আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর // বাংলা gk প্রশ্ন উত্তর pdf

আন্তার্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 আস্সালামু আলাইকু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজকে আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব নিয়ে আলোচনা করবো।

বিশ্বের যে সকল সংগঠন রয়েছে তার মধ্যে কিছু সংগঠন আন্তার্জাতিক মার্জাদ লাভ করে। তাই আমাদের আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন জানা প্রয়োজন। 

যে কোন পরীক্ষায় সাধালন জ্ঞান প্রশ্ন আসে তার মধ্যে আন্তার্জাতিক সংগঠন থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন করা হয়। তাই আমরা পরীক্ষা ভালো করার জন্য আমাদের কে আন্তার্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। 

নিচে আন্তার্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে

১. বিশ্ব মানবাধিকার দিবস? [৪৩তম বিসিএস] 

 ক. ৮ ডিসেম্বর খ. ১০ ডিসেম্বর গ. ১১ ডিসেম্বর ঘ. ১৩ ডিসেম্বর উ. খ 

২. Sustainable Development Goal (SDG) কয়টি? [৪২তম বিসিএস] 

 ক. ১৩টি খ. ১৫টি গ. ১৭টি ঘ.৩১টি উ. গ 

৩. জাতিসংঘ নামকরণ করেন-[৪১তম বিসিএস] 

 ক. রুজভেল্ট খ. স্টালিন গ. চার্চিল ঘ. দ্যা গল উ. ক 

আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

৪. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? [৪০তম বিসিএস]

 ক. ১৯৭৯ সালে খ. ১৯৮২ সালে গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৯৮ সালে  উ. গ 

৫. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? [৩৯তম বিসিএস] 

 ক. ৫০টি খ. ৫১টি গ. ৪৮টি ঘ. ৪৯টি উ. খ 

৬. টঘঐঈজ- এর সদর দপ্তর কোথায়? [৩৮তম বিসিএস] 

 ক. নিউইয়র্ক খ. রোম গ. জেনেভা ঘ. লন্ডন 

৭. জাতিসংঘের স্থায়ী সদস্য: [৩৭তম বিসিএস] 

ক. জাপান, জার্মানি, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র 

খ. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন 

গ. যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া উ. গ 

 ঘ. উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরাইল, চীন উ. খ 

৫. ওঅঊঅ-এর সদর দপ্তর হচ্ছে: [৩৬তম বিসিএস] 

 ক. জেনেভা খ. ভিয়েনা গ. ওয়াশিংটন ঘ.প্যারিস উ. খ 

৬. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? [৩৬তম বিসিএস] 

 ক. ১৯৪১ খ. ১৯৪৫ গ. ১৯৪৮ ঘ.১৯৪৯ উ. খ 

৭. প্রেসিডেন্ট-উড্রো উইলসনের ১৪ points এ কত নম্বর points এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? [৩৬তম বিসিএস] 

ক. ৯ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪ উ. ঘ 

৮. নিম্নেলিখিত কোনটি International mother Earth day? [৩৬তম বিসিএস] 

ক. ১৮ এপ্রিল খ. ২০ এপ্রিল গ. ২২ এপ্রিল ঘ. ২৪ এপ্রিল উ. গ 

৯. WIPO এর সদর দপ্তর-[৩৫তম বিসিএস] 

ক. ব্রাসেলস খ. লন্ডন গ. জেনেভা ঘ. প্যারিস উ. গ 

১০.আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর সদর দপ্তর কোথায়? [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সহকারী প্রোগ্রামার ১৭] 

 ক. নিউইয়র্ক খ. লন্ডন গ. জুরিখ ঘ. জেনেভা উ. গ

১১. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে? [২৬তম বিসিএস] 

 ক. রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচার খ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল

 গ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার ঘ. জিমি কার্টার ও রনি এলিজাবেথ উ. গ

১২.জাতিসংয়ের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? [১০তম বিসিএস] 

 ক. ইউনাইটেড নেশনস খ. লীগ অব নেশনস 

 গ. কম্যুনিটি অব নেশনস ঘ. এসোসিয়েশন অব নেশনস উ. খ 

১৩. জাতিসংঘ নামকরণ করেনÑ [৪১তম বিসিএস]  

 ক. রুজভেল্ট খ. স্ট্যালিন গ. চার্চিল ঘ. দ্যা গল উ. ক

১৪. ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ (Charter) কোথায় স্বাক্ষরিত হয়? [জাতীয় রাজস্ব বোর্ড: ১৫] 

ক. সানফ্রান্সিসকো খ. নিউয়র্ক গ. প্যারিস ঘ. জেনেভা উ. ক

সাধারণ জ্ঞান প্রশ্ন আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে

১৫. জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ (Observer State) কোনটি? [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর: ১৪/ এক্সিম ব্যাংক লি. এম. টি. ও : ১৩] 

ক. প্যালেস্টাইন খ. পূর্ব তিমুর গ. মোনাকো ঘ. ম্যাকাও উ. ক 

১৬. জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি? [সাব-রেজিস্ট্রার: ১২] 

ক. ৫টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৬টি উ. ঘ 

১৫. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারন পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? [৪৪তম বিসিএস, ১০তম বিসিএস] 

ক. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার খ. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার গ. আগস্ট মাসের শেষ সোমবার ঘ. অক্টোবর মাসের প্রথম সোমবার উ. খ 

১৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা- [ডাক অধিদপ্তরের এস্টিমেটর: ১৮] 

ক. ৫ খ. ৭ গ. ১০ ঘ. ১৫ উ. ঘ 

৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা-[সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রকৌশলী: ১৯] 

ক. ১১ খ. ৮ গ. ৫ ঘ. ১০ উ. গ 

৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? [৪৪তম বিসিএস] 

ক. ১বছর খ. ২বছর গ. ৪বছর ঘ. ৫বছর উ. খ 

১০. জাতিসংঘের স্থায়ী সদস্য (Permanent members of UN)-[৩৭তম বিসিএস] 

ক. জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র 

খ. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন 

গ. যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া 

ঘ. উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন উ. খ 

নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।

Google News Follow

১১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা-[প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক: ১৩] 

ক. ৫ জন খ. ১০ জন গ. ৬ জন ঘ. ৮ জন উ. খ 

১২. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? [২৬তম বিসিএস/১০তম বিসিএস] 

ক. কুট ওয়ার্ল্ডহেইম খ. পেরেজ দ্য কুয়েলার গ. ট্রিগভেলি ঘ. উ থান্ট উ. গ 

১৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় নিহত হয়েছিলেন? [১৮তম বিসিএস] 

ক. ট্রিগভেলি খ. কুটওয়াল্ডহেইম গ. হ্যামারশোল্ড ঘ. বুট্রোস ঘালি উ. গ 

১৪. জাতিসংঘের প্রথম এশিয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন? [ইবি (জি):১২-১৩] 

ক. ভারত খ. মায়ানমার গ. শ্রীলঙ্কা ঘ. ইরান উ. খ 

১৫. আন্তর্জাতিক আদালত (The International Court of Justice-ICJ) এর সদর দপ্তর 

কোথায় অবস্থিত? [৩৪তম বিসিএস/ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (ঢাবি) এর কোÑঅর্ডিনেটর ২০] 

ক. বন খ. ঢাকা গ. হেগ ঘ. কলকাতা উ. গ 

১৬. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? [৪৪তম বিসিএস] 

ক. তিন বছর খ. সাত বছর গ. চার বছর ঘ. নয় বছর উ. ঘ 

১৭. ‘স্থায়ী সালিশি আদালত’ কোথায় অবস্থিত? [২৪তম বিসিএস/বিটিভি এর সহকারী প্রকৌশলী (সিভিল): ১৭] 

 ক. জেনেভায় খ. লন্ডন গ. প্যারিস ঘ. হেগে উ. ঘ 

১৮. জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কত? [ঢাবি ও ইউনিট: ২১-২২] 

ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭ উ. গ

১৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের নাগরিক? [কুমিল্লা বিশ^বিদ্যালয়: (সি): ১৯-২০] 

ক. অস্ট্রিয়া খ. সুইডেন গ. পতুগাল ঘ. কানাডা উ. গ 

২০. GAAT কখন WTO তে রূপান্তরিত হয়? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সহকারী পরিচালক: ১৫] 

ক. ১৯৯৩ সালে খ. ১৯৯৫ সালে গ. ১৯৯৬ সালে ঘ. ১৯৯৭ সালে উ. খ 

২১. UNHCR- এর সদর দপ্তর কোথাায় অবস্থিত? [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২] 

ক. নিউইয়র্ক খ. রোম গ. জেনেভা ঘ. লন্ডন উ. গ 

২২. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? [৪১তম বিসিএস] 

ক. সুইডেন খ. মার্কিন যুক্তরাষ্ট্র গ. যুক্তরাজ্য ঘ. জার্মানি উ. ঘ 

২৩. জাতিসংঘের শিশু তহবিল (UNICEF) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা বিভাগ) : ০৭] 

ক. জেনেভা খ. ওয়াশিংটন গ. নিউইয়র্কে ঘ. প্যারিসে উ. গ 

বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে

২৪. ‘আন্তর্জাতিক আণুবিক শক্তি সংস্থা’ (International Atomic Energy Agency- IAEA) 

এর সদরদপ্তর কোথায়? [৩৬তম বিসিএস/ ২১তম বিসিএস/ ১১তম বিসিএস] 

ক. জেনেভা খ. ভিয়েনা গ. ওয়াশিংটন ঘ. প্যারিস উ. খ 

২৫. ILO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইন্সট্রাক্টর: ১৮] 

ক. লন্ডন খ. ওয়াশিংটন ডি.সি গ. জেনেভা ঘ. প্যারিস উ. গ 

২৬. বিশ্ববানিজ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর কোন শহরে? [বাতিল কৃত ২৪তম বিসিএস] 

ক. প্যারিস খ. টোকিও গ. জেনেভা ঘ. নিউইয়র্ক উ. গ 

২৭. ইউনেস্কো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? [তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার: ২০] 

 ক. প্যারিস খ. রোম গ. নিউইয়ক ঘ. জেনেভা উ. ক. 

২৮. ‘ECO’এর সদর দপ্তর কোথায়? [জাতীয় সংসদ প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশল অফিসার: ০৬] 

ক. তেহরান খ. প্যারিস গ. ব্রাসেলস ঘ. হেগ উ. ক 

২৯. নিচের কোন সংস্থাটির স্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? [৪০তম বিসিএস] 

ক. NATO খ. NAM গ. EU ঘ. ASEAB উ. গ 

৩০. বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়- [ঢাকা বিশ^বিদ্যালয় (খ ইউনিট): ০৬-০৭] 

ক. ১ জানুয়ারি, ১৯৯৩ খ. ১ জানুয়ারি, ১৯৯৪ 

 গ. ১ জানুয়ারি ১৯৯৫ ঘ. ১ জানুয়ারি ১৯৯৬ উ. গ 

৩১. বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদরদপ্তর কোথায়? [রাবি : ০৭-০৮] 

ক. বার্ন খ. জেনেভা গ. ভিয়েনা ঘ. রোম উ. ক 

৩২. UNEP- এর সদর দপ্তর -[রাবি (ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ): ০৫-০৬] 

ক. ম্যানিলা খ. ওয়াশিংটন গ. ভিয়েনা ঘ. নাইরোবি উ. ঘ 

৩৩. জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী ‘শিশুর’ বয়স-[প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক:১৩] 

ক. ০-২ খ. ০-১২ গ. ০-১৪ ঘ. ০-১৮ উ. ঘ 

৩৪. রেডক্রস প্রতিষ্ঠিত হয় কবে? [৩০তম বিসিএস/জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর কম্পিউটার টেকনিশিয়ান: ২১] 

ক. ১৮৬৪ সালে খ. ১৮৬৮ সালে গ. ১৮৬৬ সালে ঘ. ১৮৬৩ সালে উ. ঘ

৩৫. রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন-[দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর: ১৯] 

ক. ব্যাডেন পাওয়েল খ. পল পি হ্যারিস গ. হেনরি ডুনান্ট ঘ. আলফ্রেড নোবেল উ. গ

৩৬. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? [৩৬তম বিসিএস/৩২তম বিসিএস] 

ক. জেনেভা খ. প্যারিস গ. রোম ঘ. স্টকহোম উ. ক 

৩৭. কমনওয়েলথের একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল না-[১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস: ২২] 

ক. মোজাম্বিক খ. পাকিস্তান গ. অস্ট্রেলিয়া ঘ. কানাডা উ. ক 

৩৮. কমনওয়েলথ (Commonwealth of Nations) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? [সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার (মুক্তিযোদ্ধা): ১৯] 

ক. লন্ডন খ. ওয়াশিংটন ডিসি গ. জেনেভা ঘ. কোনটিই নয় উ. ক 

৩৯. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্রালিকায় অবস্থিত তার নাম কী? [২২তম বিসিএস/বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী: ২১] 

ক. মার্লবোরো হাউজ খ. হোয়াইট হাউজ 

 গ. বাকিংহাম প্রাসাদ ঘ. দি চেকার্স উ. ক 

৪০. কোন আন্তর্জাতিক সংগঠনের কোন লিখিত সংবিধান নেই? [রাবি (সি ইউনিট): ২০-২১] 

ক. ন্যাশ খ. আইডিবি গ. ওআইসি ঘ. কমনওয়েলথ উ.ঘ 

৪১. ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় (Headquarter) বা সচিবালয় সদর দপ্তর 

কোথায়? [২২তম বিসিএস/১০তম বিসিএস/ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. ফিল্ড অফিসার (আরডিএস): ২২] 

ক. তেহরান খ. জেদ্দা গ. কায়রো ঘ. রিয়াদ উ. খ 

৪২. ওআইসির প্রথম মহাসচিবের নাম কী? [বাংলাদেশ ডাক বিভাগ (ডাক অধিদপ্তর) উপজেলা পোস্টমাস্টার: ১৬] 

ক. টেংকু আব্দুল কাদের খ. টেংকু আব্দুর রহমান 

 গ. টেংকু আব্দুর রহিম ঘ. মাহাথির মোহাম্মদ উ.খ 

৪৩. ওআইসি মহাসচিবের মেয়াদকাল কত? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক (সাধারণ): ০৯] 

ক. ৩ বছর খ. ৪ বছর গ. ৫ বছর ঘ. ৬ বছর উ. গ 

৪৪. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য? [২৭তম বিসিএস] 

ক. টমধহফধ খ. ঘরমবৎরধ গ. খবনধহড়হ গ. ঝুৎরধ উ. ক 

৪৫. ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংস্থা হচ্ছে-[৩৮তম বিসিএস/বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিনিয়র অফিসার: ২১] 

ক. ৫ খ. ৩ গ. ২ ঘ. ৪ উ. খ 

৪৬. আনুষ্ঠানিকভাবে ইসলামি উন্নয়ন ব্যাংক জন্মলাভ করে কবে? [মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ০৭] 

ক. ১৯৭০ খ. ১৯৭২ গ. ১৯৭৫ ঘ. ১৯৮০ উ. গ 

৪৭. ইসলামি উন্নয়ন ব্যাংকের (IDB) সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিথ? [২৩তম বিসিএস] 

ক. রিয়াদ খ. জেদ্দা গ. ইসলামাবাদ ঘ. ম্যানিলা উ. খ 

আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান PDF

আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান PDF হলে আমাদের মেসেজ বক্সে মেসেজ দিয়ে জানাবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনাদের কে পিডিএফ ফাইল দেওয়ার জন্য চেষ্টা করবো।

৪৮. ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (IUT) কোথায় অবস্থিত? [তথ্য মন্ত্রণালয়ের তথ্য অফিসার: ০৫] 

ক. গাজীপুর খ. কুষ্টিয়া গ. চট্টগ্রাম ঘ. সিলেট উ. ক

৪৯. অরবিস কী? [রাবি (দর্শন বিভাগ): ০৮-০৯] 

ক. বোমারু বিমান খ. উড়ন্ত চক্ষু হাসপাতাল 

 গ. উড়ন্ত কিডনি হাসপাতাল ঘ. উড়ন্ত হৃদরোগ হাসপাতাল 

৫০. অ্যামনেস্টি ইন্টারন্যাশ কবে প্রতিষ্ঠিত হয়? [ঢাবি (ঘ ইউনিট): ১০-১১] 

 ক. Washington in 1962 খ. New York in 1964 উ. খ 

 গ. London in 1961 ঘ. Paris in 1963 উ. গ 

৫১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়? [৩৪তম বিসিএস/২৪তম বিসিএস (বাতিল)] 

ক. লন্ডন খ. নিউইয়র্ক গ. প্যারিস ঘ. ভিয়েনা উ. ক 

৫২. হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? [বিটিভি-এর সহকারী প্রকৌশলী (সিভিল): ১৭] 

ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. ইতালি ঘ. ফ্রান্স উ. ক 

৫৩. আন্তর্জাতিক নারী দিবস (International Women`s Day) পালিত হয় প্রতি বছর-[বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার: ২২] 

ক. ৮ ফেব্রæয়ারি খ. ৮ মার্চ গ. ৮ এপ্রিল ঘ. ৮ আগস্ট উ. খ 

৫৪. বিশ্ব পানি দিবস (World Water Day) কোনটি-[জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার: ২১] 

ক. ২০ ফেব্রুয়ারি খ. ২০ আগস্ট গ. ২২ মার্চ ঘ. ২১ এপ্রিল উ. গ 

৫৫. বিশ^ অটিজম দিবস কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ-২০ (১ম পর্যায়): ২২] 

ক. ২ ফেব্রæয়ারি খ. ২ এপ্রিল গ. ২ জুন ঘ. ২ জুলাই উ.খ 

৫৬. ‘বিশ^ মা দিবস’ কোনটি? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯] 

ক. মে মাসের দ্বিতীয় রবিবার খ. জুন মাসের তৃতীয় রবিবার 

 গ. ০৯ আগস্ট ঘ. অক্টোবর মাসের প্রথম রবিবার উ. ক 

৫৭. International Nurse Day কবে? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স 

(বাতিলকৃত): ১৭] 

ক. ১২ মে খ. ১২ জানুয়ারি গ. ১২ অক্টোবর ঘ. ১২ ডিসেম্বর উ. ক 

৫৮. ‘বিশ^ তামাকমুক্ত দিবস’ (World no-tobacco day) প্রতিপালিত হয় প্রতি বছরের-[৩৪তম বিসিএস/১৭তম বিসিএস] 

ক. May ২৫ খ. May ২৮ গ. May ৩০ ঘ. May ৩১ উ. ঘ 

সর্বশেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com আনাদের কে আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো সুন্দর ভাবে দেওয়ার চেষ্টা করেছে এর মধ্যে যদি ভূলত্রুটি হয়।

তা হলে ক্ষমার দৃষ্টেতে দেখবেন। এবং আমাদের কে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। যত দ্রুত সম্ভব আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Top Keyword Google Search General Knowledge:

সার্কের মহাসচিব তালিকা সার্ক সম্মেলন ২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়

সার্ক pdf সার্ক টিকা সার্কের বর্তমান চেয়ারম্যান কে ২০২৩ সার্ক কয়টি দেশ নিয়ে গঠিত সার্ক কেন গঠিত হয়েছিল সার্ক ভুক্ত দেশ গুলোর নাম বাংলাদেশ সম্পর্কিত 

১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান কুইজ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ

আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান ২০২৪ 

General knowledge questions bangla with answers জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বাংলা জেনারেল নলেজ কুইজ বাংলা gk প্রশ্ন উত্তর ছোটদের বাংলা gk প্রশ্ন উত্তর pdf জেনারেল নলেজ কুইজ বাচ্চাদের




Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.