বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান / বিসিএস প্রশ্ন ব্যাংক

১৯৭২ সালে ত্রিশ লক্ষ্য শহীদের বিনিময় আমার একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আসসালামু আলাইকুম, 

আশা করি সকলে ভালো আছেন আমি ও ভালো আছি, আজ একটি গুরুত্বপূর্ণ ব্লগ পোস্ট লিখতে যাচ্ছি। এই পোস্ট পড়ারর মাধ্যমে আপনি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বালী // সাধারণ জ্ঞান সুপার সাজেশন // সাধারণ জ্ঞান ভাষা আন্দোলন সম্পর্কে // General Knowledge Language Movement  সম্পর্কে জানতে পারবেন। 

সাধারণ জ্ঞান ভাষা আন্দোলন সম্পর্কে

সাধারণ জ্ঞান ভাষা আন্দোলন সম্পর্কে- বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলা সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষার জন্য পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলা ভাষাকে ঘিরে সৃষ্টি এ আন্দোলনের মাধ্যমে বাংলাকে পাকিস্তানের অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত নেয়। 

এই আন্দোলন দমনের লক্ষ্যে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ সহ সকল কর্যক্রম বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (বাংলা ৮ই ফাল্গুন ১৩৫৮) এ  আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শরু করেন। 

সে মিছিলে পুলিশ ১৪৪ ধারা অবমাননায় অজুহাত দেখিয়ে আন্দোলন কারীদের উপরে গুলিবর্ষণ করে। এখান থেকে ভাষা আন্দোলনের সূচনা ঘটে।  ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করার আমাদের জন্য জরুরী।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বালী

সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়বালী: ১৯৫২ সালে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেওয়ার লক্ষে এবং নেয্য অধিকার আদায়ের জন্য তদকালীন পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) যুদ্ধের রণক্ষেত্র সৃষ্ট্রি হয়।

 এই যুদ্ধে বাংলাদেশ ৩০ লক্ষ্যের বেশ মানুষ শহীদ হন। এবং এই যুদ্ধে তদকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) জয় লাভ করে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়। এই অর্জিত ভাষা আন্দোল সম্পর্কে জানা আমদের অত্যন্ত প্রয়োজন।

সাধারণ জ্ঞান সুপার সাজেশন

সাধারণ জ্ঞান সুপার সাজেশন- ১৯৫২ সালের বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান সুপার সাজেশন। এই সুপার সাজেশনটি বাংলাদেশে বিভিন্ন চাকরির পরীক্ষা বীগত সালে আশা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে নিয়ে সাজানো হয়েছে। 

আমাদের তৈরি কৃত সাধারণ জ্ঞান সুপার সাজেশন আপনি নিয়মিত পড়লে ইনশাআল্লাহ আপনি সাধারণ জ্ঞান এ ভালো সম্পর্ক করতে পারবেন। নিচে ভাষা আন্দোল সম্পর্কে সুপার সাজেশন মূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

সাধারণ জ্ঞান সুপার সাজেশন // সাধারণ জ্ঞান ভাষা আন্দোলন সম্পর্কে

বাংলাদেশ ভাষা আন্দোল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন

বাংলার অর্জিত ভাষা আন্দোল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে। 

প্রশ্ন উত্তর বুঝার জন্য  সঠিক উত্তরটি লাল  রং দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে।

সর্বৃদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়-

ক. ১৯৪৮ সালে খ. ১৯৫০ সালে

গ. ১৯৫২ সালে ঘ. ১৯৫৪ সালে

আরো পড়ুন: সাধারণ জ্ঞান আধুনিক যুগ

‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ‘ প্রতিষ্ঠার সময় সাধারণ সম্পাদক ছিলেন-

ক. শেখ মুজিবুর রহমান খ. শামছুল হক

গ. আতাউর রহমান খান ঘ. আবুল হাশিম

১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এর সময় ‘ভাষা দিবস‘ হিসেবে যে দিনটি পালন করা হয়েছে?

ক. ২৫ জানুয়ারি খ. ১১ ফেব্রুয়ারি

গ. ১১ মার্চ ঘ. ২৫ এপ্রিল

রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে?

ক. তমদ্দুন মজলিস গ. ভাষা পরিষদ 

গ. মাতৃভাষা পরিষদ ঘ. আমরা বাঙ্গালি

সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

ক. ৩১ জানুয়ারি ১৯৫২ খ. ২ ফেব্রুয়ারি, ১৯৫২

গ. ১৮ ফেব্রুয়ারি, ১৯৫২ ঘ. ২০ জানুয়ারি, ১৯৫২

জমিদারি প্রথম বাংলাদেশ হতে কোন সালে উচ্ছেদ হয়?

ক. ১৯৪৭ খ. ১৯৫৩

গ. ১৯৪৮ ঘ. ১৯৫৬ উ.

ব্যাখ্যা: ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের মাধ্যমে বাংলাদেশ হতে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়।

পাকিস্তান পনপরিষদের বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে প্রথম উত্থাপন করেছিলেন?

ক. শেরে বাংলা এ. কে. ফজলুল হক খ. হোসেন শহিদ সোহরাওয়ার্দী

গ. শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

নিত্য নতুন আপডেট পেতে Google News Follow করে সাথে থাকুন

সাধারণ জ্ঞান // Mi Tips Bd // Google News

আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়-

ক. ১৯৫২ খ. ১৯৫১

গ. ১৯৪৯ ঘ. ১৯৫০

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন?

ক. শেখ মজিবুর রহমান খ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

গ. শামসুল হক ঘ. আবুল হাশিম

আরো পড়ুন: সাধারণ জ্ঞান মধ্যযুগ

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার করার দাবিতে প্রথম ধর্মঘট হয়?

ক. ৭ মার্চ, ১৯৫৭ খ. ১১ মার্চ, ১৯৪৭

গ. ১১ মার্চ, ১৯৪৮ ঘ. ১৭ মার্চ ১৯৪৯

পাকস্তিান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর চিলেন-

ক. খাজা নাজিম উদ্দিন খ. ফ্রেডারিক বোর্ন

গ. নুরুল আমিন ঘ. মালিক ফিরোজ খান নূন

আওয়ামী মুসলিম লগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?

ক. যুগ্ম সম্পাদক খ. সম্পাদক

গ. সহ-সভাপতি গ. কোনটি নায়

পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

ক. ইস্কান্দার মির্জা খ. চৌধুরী খালেকুজ্জামান

গ. সোহরাওয়ার্দী ঘ. এ কে ফজলুল হক উ.

[ ব্যাখ্যা: পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলৈন স্যার ফ্র্যাডরিক চালমার্স বোর্ন ]

তমদ্দন মজলি কোন সনে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৯ খ. ১৯৪৭

গ. ১৯৪৮ ঘ. ১৯৫০

‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালী- এই কথাটি কে বলেছেন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম

গ. ড. মুহাম্মদ শহিদুলল্লাহ ঘ. মাওলানা আকরা খাঁ

ভাষা আন্দোলনের সময় ‘তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়?

ক. অধ্যাপক আবুল কাসেম খ. কামরুদ্দিন আহমদ

গ. আব্দুল মতিন ঘ আব্দুস সালাম

সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয়?

ক. ১৯৪৮ খ. ১৯৫০

গ. ১৯৫২ ঘ. ১৯৫৪

কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?

ক. দ্বি-জাতি                 খ. সামাজিক চেতনা

গ. অসাম্প্রদায়িকতা ঘ. বাঙ্গালী জাতীয়তাবাদ

১৯৫২ সালে তৎকালীন বাষা আনোদলন কিসের জন্ম দিয়েছিল?

ক. এক রাজনৈতিক মতবাদের খ. এক সাংস্কৃতিক আন্দোলনের 

গ. এক নতুন জাতীয় চেনার ঘ. এক নতুন সামাজ ব্যবস্থার

ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধান মন্ত্রী কে ছিলেন?

ক. খাজা নাজিমউদ্দীন খ. নুরুল আমি

গ. লিয়াকত আলী খান ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল?

ক. ৮ ফাল্গুন খ. ৯ মাঘ

গ. ৩১ পৌষ ঘ. ২৯ মাঘ

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল?

ক. ১৩৫৮ ক. ১৩৫৯

গ. ১৩৭০ ঘ. ১৩৭১

কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

ক. হামিদুর রহমনা খ. শামীম সিকদার

গ. আমিনুল ইসলাম ঘ. নিতুন কুন্ডু

বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়?

ক. ১৯৮৬ খ. ১৯৮৭

গ. ১৯৮৮ ঘ. ১৯৮৯ উ. খ

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ঘোষণা করা হয়-

ক. ১৯৯৭ খ. ১৯৯৮

গ. ১৯৯৯ ঘ. ২০০০

আরো পড়ুন: সাধারণ জ্ঞান মেগা প্রজেক্ট

বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে-

ক. নেপাল খ. ভুটান

গ. ভারত ঘ. সিয়েরালিওন

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা  করে নিচের কোন সংস্থা?

ক. ইউনিসেফ খ. ডব্লিউএইচও

গ. ইউনেস্কো         ঘ আইএলও

ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়?

ক. ৩১ তম খ. ৩২ তম 

গ. ৩৩ তম ঘ. ৩৪ তম

বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয় কোন দেশে?

ক. অস্ট্রেলিয়া খ. যুক্তরাজ্য

গ. যুক্তরাষ্ট্র         ঘ. চীন

দেশের সর্বোচ্চ (৭১ ফুট) শহিদ মিনার কোনটি?

ক. কেন্দ্রীয় শহিদ মিনার খ. ইসলামী বিশ্ববিদ্যালয় শহিদ মিনার

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহিদ মিনার ঘ. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শহিদ মিনার

সর্বশেষে: প্রিয় পাঠক বৃন্দু বাংলাদেশের ভাষা আন্দোল সম্পর্কে  সাধারণ জ্ঞান   প্রশ্ন ও উত্তর নিয়ে উপরে উল্লেখিত নির্ভূল  সমাধন দেওয়া হয়েছে। সাধারণ জ্ঞান সম্পর্কে  যদি আপনাদের  কোন মতামত  থাকে তা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সামাধান দেওয়ার চেষ্টা করবো ইনশআল্লাহ।  ধন্যবাদ......

ট্যাগ:  ভাষা আন্দোলন mcq test, ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন, ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান পিডিএফ, ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন, ভাষা আন্দোলনের কারণ ও ফলাফল, ভাষা আন্দোলনের ইতিহাস।

আরো পড়ুন: 

সাধারণ জ্ঞান কর্ণফুলি সম্পর্কে

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.