আস্সালামু আলাইকু, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশ আদমশুমারি , জাতি, গোষ্ঠী ও উপজাতি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করবো।
আদমশুমারি হলো একটি গণনা পদ্ধতি, এই গণনা করে দেশে কত জনলোক সংখ্যা বাস করে এবং ইত্যাদি বিষয় প্রতি ১০ বছর পর পর আদমশুমারি হয়।
জাতী ও পোষ্ঠা হলো মানুষ বিভন্নি জাতী ও গোষ্ঠীর হয়ে থাকে এই জাতী ও গোষ্ঠী সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন আমাদের জন্য খুবই গরুত্বপূর্ণ।
উপজাতি হলো বিভন্নি ধর্ম অবলম্বন কারি এদের মধ্যে বিভিন্ন জাতের হয়ে থাকে।ঐই সকল জাতীর মধ্যে বাংলাদেশে কী জাতী বাস করে তাদের কে উপজাতি বলা হয়।
উপজাতি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানা আমাদের খুই প্রয়োজন।
ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলাদেশের আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন আসে এবং আমাদের সেই প্রশ্ন গুলা সঠিক উত্তর দেওয়ার জন্য
আদমশুমারি জাতি গোষ্ঠী ও উপজাতি সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান অর্জন আমাদরে জন্য একটি বড় অর্জন । কেননা আমাদের এই সকল বিষয়ের উপর ধারণা থাকলে আমরা খুব সহজে এই প্রশ্ন গুলোর উত্তর দিতে পারবো।
নিচে আদশুমারি জাতি গোষ্ঠী ও উপজাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের সুপার সাজেশন মূলক কিছু প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করছি
সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর আদশুমারি জাতি গোষ্ঠী সম্পর্কে
১. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? [৪২তম বিসিএস]
ক. ২ ফেব্রুয়ারি খ. ৮ ফেব্রুয়ারি
গ. ৮ মার্চ ঘ. ৭ এপ্রিল উ. ক
২. জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব: ০৫]
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৬ সালে উ. ঘ
৩. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগননা) কবে অনুষ্ঠিত হয়? [৪৪তম বিসিএস]
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে উ. গ
৪. পঞ্চম আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? [৮ম শিক্ষক নিবন্ধন; ১১]
ক. ঢাকা খ. কুমিল্লা
গ. বরিশাল ঘ. সিলেট উ. গ
৫. বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? [ষোড়শ শিক্ষক নিবন্ধন: ১৯]
ক. শ্যামনগর খ. ঘাটাইল
গ. সাভার ঘ. বরকল উ. ক
৬. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকৌশলী: ১৯]
ক. মেহেরপুর খ. নারায়ণগঞ্জ
গ. নওয়াবগঞ্জ ঘ. সাতক্ষীরা উ. খ
৭. আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক: ১৬]
ক. ময়মনসিংহ খ. বরিশাল
গ. রাজশাহী ঘ. সিলেট উ. ক
৮. আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? [সহকারি থানা শিক্ষা কর্মকর্তা: ১৬]
ক. রাঙ্গামাটি খ. কক্সবাজার
গ. ঢাকা ঘ. বান্দরবান উ. ক
৯. ওঁরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? [৪৩তম বিসিএস]
ক. রাজশাহী-দিনাজপুর খ. বরগুনা-পটুয়াখালী
গ. রাঙামাটি-বান্দরবান ঘ.সিলেট-হবিগঞ্জ উ. ক
১০. কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? [৪১তম বিসিএস]
ক. সাঁওতাল খ. গারো
গ. খাসিয়া ঘ. মুরং উ. খ
১১. গারো উপজাতি কোন জেলায় বাস করে? [৪০তম বিসিএস]
ক. পার্বত্য চট্টগ্রাম খ. সিলেট
গ. ময়মনসিংহ ঘ. টাঙ্গাইল উ. গ
১২. কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? [২৫তম বিসিএস/ ১৪তম বিসিএস]
ক. মারমা খ. খাসিয়া
গ. সাঁওতাল ঘ. গারো উ. ক, গ
১৩. সোহরাই কাদের উৎসব? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. গারো খ. তঞ্চঙ্গ্যা
গ. চাকমা ঘ. সাঁওতাল উ. ঘ
১৪. কোন নৃগোষ্ঠীর লোকজন সাংগ্রাই (জল উৎসব) পালন করে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. রাখাইন ও মারমারা খ. গারো ও চাকমারা
গ. মারমা ও গারোরা ঘ. চাকমা ও রাখাইনরা উ. ক
১৫. পার্বত্য চট্টগ্রামে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর সর্ববৃহৎ উৎসবের নাম কী? [রুপালি ব্যাংকের অফিসার: ১০]
ক. বৈসাবি খ. বৈশাখি
গ. ফাল্গুনি ঘ. বর্ষবরণ
১৬. মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ- [ঢাবি: ১৮-১৯] উ. ক
ক. গারো ও খাসিয়া খ. গারো ও রাখাইন
গ. খাসিয়া ও মণিপুরি ঘ. চাকমা ও খাসিয়া
১৭. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? [৩৬তম বিসিএস] উ. ক
ক. রাখাইন খ. মারমা
গ. পাঙন ঘ. খিয়াং
১৮. বাংলাদেশের একমাত্র নৃ-তাত্তি¡ক জাদুঘর অবস্থিত-[বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড: ১৯] উ. গ
ক. ঢাকা জেলায় খ. চট্টগ্রাম জেলায়
গ. কুমিল্লা জেলায় ঘ. কক্সবাজার জেলায়
১৯. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? [চতুর্দশ বেসরকারি নিবন্ধন: ১৭] উ. খ
ক. সাঁওতাল খ. চাকমা
গ. মারমা ঘ. রাখাইন
২০. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? [৩৮তম বিসিএস] উ. গ
ক. ১২ নভেম্বর, ১৯৯৭ খ. ২ ডিসেম্বর, ১৯৯৭
গ. ১৬ ডিসেম্বর, ১৯৯৭ ঘ. ২৫ ডিসেম্বর, ১৯৯৭ উ. খ
২১. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রাম কোঅর্ডিনেটর: ২০]
ক. ড. মফিজ উদ্দীন খ. ড. মনিরুজ্জামান মিঞা
গ. ড. কাজী খলীকুজ্জামান ঘ. ড. কুদরাত-এ-খুদা উ. ঘ
২২. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়-[প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সটাক্টর: ১৯]
ক. ১৯৯২ সালে খ. ১৯৯১ সালে
গ. ১৯৯০ সালে ঘ. ১৯৮৯ সালে উ. গ
২৩. বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? [চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল-২): ১৭/সমাজসেব পরিদপ্তরে উপতত্ত¡াবধায়ক: ০৫]
ক. দুই স্তর খ. তিন স্তর
গ. চার স্তর ঘ. পাঁচ স্তর উ. খ
২৪. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? [প্রাক-প্রাথমিক সহ. শিক্ষক: ১৫]
ক. ১ জানুয়ারি, ১৯৮৯ খ. ১ জানুয়ারি, ১৯৯০
গ. ১ জানুয়ারি, ১৯৯১ ঘ. ১ জানুয়ারি, ১৯৯২ উ. ঘ
২৫. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে? [প্রাক-প্রাথমিক সহ. শিক্ষক (ভলগা): ১৩]
ক. ১৯৭৩ খ. ১৯৭৪
গ. ১৯৭৫ ঘ. ১৯৭৬ উ. খ
২৬. ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত? [৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১১]
ক. ৬ষ্ঠ-অষ্টম শ্রেণি খ. ৮ম-১০ম শ্রেণি
গ. ৯ম-১০ শ্রেণি ঘ. ৯ম-দ্বাদশ শ্রেণি উ. ঘ
২৭. ১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (গোলাপ): ০৯]
ক. শামসুল হক খ. মুস্তফা চৌধুরী
গ. আজাদ চৌধুরী ঘ. এ এস এইচ কে সাদেক উ. ক
২৮. বাংলাদেশে প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমা-[প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা): ০৩]
ক. ৬ থেকে ১০ বছর খ. ৫ থেকে ১১ বছর
গ. ৬ থেকে ১১ বছর ঘ. ৫ থেকে ১০ বছর উ. ক
৩০. বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কয় বছর মেয়াদি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ৯৮]
ক. ৪ বছর খ. ৫ বছর
গ. ৬ বছর ঘ. ৮ বছর উ. খ
৩১. উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রোগ্রাম কো-
অর্ডিনেটর: ২০২০]
ক. শিক্ষা মন্ত্রণালয় খ. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
গ. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘ. কারিগরি শিক্ষা অধিদপ্তর উ. খ
৩২.উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কোনটি? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রোগ্রাম কোঅর্ডিনেটর: ২০২০]
ক. কঠোর নিয়মকানুন খ. বয়সভিত্তিক
গ. অনমনীয়তা ঘ. নমনীয়তা
৩৩. উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্যদল কারা? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সট্রাক্টর: ১৯]
ক. কম পারদর্শী শিক্ষার্থী খ. ঝড়ে পড়া শিক্ষার্থী
গ. প্রতিবন্ধীতাসম্পন্ন শিক্ষার্থী ঘ. অমনোযোগী শিক্ষার্থী উ. খ
৩৪. বাংলাাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরার সাক্ষরতা আন্দোলনের নাম নিচের কোনটি? [স্বাস্থ্য
অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী: ১০]
ক. সুরভিত খ. বিকশিত
গ. দীপ্যমান ঘ. রোমিও উ. খ
৩৫. শিক্ষার জন্য অর্থ কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে কত টাকা পান? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৭]
ক. ১০০ টাকা খ. ১২৫ টাকা
গ. ১৫০ টাকা ঘ. ২০০ টাকা উ. ক
উপজাতি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
৩৬. বাংলাদেশে কোনটি নিরক্ষরমুক্ত জেলা? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব: ০৫]
ক. ময়মনসিংহ খ. রংপুর
গ. রাজশাহী ঘ. লালমনিরহাট উ.গ, ঘ
৩৭. প্রাথমিক শিক্ষার ‘উপবৃত্তি প্রকল্প’ এর অধীনে শতকরা কত ভাগ ছাত্র/ছাত্রীকে উপবৃত্তি দেয়া হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক: ০৫]
ক. ৩০% খ. ৩৫%
গ. ৪০% ঘ. এর কোনোটিই নয় উ. গ
৩৮. ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচির আওতায় একজন ছাত্র/ছাত্রীর অভিভাবককে মাসে কতটুকু গম দেয়া হয়? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০২]
ক. ১০ কেজি খ. ১৫ কেজি
গ. ২০ কেজি ঘ. ২৫ কেজি উ. খ
৩৯. বাংলাদেশে কখন থেকে খাদ্যের বিনিময়ে প্রাথমিক শিক্ষা কর্মসূচি চালু করা হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০১]
ক. ১৯৯০ সালে খ. ১৯৯১ সালে
গ. ১৯৯২ সালে ঘ. ১৯৯৩ সালে উ. ঘ
৪০. ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচির আওতায় গম সাহায্য পেতে হলে ছাত্র/ছাত্রীদের প্রতি মাসে স্কুল কর্মদিবসের শতকরা কতদিন উপস্থিত থাকবে হয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯৫]
ক. ৭৫ দিন খ. ৮০ জন
গ. ৮৫ দিন ঘ. ৯০ দিন উ. ক
৪১. বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি? [উপজেলা নির্বাচন অফিসার: ০৮]
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ১টি উ. গ
৪২. বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে-[রাবি: ১৭-১৮]
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. বুয়েট বিশ্ববিদ্যালয়
গ. ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয় উ. গ
৪৩. শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? [২৬তম বিসিএস]
ক. বিয়াম খ. নায়েম
গ. টি.টি.সি ঘ. ইউ.জি.সি উ. খ
৪৪. বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সট্রাক্টর: ১৯]
ক. NAEM খ. NAPE
গ. DSHE ঘ. শিক্ষাবোর্ড উ. ক
৪৫. ব্যানবেইস (BANBEIS) কোন কাজ করে? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সট্রাক্টর: ১৯]
ক. মাধ্যমিক শিক্ষকদের এমপিওভুক্ত করে খ. শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে
গ. শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও পরিবীক্ষণ করে ঘ. মাধ্যমিক শিক্ষকদের নিবন্ধন দেয়। উ. খ
৪৬. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা: ০৬]
ক. ঢাকা খ. রাজশাহী
গ. ময়মনসিংহ ঘ. বগুড়া উ. গ
৪৭. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? [৩১তম বিসিএস]
ক. ১৯০৫ সালে খ. ১৯১১ সালে
গ. ১৯৩৫ সালে ঘ. ১৯২১ সালে উ. ঘ
৪৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কী? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ০৯]
ক. খুদা কমিশন খ. নাথান কমিশন
গ. ম্যাকলি কমিশন ঘ. মেটকাফ কমিশন উ. খ
ব্যাখ্যা: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে ২১ জন)।
৪৯. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২০২২]
ক. ভিটামিন-এ খ. ভিটামিন-সি
গ. ভিটামিন-ডি ঘ. ভিটামিন-বি উ. ক
৫০. ভ্যাকসিন দেয়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রস্তুতকতৃ অ্যাপের নাম? [বিসিক এর চীফ অডিটর: ২১]
ক. ভ্যাকসিন খ. সেবা
গ. সুরক্ষা ঘ. মায়া উ. গ
৫১. বাংলাদেশে বাংলাদেশের কোন তারিখ হতে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি চালু হয়? [বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপ-সহকারী পরিচালক: ২০২১]
ক. ৭ জানুয়ারি, ২০২১ খ. জানুয়ারি ১৭, ২০২১
গ. জানুয়ারি ২৭, ২০২১ ঘ. জানুয়ারি ২৯, ২০২১ উ. গ
জাতি ও গোষ্ঠী সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
৫২. বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে? [প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র ইন্সট্রাক্টর: ২০২১]
ক. অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা-কোভিশিল্ড খ. সিনোভ্যাক্সের করোনাভ্যাক
গ. ফাইজারের বায়োএনটেক ঘ. জনসন এন্ড জনসন-জনসেন উ. ক
৫৩.আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কোন সালে? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর সিনিয়র অফিসার: ২০২১]
ক. ১৯৭৬ খ. ১৯৭৭
গ. ১৯৭৮ ঘ. ১৯৭৯ উ.
ঘড়ঃব: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।
৫৪. বাংলাদেশের সর্বপ্রথম ঈড়ারফ-১৯ রোগী শনাক্ত হয়-[বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালন: ২০২১]
ক. ৮ মার্চ, ২০২০ খ. ১২ মার্চ, ২০২০
গ. ৭ মার্চ, ২০২০ ঘ. ১০ মার্চ, ২০২০ উ. ক
সর্বশেষ কথা: প্রিয় পাঠাক বৃন্দু mitipsbd.com আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ আদম শুমারি, জাতী, গোষ্ঠী ও উপজাতি নিয়ে কিছু গরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্ন ও উত্তর দিয়েছি।
আশা করি উপরে উল্লেখিত সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো আমাদের যে কোন পরীক্ষার জন্য কাজে আসবে।
নিয়মীত নিত্য নতুন তথ্য পেতে সব সময় mitipsbd.com এর সাথে থাকুন। ধন্যবাদ…….