আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছে, এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।
বাংলাদেশের বর্তমানে সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতি। এই পদ্ধতিতে প্রধান মন্ত্রীর হাতে ক্ষমতা থাকে।
নিচে বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর দেওয়া হলো-
সাধারন জ্ঞান প্রশ্ন বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে
১. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন? [৪৩তম বিসিএস]
ক. আইনমন্ত্রী খ. আইন সচিব গ. অ্যাটর্নি জেনারেল ঘ. প্রধান বিচারপতি
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূন্যতম বয়স-[৩৮তম বিসিএস] উ. গ
ক. ৩০ বছর খ. ৩৫ বছর গ. ৪০ বছর ঘ. ৪৫ বছর
৩. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? [২৯তম বিসিএস]
ক. সৈয়দ নজরুল ইসলাম খ.তাজউদ্দিন আহমেদ উ. খ
গ. শেখ মুজিবুর রহমান ঘ.ক্যাপ্টেন মনসুর আলী উ. গ
৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? [বেসামরিক বিমান চলাচল কর্তৃ. এরো. কর্মকর্তা: ২০২১]
ক. প্রধান বিচারপতি খ. স্পিকার গ. প্রধানমন্ত্রী ঘ. আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি উ. খ
৫. সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? [নির্বাচন কমিশন সচিবালয়ের স্টোর কিপার: ১৯]
ক. স্পিকার খ. প্রধান বিচারপতি গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি উ. ঘ
৬. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী? [স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর: ১৮]
ক. গণভবন খ. রাষ্ট্রপতি ভবন গ. বঙ্গভবন ঘ. ইডেন ভবন
৭. বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কী? [জাতীয় বিশ^বিদ্যালয়: ১০-১১]
ক. প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গ. প্রেসিডেন্টস গার্ড ব্যাটালিয়ন উ. গ
ঘ. প্রেসিডেন্ট গার্ড ফোর্স ঘ. প্রেসিডেন্টস সিকিউরিটি ফোর্স
৯. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট? [৩৬তম বিসিএস] উ. ক
ক. এক কক্ষ খ. দুই বা দ্বিকক্ষ গ. তিন কক্ষ ঘ. বহুকক্ষ বিশিষ্ট
১০. জাতীয় সংসদ ভবনের স্থপিত কে? [২১তম বিসিএস] উ. ক
খ. লুই কান খ. মাজহারুল হক গ. এফ রহমান খান ঘ. এফ আর খান উ. ক
১১. কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার: ১০]
ক. পন্ডিত জওহরলাল নেহেরু খ. মার্শাল জোসেফ টিটো
গ. লালবাহাদুর শাস্ত্রী ঘ. রিচার্ড নিক্সন উ. খ
১২. জাতীয় সংসদের ১ নং আসনটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? [রাজশাহী বিশ^বিদ্যালয়: ১৮-১৯]
ক. কক্সবাজার খ. পঞ্চগড় গ. বরগুনা ঘ. চাঁপাইনবাবগঞ্জ উ. খ
১৩. জাতীয় সংসদের কাউন্টিং ভোট কী? [৩৭তম বিসিএস]
ক. সংসদ নেতার ভোট খ. হুইপের ভোট গ. স্পিকারের ভোট ঘ. রাষ্ট্রপতির ভোট উ. গ
১৪. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? [২৫তম, ২১তম বিসিএস]
ক. ৫৭ জন খ. ৬০ জন গ. ৬২ জন ঘ. ৬৫ জন উ. খ
১৫. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহŸান করেন? [২৪তম বিসিএস]
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি উ. খ
১৬. বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? [ওঈই, ঈধংযরবৎ’১৮]
ক. এ্যাডভোকেট সাহারা খাতুন খ. শিরীন শারমিন চৌধুরী
গ. ডা: দীপু মনি ঘ. বেগম রওশন এরশাদ উ. খ
১৭. সর্বোচ্চ কতটি কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যায়? [উপজেলা নির্বাচন অফিসার: ২০০৮]
ক. ৭০ দিন খ. ৭৫ দিন গ. ৮০ দিন ঘ. ৯০ দিন উ. ঘ
১৮. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন? [ঢাকা বিশ^বিদ্যালয়: ১৮-১৯]
ক. শামসুল হুদা চৌধুরী খ. আব্দুল মালেক উকিল গ. মোহাম্মদ উল্লাহ ঘ. শাহ আব্দুল হামিদ উ. গ
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
১৯. বাংলাদেশের জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিন বিরতি থাকে? [জাবি খ ইউনিট ২০১৭-১৮]
ক. ত্রিশদিন খ. ষাটদিন গ. নব্বইদিন ঘ. একশদিন উ. খ
২০. বাংলাদেশ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ হয়-[৩০তম বিসিএস]
ক. ১৬ ফেব্রæয়ারি, ২০০৮ খ. ১ নভেম্বর,২০০৭
গ. ১৬ মার্চ,২০০৭ ঘ. ১৬ এপ্রিল, ২০০৮ উ. খ
২১. বাল্যবিবাহ প্রতিরোদে হেল্পলাইন হলো- [কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ:২০২১]
ক. ১০৯ খ. ১০৩ গ. ৯৯৯ ঘ. ৩৩৩ উ. ঘ
২২. বাংলাদেশ সিভিল সার্ভিসের (ইঈঝ) ক্যাডার কতটি? [৩৭তম/২৩তম বিসিএস/২১তম বিসিএস]
ক. ২৬ টি খ. ২৭ টি গ. ২৮ টি ঘ. ৩১ টি উ. ক
২৩. সংগ্রাম ও প্রত্যাশা কী? [ষোড়শ বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৯]
ক. ধানের প্রজাতি খ. পাখির প্রজাতি
গ. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ ঘ. বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধজাহাজ উ. গ
২৪. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৮]
ক. দুর্জয় ও বিজয় খ. দুর্গম ও প্রত্যয়
গ. ওসমান ও মধুমতি ঘ. নবযাত্রা ও জয়যাত্রা উ. ঘ
২৫. বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? [মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৯]
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. যশোর ঘ. খুলনা উ. ক
২৬. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? [প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসার: ০৪]
ক. পতেঙ্গা খ. মংলা গ. কক্সবাজার ঘ. কুয়াকাটা উ. ক
২৭. বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? [ঢাকা বিশ^বিদ্যালয় (ঘ ইউনিট): ২০১৯-২০]
ক. পটুয়াখালী খ. বরিশাল
গ. নোয়াখালী ঘ. কক্সবাজার উ. ঘ
২৮. বাংলাদেশের প্রথম নারী পাইলট কে? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর উপ. সহ. প্রকৌশলী: ২১]
ক. তাহমিনা হক ডলি খ. নাজমুন আরা সুলতানা
গ. বনানী চৌধুরী ঘ. কানিজ ফাতেমা রোকসানা
২৯. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ¦লে তা হলো- [১২তম বিসিএস]
ক. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ উ. ঘ
গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
৩০. বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? [বাংলাদেশ জুটমিল অফিসার: ১৭]
ক. ঢাকা জেলার সাভারে খ. চট্টগ্রামের ভাটিয়ারিতে
গ. কুমিল্লার ময়নামতিতে ঘ. রাজশাহীর সারদায় উ. গ
বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ সরকার ব্যবস্থা ২০২৪
৩১. বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী? [রাবি: ১১-১২]
ক. বি.ডি.আর খ. বি.এস.এফ উ. ঘ
গ. বিজিবি ঘ. বাংলাদেশ রাইফেলস্
৩২. কখন বাংলাদেশের ঘৃণ্যতম বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়? [জগন্নাথ বিশ^বিদ্যালয়: ০৯-১০]
ক. ২৩-২৪ জানুয়ারি, ২০০৯ খ. ২৩-২৪ ফেব্রæয়ারি, ২০০৯ উ. গ
গ. ২৫-২৬ ফেব্রæয়ারি, ২০০৯ ঘ. ২৫-২৬ মার্চ, ২০০৯
৩৩. কোনটি স্থানীয় সরকার নয়? [৩৮তম বিসিএস]
ক. পৌরসভা খ. পল্লী বিদ্যুৎ উ. গ
গ. সিটি কর্পোরেশন ঘ. উপজেলা পরিষদ উ. খ
৩৪. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? [২৫তম/১৮তম বিসিএস]
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬ উ. ক
৩৫. বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস করা হয়েছিল? [১৬তম বিসিএস]
ক. ১৯৯২ সালে খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯১ সালে ঘ. ১৯৯০ সালে উ.ক
৩৬. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কী? [প্রাণি সম্পদ অধিদপ্তরের পোল্ট্রি
টেকনেশিয়ান: ২০২০]
ক. আনিসুল হক খ. মোহাম্মদ হানিফ
গ. সাঈদ খোকন ঘ. সাদেক হোসেন খোকা উ. খ
৩৭. ‘ঢাকা পৌরসভা’র প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? [দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক: ২০]
ক. ১৮০৮ সালে খ. ১৮৬৪ সালে
গ. ১৮৮৪ সালে ঘ. ১৯৯০ সালে উ. গ
৩৮. বাংলাদেশ স্থানীয় প্রশাসন কাঠামো সর্বনি¤œ স্তর কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. জেলা খ. উপজেলা
গ. থানা ঘ. ইউনিয়ন উ. খ
৩৯. বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনি¤œ স্তর কোনটি? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিটের: ১৮]
ক. থানা খ. উপজেলা
গ. গ্রাম সরকার ঘ. ইউনিয়ন পরিষদ উ. ঘ
শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com সব সময় আপনাদের নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে। উপরে উল্লেখিত বাংলাদেশ সরকার ব্যবস্থা সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
তাতে যদি কোন প্রকার ভূল ত্রুটি হয় তা হলে আমাদের সাপোর্ট এ মেসেজ এর মাধ্যমে জানবেন। যত দ্রুত সম্ভব আমরা তার সমাধান দিবো।