আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর বাংলাদেশ সংবিধান নিয়ে আলোচনা
করবো।সংবিধান প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটি হলো লিখিত সংবিধান আরেকটি হলো অলিখিত সংবিধান।
লিখিত সংবিধান: একটি দেশ পরিচালানার জন্য যে নতী নৈতিকতা গুলো একটি দলিলে লিপিবদ্ধ করা হয়। সেই দলিল বা নতী গুলো কে লিখিতি সংবিধান বলে।
অলিখিত সংবিধান: একটি দেশ পরিচালনার করার জন্য কোন নতীপত্র বা দলিল লিখিত থাকে না থাকে বলে অলিখিত সংবিধান।
বাংলাদেশ সংবিধান হলো লিখিত সংবিধান। আজ আমার বাংলাদেশ সংবিধান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করবো।
আমাদের বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায় বাংলাদেশ সংবিধান থেকে সাবাধারণ জ্ঞান প্রশ্ন আশে এই সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে আমাদের জানা থাকলে আমাদের কোন পরীক্ষা আসলে আমাদের কোন সমস্যা হবে না।
নিচে বাংলাদেশ সংবিধান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নে একটি সুপিার সাজেশন মূলক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো-
সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তার এর সামাধান বাংলাদেশ সংবিধান সম্পর্কে
৩৫. বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? [৩৯তম বিসিএস/১৮তম বিসিএস]
ক. ৩০ খ. ২০
গ. ২৫ ঘ. ৩৫ উ. গ
৩৬. আইন প্রণয়নের ক্ষমতা-[৩৮তম বিসিএস]
ক. আইন মন্ত্রণালয়ের খ. রাষ্ট্রপতির
গ. স্পীকারের ঘ. জাতীয় সংসদের উ. ঘ
৩৭. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? [৩৬তম বিসিএস]
ক. এক কক্ষ খ. দুই বা দ্বিকক্ষ
গ. তিন কক্ষ ঘ. বহুকক্ষ বিশিষ্ট উ. ক
৩৮. বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? [২৫তম/২১তম বিসিএস]
ক. ৫৭ খ. ৬০
গ. ৬২ ঘ. ৬৫ উ. খ
৩৯. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশ আহŸান করেন কে? [বাতিলকৃত ২৪তম বিসিএস]
ক. রাষ্ট্রপতি খ. স্পীকার
গ. প্রধানমন্ত্রী ঘ. সংসদ সদস্য উ. ক
৪০. বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? [২০তম/১৫তম বিসিএস]
ক. ২৫ খ. ৩০
গ. ৪৫ ঘ. ৫০ উ. ঘ
৪১. কোনো ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার নূন্যতম বয়স-[মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. ২৫ বছর খ. ১৮ বছর
গ. ৩০ বছর ঘ. ২০ বছর উ. ক
৪২. বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯]
ক. ৩০০০ খ. ৩১০
গ. ৩৪৫ ঘ. ৩৫০ উ. ঘ
৪৩. সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১২]
ক. ৯০ দিন খ. ৬০ দিন
গ. ৭০ দিন ঘ. ৮০ দিন উ. খ
৪৪. সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহŸান করতে হয়? [প্রাথমিক বিদ্যালয় সহ. শিক্ষক: ০৭]
ক. ১৫ দিন খ. ৩০ দিন
গ. ৬০ দিন ঘ. ৯০ দিন উ. খ
সংবিধান অনুচ্ছেদ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
৪৫. সংবিধানের কত অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ নিয়োগের বিধান আছে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৬]
ক. ৪১ নং অনুচ্ছেদে খ. ৫১ নং অনুচ্ছেদে
গ. ৬৬ নং অনুচ্ছেদে ঘ. ৭৭ নং অনুচ্ছেদে উ. ঘ
৪৬. বাংলাদেশের আইনসভার নাম কী? [৯ম বিজেএস: ১৪/ থানা শিক্ষা অফিসার: ১০]
ক. জাতীয় পরিষদ খ. পার্লামেন্ট
গ. জাতীয় সংসদ ঘ. গণপরিষদ উ. গ
৪৭. ‘ফ্লোর ক্রসিং’ সম্পর্কে বলা আছে সংবিধানের কততম অনুচ্ছেদে? [জাতীয় কবি কাজী নজরুল বিশ^বিদ্যালয়: ১৮-১৯]
ক. ২৯ খ. ৭৭
গ. ৭০ ঘ. ৩৯ উ. গ
৪৮. বাংলাদেশ জাতীয় সংসদের ইংরেজী নাম-[ইবি: ১৩-১৪]
ক. Parliament of Bangladesh খ. National Parliament
গ. House of the Nation ঘ. None Of these উ. গ
৪৯.বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? [৩৫তম বিসিএস]
ক. ১১০ খ. ১১৫
গ. ১১৭ ঘ. ১২০ উ. গ
৫০. সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাবরক্ষক: ১১]
ক. ১০১ খ. ১০০
গ. ১০২ ঘ. ১০৩ উ. গ
৫১. কোর্ট অব রেকর্ড বলা হয় কোন কোর্টকে? [কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ১৯/ রাজশাহী বিশ্ববিদ্যালয়: ০৬]
ক. সুপ্রীম কোর্ট খ. ম্যাজিস্ট্রেট কোর্ট
গ. জজ কোর্ট ঘ. হাইকোর্ট উ. ক
৫২. সাংবিধানিকভাবে আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? [ইসলামী বিশ^বিদ্যালয়: ১৩-১৪]
ক. জাতীয় সংসদ খ. সুপ্রীম কোর্ট
গ. আইন মন্ত্রণালয় ঘ. আইন কমিশন উ. খ
৫৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল- [৩৮তম, ২৫তম বিসিএস]
ক. ৩ বছর খ. ৪ বছর
গ. ৫ বছর ঘ. ৬ বছর উ. গ
৫৪. বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? [২০তম/১৯তম বিসিএস]
ক. ১৬ বৎসর খ. ১৮ বৎসর
গ. ২০ বৎসর ঘ. ২১ বৎসর উ. খ
৫৫. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন? [রাজশাহী বিশ্ববিদ্যালয়: ০৮-০৯]
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. পররাষ্ট্রমন্ত্রী ঘ. প্রধান বিচারপতি উ. ক
৫৬. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? [৪২তম বিসিএস]
ক. ১৩৬ খ. ১৩৭
গ. ১৩৮ ঘ. ১৪০ উ. খ
৫৭.বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? [৪০তম বিসিএস/৩৭তম বিসিএস]
ক. ১৩৬ খ. ১৩৭
গ. ১৩৮ ঘ. ১৪০(২) উ. খ
৫৮. বাংলাদেশের সংবিধান ক’টি ভাষায় রচিত? [ষোড়শ বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৯]
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ.চারটি উ. খ
৫৯. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? [৪০তম বিসিএস]
ক. চতুর্থ তফসিল খ. পঞ্চম তফসিল
গ. ষষ্ঠ তফসিল ঘ. সপ্তম তফসিল উ. খ
৬০. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? [৪০তম বিসিএস]
ক. চতুর্থ খ. পঞ্চম
গ. ষষ্ঠ ঘ. সপ্তম উ. ঘ
৬১. সংবিধানের কোন সংশোধনকে First distortion of Consitution বলে আখ্যায়িত করা হয়?
[৪০তম বিসিএস]
ক. ৫ম সংশোধনী খ . ৪র্থ সংশোধনী
গ. ৩য় সংশোধনী ঘ. ২য় সংশোধনী উ. ক
৬২. তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? [৩৮তম বিসিএস]
ক. ১৪তম খ. ১৫তম
গ. ১৬তম ঘ. ১৭তম উ. খ
৬৩. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? [৩৩তম বিসিএস]
ক. ১৪ খ. ১৫
গ. ১৬ ঘ. ১৭ উ. ঘ
৬৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে? [১৪তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা. ২১]
ক. সপ্তম খ. ষষ্ঠ
গ. পঞ্চম ঘ. চতুর্থ উ. খ
৬৫. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক: ১৫]
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে উ. খ
৬৬. বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? [টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১৩]
ক. ৭ম খ. ৮ম
গ. ৯ম ঘ. ১০ম উ. খ
৬৭. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০-এ উন্নীত করা হয়? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার: ১০]
ক. একাদশ খ. পঞ্চদশ
গ. ত্রয়োদশ ঘ. চতুর্দশ উ. খ
৬৮. তত্ত¡াবধায়ক সরকারের আইন জাতীয় সংসদে কোন সালে বাতিল করা হয়? [কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ১৯]
ক. ২০১০ খ. ২০১১
গ. ২০১২ ঘ. ২০১৩ উ. খ
৬৯. বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ১৯৭২ সালের রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পুনঃ প্রবর্তন করা হয়েছে? [ইসলামী বিশ^বিদ্যালয়: ১৫-১৬]
ক. পঞ্চম খ. এয়োদশ
গ. চতুর্দশ ঘ. পঞ্চদশ উ. ঘ
শেষ কথা: প্রিয় পাঠক বৃন্দু mitipsbd.com নিয়মীত আপনাদের ভালো এবং নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি।
উপরে উল্লেখিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্তা প্রশ্নোত্তর বাংলাদেশ সংবিধান সম্পর্কিত উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। যদি আমাদের কোন প্রকারে ভূল ত্রুটি হয়।
তা হলে আমাদের সাপোর্ট বক্সে মেসেজ দিয়ে জানাবেন। এবং আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করবো।