বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

বাংলাদেশ বিষায়াবলী: বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

 আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছে, এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।

বাংলাদেশের বর্তমানে সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতি। এই পদ্ধতিতে প্রধান মন্ত্রীর হাতে ক্ষমতা থাকে।

নিচে বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর দেওয়া হলো-

সাধারন জ্ঞান প্রশ্ন বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে

১. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন? [৪৩তম বিসিএস] 

 ক. আইনমন্ত্রী খ. আইন সচিব গ. অ্যাটর্নি জেনারেল ঘ. প্রধান বিচারপতি 

২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূন্যতম বয়স-[৩৮তম বিসিএস] উ. গ 

 ক. ৩০ বছর খ. ৩৫ বছর গ. ৪০ বছর ঘ. ৪৫ বছর 

৩. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? [২৯তম বিসিএস] 

 ক. সৈয়দ নজরুল ইসলাম খ.তাজউদ্দিন আহমেদ উ. খ 

 গ. শেখ মুজিবুর রহমান ঘ.ক্যাপ্টেন মনসুর আলী উ. গ 

বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? [বেসামরিক বিমান চলাচল কর্তৃ. এরো. কর্মকর্তা: ২০২১] 

ক. প্রধান বিচারপতি খ. স্পিকার গ. প্রধানমন্ত্রী ঘ. আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি উ. খ

৫. সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? [নির্বাচন কমিশন সচিবালয়ের স্টোর কিপার: ১৯] 

ক. স্পিকার খ. প্রধান বিচারপতি গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি উ. ঘ 

৬. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী? [স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর: ১৮] 

 ক. গণভবন খ. রাষ্ট্রপতি ভবন গ. বঙ্গভবন ঘ. ইডেন ভবন 

৭. বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কী? [জাতীয় বিশ^বিদ্যালয়: ১০-১১] 

 ক. প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গ. প্রেসিডেন্টস গার্ড ব্যাটালিয়ন উ. গ 

 ঘ. প্রেসিডেন্ট গার্ড ফোর্স ঘ. প্রেসিডেন্টস সিকিউরিটি ফোর্স 

৯. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট? [৩৬তম বিসিএস] উ. ক 

 ক. এক কক্ষ খ. দুই বা দ্বিকক্ষ গ. তিন কক্ষ ঘ. বহুকক্ষ বিশিষ্ট 

১০. জাতীয় সংসদ ভবনের স্থপিত কে? [২১তম বিসিএস] উ. ক 

 খ. লুই কান খ. মাজহারুল হক গ. এফ রহমান খান ঘ. এফ আর খান উ. ক 

১১. কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার: ১০] 

 ক. পন্ডিত জওহরলাল নেহেরু খ. মার্শাল জোসেফ টিটো 

 গ. লালবাহাদুর শাস্ত্রী ঘ. রিচার্ড নিক্সন উ. খ 

১২. জাতীয় সংসদের ১ নং আসনটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? [রাজশাহী বিশ^বিদ্যালয়: ১৮-১৯] 

ক. কক্সবাজার খ. পঞ্চগড় গ. বরগুনা ঘ. চাঁপাইনবাবগঞ্জ উ. খ 

১৩. জাতীয় সংসদের কাউন্টিং ভোট কী? [৩৭তম বিসিএস] 

ক. সংসদ নেতার ভোট খ. হুইপের ভোট গ. স্পিকারের ভোট ঘ. রাষ্ট্রপতির ভোট উ. গ 

১৪. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? [২৫তম, ২১তম বিসিএস] 

ক. ৫৭ জন খ. ৬০ জন গ. ৬২ জন ঘ. ৬৫ জন উ. খ 

১৫. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহŸান করেন? [২৪তম বিসিএস] 

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি উ. খ 

১৬. বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? [ওঈই, ঈধংযরবৎ’১৮] 

ক. এ্যাডভোকেট সাহারা খাতুন খ. শিরীন শারমিন চৌধুরী 

 গ. ডা: দীপু মনি ঘ. বেগম রওশন এরশাদ উ. খ 

১৭. সর্বোচ্চ কতটি কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যায়? [উপজেলা নির্বাচন অফিসার: ২০০৮] 

ক. ৭০ দিন খ. ৭৫ দিন গ. ৮০ দিন ঘ. ৯০ দিন উ. ঘ 

১৮. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন? [ঢাকা বিশ^বিদ্যালয়: ১৮-১৯] 

ক. শামসুল হুদা চৌধুরী খ. আব্দুল মালেক উকিল গ. মোহাম্মদ উল্লাহ ঘ. শাহ আব্দুল হামিদ উ. গ 

নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।

Google News Follow

১৯. বাংলাদেশের জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিন বিরতি থাকে? [জাবি খ ইউনিট ২০১৭-১৮] 

ক. ত্রিশদিন খ. ষাটদিন গ. নব্বইদিন ঘ. একশদিন উ. খ 

২০. বাংলাদেশ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ হয়-[৩০তম বিসিএস] 

ক. ১৬ ফেব্রæয়ারি, ২০০৮ খ. ১ নভেম্বর,২০০৭ 

 গ. ১৬ মার্চ,২০০৭ ঘ. ১৬ এপ্রিল, ২০০৮ উ. খ 

২১. বাল্যবিবাহ প্রতিরোদে হেল্পলাইন হলো- [কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ:২০২১] 

ক. ১০৯ খ. ১০৩ গ. ৯৯৯ ঘ. ৩৩৩ উ. ঘ 

২২. বাংলাদেশ সিভিল সার্ভিসের (ইঈঝ) ক্যাডার কতটি? [৩৭তম/২৩তম বিসিএস/২১তম বিসিএস] 

ক. ২৬ টি খ. ২৭ টি গ. ২৮ টি ঘ. ৩১ টি উ. ক 

২৩. সংগ্রাম ও প্রত্যাশা কী? [ষোড়শ বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৯] 

ক. ধানের প্রজাতি খ. পাখির প্রজাতি 

 গ. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ ঘ. বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধজাহাজ উ. গ 

২৪. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৮] 

ক. দুর্জয় ও বিজয় খ. দুর্গম ও প্রত্যয় 

 গ. ওসমান ও মধুমতি ঘ. নবযাত্রা ও জয়যাত্রা উ. ঘ 

২৫. বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? [মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৯] 

ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. যশোর ঘ. খুলনা উ. ক 

২৬. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? [প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসার: ০৪] 

ক. পতেঙ্গা খ. মংলা গ. কক্সবাজার ঘ. কুয়াকাটা উ. ক 

২৭. বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? [ঢাকা বিশ^বিদ্যালয় (ঘ ইউনিট): ২০১৯-২০] 

 ক. পটুয়াখালী খ. বরিশাল 

 গ. নোয়াখালী ঘ. কক্সবাজার উ. ঘ 

২৮. বাংলাদেশের প্রথম নারী পাইলট কে? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর উপ. সহ. প্রকৌশলী: ২১] 

 ক. তাহমিনা হক ডলি খ. নাজমুন আরা সুলতানা 

 গ. বনানী চৌধুরী ঘ. কানিজ ফাতেমা রোকসানা 

২৯. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ¦লে তা হলো- [১২তম বিসিএস] 

 ক. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ উ. ঘ 

 গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ 

৩০. বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? [বাংলাদেশ জুটমিল অফিসার: ১৭] 

 ক. ঢাকা জেলার সাভারে খ. চট্টগ্রামের ভাটিয়ারিতে 

 গ. কুমিল্লার ময়নামতিতে ঘ. রাজশাহীর সারদায় উ. গ 

বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ সরকার ব্যবস্থা ২০২৪

৩১. বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী? [রাবি: ১১-১২] 

 ক. বি.ডি.আর খ. বি.এস.এফ উ. ঘ 

 গ. বিজিবি ঘ. বাংলাদেশ রাইফেলস্ 

৩২. কখন বাংলাদেশের ঘৃণ্যতম বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়? [জগন্নাথ বিশ^বিদ্যালয়: ০৯-১০] 

 ক. ২৩-২৪ জানুয়ারি, ২০০৯ খ. ২৩-২৪ ফেব্রæয়ারি, ২০০৯ উ. গ 

 গ. ২৫-২৬ ফেব্রæয়ারি, ২০০৯ ঘ. ২৫-২৬ মার্চ, ২০০৯ 

৩৩. কোনটি স্থানীয় সরকার নয়? [৩৮তম বিসিএস] 

 ক. পৌরসভা খ. পল্লী বিদ্যুৎ উ. গ 

 গ. সিটি কর্পোরেশন ঘ. উপজেলা পরিষদ উ. খ 

৩৪. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? [২৫তম/১৮তম বিসিএস] 

ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬ উ. ক 

৩৫. বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস করা হয়েছিল? [১৬তম বিসিএস] 

ক. ১৯৯২ সালে খ. ১৯৯৩ সালে 

 গ. ১৯৯১ সালে ঘ. ১৯৯০ সালে উ.ক 

৩৬. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কী? [প্রাণি সম্পদ অধিদপ্তরের পোল্ট্রি 

টেকনেশিয়ান: ২০২০] 

ক. আনিসুল হক খ. মোহাম্মদ হানিফ 

 গ. সাঈদ খোকন ঘ. সাদেক হোসেন খোকা উ. খ 

৩৭. ‘ঢাকা পৌরসভা’র প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? [দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক: ২০] 

 ক. ১৮০৮ সালে খ. ১৮৬৪ সালে 

 গ. ১৮৮৪ সালে ঘ. ১৯৯০ সালে উ. গ 

৩৮. বাংলাদেশ স্থানীয় প্রশাসন কাঠামো সর্বনি¤œ স্তর কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯] 

ক. জেলা খ. উপজেলা 

 গ. থানা ঘ. ইউনিয়ন উ. খ 

৩৯. বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনি¤œ স্তর কোনটি? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিটের: ১৮] 

ক. থানা খ. উপজেলা 

 গ. গ্রাম সরকার ঘ. ইউনিয়ন পরিষদ উ. ঘ 

শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com সব সময় আপনাদের  নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে। উপরে উল্লেখিত বাংলাদেশ সরকার ব্যবস্থা সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

 তাতে যদি কোন প্রকার ভূল ত্রুটি হয় তা হলে  আমাদের সাপোর্ট এ মেসেজ এর মাধ্যমে জানবেন। যত দ্রুত সম্ভব আমরা তার সমাধান দিবো।

 

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.