্যটির শিল্পী নিতুন কুন্ডু? [স্টান্ডার্ড ব্যাংকের অফিসার: ০৬]
ক. সাবাস বাংলাদেশ খ. স্বোপার্জিত স্বাধীনতা গ. অপরাজেয় বাংলা ঘ. সূর্যদয়ের প্রান্তে উ. ক
১৮. নি¤েœর কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আর্শীবাণী পাঠিয়েছিলেন? [৪৪তম বিসিএস]
ক. সবুজপত্র খ. শনিবারের চিঠি গ. কল্লোল ঘ. ধূমকেতু উ. ঘ
১৯. কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? [রাজশাহী বিশ^বিদ্যালয় (এ-ইউনিট): ২১]
ক. ১৯০৩ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯২৩ সালে ঘ. ১৯৩১ সালে উ. খ
আরো পড়ুন: ভাষা আন্দোল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
২০. কবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়? [সহকারী থান শিক্ষা অফিসার’ ১৫]
ক. রাজশাহী খ. কুষ্টিয়া গ. কুমিল্লা ঘ. ঢাকা উ. খ
২১. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ রচনার জন্য নোবেল পুরস্কার পান? [সহকারী থানা শিক্ষা অফিসার’ ১৫]
ক. গীতাঞ্জলী খ. চোখের বালি গ. কপালকুন্ডলা ঘ. রাজতরঙ্গীনী উ. ক
২২. জামাল নজরুল ইসলাম কে? [৩৪তম বিসিএস]
ক. ফুটবল খোলোয়ার খ. অর্থনীতিবিদ গ. কবি ঘ. বৈজ্ঞানিক উ. ঘ
২৩.বিখ্যাত চিত্রকর্ম ‘তিনকন্যা’ এর চিত্রকর কে? [৩৫তম বিসিএস]
ক. জয়নুল আবেদিন খ. কামরুল হাসান গ. এস এম সুলতান ঘ. রফিকুন্নবী উ. খ
২৪. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়? [৩৩তম বিসিএস]
ক. ঢাকায় খ. ময়মনসিংহে গ. চট্টগ্রামে ঘ. নড়াইলে
২৫. ‘মনপুরা ৭০’ কী? [২৬তম বিসিএস] উ. খ
ক.একটি উপজেলা খ. একটি নদী বন্দর গ. একটি উপন্যাস ঘ. একটি চিত্র শিল্প উ. ঘ
২৬. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কেন শিল্পী? [২০তম বিসিএস]
ক. এস এম সুলতান খ. জয়নুল আবেদীন গ. কামরুল হাসান ঘ. শফিউদ্দিন আহমদ উ. খ
২৭. লালনের দেশ বলা হয় কোন জেলাকে-[সমাজসেবা অধিদপ্তরে উপজেলা সমাজসেবা অফিসার: ১৮]
ক. কুষ্টিয়া খ. রংপুর গ. বগুড়া ঘ. যশোর উ. ক
২৮. বাংলাদেশের সুর সম্রাট কে? [পরিবেশ ও বন মন্ত্রণালয় সহকারী পরিচালক: ১৮]
ক. আব্বাস উদ্দিন খ. আব্দুল আলীম
গ. ওস্তাদ আলাউদ্দিন খাঁ ঘ. লালন শাহ উ. গ
২৯. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ উক্তিটি কার? [সহকারী থানা পরিবার পরিকল্পনা অফিসার: ১৭]
ক. হাসন রাজা খ. লালন শাহ
গ. শাহ আব্দুল করিম ঘ. আলাউদ্দিন উ. খ
৩০. বাউল সম্রাট হিসেবে খ্যাত- [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর: ২০১৭]
ক. সিরাজ শাহ খ. লালন শাহ গ. পাঞ্জু শাহ ঘ. ফকির শাহ উ. খ
৩১. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? [৩৫তম বিসিএস]
ক. হুমায়ুন আহমেদ খ. শেখ নিয়ামত
গ. আলমগীর কবির ঘ. তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ উ. ঘ
৩২.‘মুক্তির গান’ চলচ্চিত্রের নির্মাতা-[কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর: ১৯]
ক. মোরশেদুল ইসলাম খ. তারেক মাসুক গ. তানভীর মোকাম্মেল ঘ. বাদল রহমান উ. খ
৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা’-এর পরিচালক কে ছিলেন? [ঢাবি (ঘ ইউনিট): ২০২০-২১]
ক. আলমগীর কবির খ. খান আতাউর রহমান
গ. হুমায়ুন আহমেদ ঘ. সুভাষ দত্ত উ. ক
৩৪. বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি? [রাজশাহী বিশ্ববিদ্যালয় (বি-ইউনিট): ২০২০-২১]
ক. ঢাকা খ. বগুড়া গ. যশোর ঘ. ময়মনসিংহ উ. গ
৩৫. ‘পলাশী থেকে ধানমন্ডি ৩২’ ছবিটির পরিচালক [রাজশাহী বিশ^বিদ্যালয় (বি-ইউনিট): ২০২০-২১]
ক. জহির রায়হান খ. শামীমা আখতার গ. আবদুল গাফফার চৌধুরী ঘ. আমজাদ হোসেন উ. গ
৩৬. বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? [চর্তুদশ শিক্ষক নিবন্ধন: ১৭]
ক. একুশে পদক খ. স্বাধীনতা দিবস পুরস্কার
গ. বাংলা একাডেমি পুরস্কার ঘ. শিশু একাডেমি পুরস্কার উ. গ
৩৭. বাংলাদেশের গ্রান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়– কে? [পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর: ১৯]
ক. রানী হামিদ খ. রিফাত বিন সাত্তার গ. জিয়াউর রহমান ঘ. নিয়াজ মোরশেদ উ. ঘ
৩৮.বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিত শুরু হয় কবে? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৫ সালে গ. ১৯৮০ সালে ঘ. ১৯৯৬ সালে উ. ঘ
৩৯. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? [৩৮তম বিসিএস]
ক. মোহাম্মদ আশরাফুল খ. মমিনুল হক
গ. তামিম ইকবাল ঘ. মুশফিকুর রহিম উ. ঘ
আরো পড়ুন: ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান
৪০. বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? [৩৭ তম বিসিএস/৩০ তম /২৫ তম]
ক. ২০ জুন, ২০০০ খ. ২২ জুন, ২০০০ গ. ২৪ জুন, ২০০০ ঘ. ২৬ জুন, ২০০০ উ. ঘ
৪১. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন? [৩৫তম বিসিএস]
ক. সোহাগ গাজী খ. রুবেল হোসেন গ. তাইজুল ইসলাম ঘ. তাসকিন আহমেদ উ. ঘ
৪২. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? [২৬তম বিসিএস]
ক. গাজী আশরাফ হোসেন লীপু খ. আকরাম খান
গ. আমিনুল ইসলাম বুলবুল ঘ. শফিকুল হক হীরা উ. ঘ
৪৩. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. ১৯৯৭ খ. ১৯৯৮ গ. ১৯৯৫ ঘ. ১৯৯৬ উ. ক
৪৪. টি-২০ বিশ্ব কাপে বাংলাদেশের পক্ষে একমাত্র শতরানকারী কে? [শিপিং কর্পোরেশনে সিনিয়র অ্যাসিস্ট্যানট :১৮]
ক. সাকিব খ. মাশরাফি গ. সাব্বির ঘ. তামিম উ. ঘ
৪৫. বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে? [বিআরটিএ’র মোটরযান পরিদর্শক: ১৭]
ক. শ্রীলঙ্কা খ. নিউজিল্যান্ড গ. ভারত ঘ. অস্ট্রেলিয়া উ. ক
৪৬. বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩]
ক. অষ্টম খ. দশম গ. নবম ঘ. এগারতম উ. খ
শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com আপনাদের কে নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে আসছে।
আপনার mitipsbd.com এর সাথে থেকে নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য উৎসাহিত করবেন।