বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর

বাংলাদেশ বিষয়াবলী: বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর

 আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো, ইনশআল্লাহ।

১৯৭১ সালে আমরা স্বাধীনতার সাথে সাথে যা অর্জন করেছি নিয়ে আমাদের সাধারণ জ্ঞান অর্জন করা প্রয়োজন।

যে কোন ভর্তি ও চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান প্রশ্ন আসলে আমরা সহজে উত্তর দিতে পারবো।

নিচ বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দেওয়া হলো-

সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে

১. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? [৩৬তম বিসিএস] 

ক. প্রথম ১০টি খ. প্রথম ৪টি গ. প্রথম ৬টি ঘ. প্রথম ৫টি উ. খ 

২. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? [৩৬তম বিসিএস] 

ক. ১৭ জানুয়ারি, ১৯৭২ ক. ২৬ মার্চ, ১৯৭১ 

 গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ২১ ফেব্রæয়ারি, ১৯৭২ উ. ক 

৩. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? [৩৩তম বিসিএস; বাতিলকৃত ২৪তম বিসিএস] 

ক. ১৬ ডিসেম্বর খ. ২৬ মার্চ গ. ২১ ফেব্রæয়ারী ঘ. ৭ মার্চ উ. খ 

৪. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? [৩২তম বিসিএস] 

ক. ৯:৫ খ. ১১:৭ গ. ১০:৬ ঘ. ৮: ৬ উ. গ 

বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর

৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রছেছে? [৩০তম বিসিএস] 

ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ২টি উ. ক 

৬. নিরাপদ মাতৃত্ব দিবস কবে? [১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন-১৬] 

ক. ২৪ মে খ. ২৬ মে গ. ২৮ মে ঘ. ৩০ মে উ. গ 

৭. বাংলাদেশের জাতীয় মনোগ্রামের নকশাকার কে? [রাজশাহী বিশ^বিদ্যালয় (সি-ইউনিট): ২০২০-২১] 

ক. কামরুল হাসান খ. রফিকুন্নবী গ. এ এন সাহা ঘ. সৈয়দ মাইনুল হোসেন উ. গ 

৮. ‘বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা- [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর সিনিয়র:২০২১] 

ক. বাংলা একাডেমি খ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি 

 গ. মুক্তিযুদ্ধ জাদুঘর ঘ. দি ইউনিভার্সিটি প্রেস লি. উ. ঘ 

৯. বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? [ত্রয়োদশ প্রভাষক নিবন্ধন: ১৬] 

ক. শাহবাগে খ. গুলিস্তানে গ. আগারগাঁও ঘ. উত্তরায় উ. গ 

আরো পড়ুন: বাংলাদেশ মেগা প্রজেক্ট সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

১০. ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান? [৩২তম বিসিএস] 

ক. জাতীয় গ্রন্থ কেন্দ্র খ. বিশ্বসাহিত্য কেন্দ্র 

 গ. সুশাসনের জন্য নাগরিক ঘ. পাবলিক লাইব্রেরী উ. খ 

১১. জাতীয় নাট্যকলা অবস্থিত ঢাকারÑ[সহকারী থানা শিক্ষা অফিসার-২০১৫] 

ক. গুলিস্তান খ. মতিঝিলে গ. সেগুনবাগিচা ঘ. শাহবাগ উ. গ 

১২. মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সটাক্টর:১৯] 

ক. কুষ্টিয়া খ. বাগেরহাট গ. যশোর ঘ. মেহেরপুর উ. ঘ 

১৩. স্থাপত্য ‘অপরাজেয় বাংলার’ স্থপতি কে? [স্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ১৭] 

ক. লুই আই কান খ. নিতুন কুন্ডু গ. শামীম শিকদার ঘ. সৈয়দ আব্দুল্লাহ খালেদ উ. ঘ 

১৪. মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ কোথায় অবস্থিত? [৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১২] 

ক. বরগুনা খ. নোয়াখালী গ. খুলনা ঘ. নাটোর উ. ঘ 

১৫. ‘বিজয় উল্লাস’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? [৬ষ্ঠ বিজেএস (সহকারী জজ): ১১] 

ক. খুলনা খ. কুষ্টিয়া গ. ফরিদপুর ঘ. যশোর উ. খ 

১৬. ইসলামী বিশ^বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা: ৯] 

ক. নিতুন কুন্ডু খ. আব্দুর রাজ্জাক গ. মাইনুল হোসেন ঘ. রশিদ আহমেদ উ. ঘ 

বুদ্ধিমাত্তা প্রশ্নো উত্তর বাংলাদেশ জাতীয় অর্জন সম্পর্কে

১৭. নিচের কোন ভাস্কর্যটির শিল্পী নিতুন কুন্ডু? [স্টান্ডার্ড ব্যাংকের অফিসার: ০৬] 

ক. সাবাস বাংলাদেশ খ. স্বোপার্জিত স্বাধীনতা গ. অপরাজেয় বাংলা ঘ. সূর্যদয়ের প্রান্তে উ. ক 

১৮. নি¤েœর কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আর্শীবাণী পাঠিয়েছিলেন? [৪৪তম বিসিএস] 

ক. সবুজপত্র খ. শনিবারের চিঠি গ. কল্লোল ঘ. ধূমকেতু উ. ঘ 

১৯. কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? [রাজশাহী বিশ^বিদ্যালয় (এ-ইউনিট): ২১] 

 ক. ১৯০৩ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯২৩ সালে ঘ. ১৯৩১ সালে উ. খ 

আরো পড়ুন: ভাষা আন্দোল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

২০. কবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়? [সহকারী থান শিক্ষা অফিসার’ ১৫] 

 ক. রাজশাহী খ. কুষ্টিয়া গ. কুমিল্লা ঘ. ঢাকা উ. খ 

২১. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ রচনার জন্য নোবেল পুরস্কার পান? [সহকারী থানা শিক্ষা অফিসার’ ১৫] 

 ক. গীতাঞ্জলী খ. চোখের বালি গ. কপালকুন্ডলা ঘ. রাজতরঙ্গীনী  উ. ক

২২. জামাল নজরুল ইসলাম কে? [৩৪তম বিসিএস]  

 ক. ফুটবল খোলোয়ার খ. অর্থনীতিবিদ গ. কবি ঘ. বৈজ্ঞানিক  উ. ঘ 

২৩.বিখ্যাত চিত্রকর্ম ‘তিনকন্যা’ এর চিত্রকর কে? [৩৫তম বিসিএস] 

 ক. জয়নুল আবেদিন খ. কামরুল হাসান গ. এস এম সুলতান ঘ. রফিকুন্নবী উ. খ 

২৪. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়? [৩৩তম বিসিএস] 

 ক. ঢাকায় খ. ময়মনসিংহে গ. চট্টগ্রামে ঘ. নড়াইলে 

২৫. ‘মনপুরা ৭০’ কী? [২৬তম বিসিএস] উ. খ 

ক.একটি উপজেলা খ. একটি নদী বন্দর গ. একটি উপন্যাস ঘ. একটি চিত্র শিল্প উ. ঘ 

নিত্য নতুন তথ্য পেতে Google News Follow দিয়ে সাথে থাকুন
Google News Follow

২৬. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কেন শিল্পী? [২০তম বিসিএস] 

 ক. এস এম সুলতান খ. জয়নুল আবেদীন গ. কামরুল হাসান ঘ. শফিউদ্দিন আহমদ উ. খ 

২৭. লালনের দেশ বলা হয় কোন জেলাকে-[সমাজসেবা অধিদপ্তরে উপজেলা সমাজসেবা অফিসার: ১৮] 

 ক. কুষ্টিয়া খ. রংপুর গ. বগুড়া ঘ. যশোর উ. ক 

২৮. বাংলাদেশের সুর সম্রাট কে? [পরিবেশ ও বন মন্ত্রণালয় সহকারী পরিচালক: ১৮] 

 ক. আব্বাস উদ্দিন খ. আব্দুল আলীম 

 গ. ওস্তাদ আলাউদ্দিন খাঁ ঘ. লালন শাহ উ. গ 

২৯. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ উক্তিটি কার? [সহকারী থানা পরিবার পরিকল্পনা অফিসার: ১৭] 

 ক. হাসন রাজা খ. লালন শাহ 

 গ. শাহ আব্দুল করিম ঘ. আলাউদ্দিন উ. খ 

৩০. বাউল সম্রাট হিসেবে খ্যাত- [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর: ২০১৭] 

ক. সিরাজ শাহ খ. লালন শাহ গ. পাঞ্জু শাহ ঘ. ফকির শাহ উ. খ 

৩১. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? [৩৫তম বিসিএস] 

ক. হুমায়ুন আহমেদ খ. শেখ নিয়ামত 

 গ. আলমগীর কবির ঘ. তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ উ. ঘ 

৩২.‘মুক্তির গান’ চলচ্চিত্রের নির্মাতা-[কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর: ১৯] 

 ক. মোরশেদুল ইসলাম খ. তারেক মাসুক গ. তানভীর মোকাম্মেল ঘ. বাদল রহমান উ. খ 

৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা’-এর পরিচালক কে ছিলেন? [ঢাবি (ঘ ইউনিট): ২০২০-২১] 

 ক. আলমগীর কবির খ. খান আতাউর রহমান 

 গ. হুমায়ুন আহমেদ ঘ. সুভাষ দত্ত উ. ক 

৩৪. বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি? [রাজশাহী বিশ্ববিদ্যালয় (বি-ইউনিট): ২০২০-২১] 

ক. ঢাকা খ. বগুড়া গ. যশোর ঘ. ময়মনসিংহ উ. গ 

৩৫. ‘পলাশী থেকে ধানমন্ডি ৩২’ ছবিটির পরিচালক [রাজশাহী বিশ^বিদ্যালয় (বি-ইউনিট): ২০২০-২১] 

ক. জহির রায়হান খ. শামীমা আখতার গ. আবদুল গাফফার চৌধুরী ঘ. আমজাদ হোসেন উ. গ 

৩৬. বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? [চর্তুদশ শিক্ষক নিবন্ধন: ১৭] 

ক. একুশে পদক খ. স্বাধীনতা দিবস পুরস্কার 

 গ. বাংলা একাডেমি পুরস্কার ঘ. শিশু একাডেমি পুরস্কার উ. গ 

৩৭. বাংলাদেশের গ্রান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়– কে? [পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর: ১৯] 

ক. রানী হামিদ খ. রিফাত বিন সাত্তার গ. জিয়াউর রহমান ঘ. নিয়াজ মোরশেদ উ. ঘ 

৩৮.বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিত শুরু হয় কবে? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯] 

 ক. ১৯৭২ সালে খ. ১৯৭৫ সালে গ. ১৯৮০ সালে ঘ. ১৯৯৬ সালে উ. ঘ 

৩৯. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? [৩৮তম বিসিএস] 

ক. মোহাম্মদ আশরাফুল খ. মমিনুল হক 

 গ. তামিম ইকবাল ঘ. মুশফিকুর রহিম উ. ঘ

আরো পড়ুন: ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান

৪০. বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? [৩৭ তম বিসিএস/৩০ তম /২৫ তম] 

ক. ২০ জুন, ২০০০ খ. ২২ জুন, ২০০০ গ. ২৪ জুন, ২০০০ ঘ. ২৬ জুন, ২০০০ উ. ঘ

৪১. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন? [৩৫তম বিসিএস] 

ক. সোহাগ গাজী খ. রুবেল হোসেন গ. তাইজুল ইসলাম ঘ. তাসকিন আহমেদ উ. ঘ 

৪২. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? [২৬তম বিসিএস] 

ক. গাজী আশরাফ হোসেন লীপু খ. আকরাম খান 

 গ. আমিনুল ইসলাম বুলবুল ঘ. শফিকুল হক হীরা উ. ঘ 

৪৩. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯] 

ক. ১৯৯৭ খ. ১৯৯৮ গ. ১৯৯৫ ঘ. ১৯৯৬ উ. ক 

৪৪. টি-২০ বিশ্ব কাপে বাংলাদেশের পক্ষে একমাত্র শতরানকারী কে? [শিপিং কর্পোরেশনে সিনিয়র অ্যাসিস্ট্যানট :১৮] 

ক. সাকিব খ. মাশরাফি গ. সাব্বির ঘ. তামিম উ. ঘ 

৪৫. বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে? [বিআরটিএ’র মোটরযান পরিদর্শক: ১৭] 

ক. শ্রীলঙ্কা খ. নিউজিল্যান্ড গ. ভারত ঘ. অস্ট্রেলিয়া উ. ক 

৪৬. বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩] 

ক. অষ্টম খ. দশম গ. নবম ঘ. এগারতম উ. খ 

শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com আপনাদের কে নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে আসছে।

আপনার mitipsbd.com এর  সাথে থেকে নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য উৎসাহিত করবেন।


Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.