সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আধুনিক সম্পর্কে যুগ (১৭৫৭-বর্তমান)

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আধুনিক সম্পর্কে যুগ- বাংলায় হিন্দু মুসলমান মিলনের জন্য ‘বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি‘ স্বাক্ষরিত হয়- ১৬ ডিসেম্বর, ১৯২৩

আসসালামু আলাইকুম,

আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ের উপর ব্লাগ পোস্টি লেখতে যাচ্ছি। আর্টিকেলটি সাধারণ জ্ঞান সুপার সাজেশন,  সাধারণ জ্ঞান আধুনিক যুগ (১৭৫৭-বর্তমান), সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (General Knowledge) সম্পর্কে লিখবো। 

আধুনিক যুগ কী?

আধুনিক শব্দটি ১৬শ শতাব্দির দিবে উদ্ভাবিত হয় যা বর্তমান সময়কে নির্দেশ করার জন্য ব্যবহার কার হয়।  আধুনিক যুগ বলতে বিশ্ব ইতিহাস ও রচনা পদ্ধতি অনুসৃত সময়সীমা ইউরোপের ইতিহাসের মধ্যযুগের পরবর্তী সময়কে বোঝা। 

আধুনিক যুগ সম্পর্কে জ্ঞান অর্জন করার আমাদের জন্য অত্যান্ত প্রয়োজন, যা আমাদের ভবিষ্যত জীবন কে উৎজীবিত করবে। আধুনিক যুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো-

সাধারণ জ্ঞান সুপার সাজেশন

সাধারণ জ্ঞান সুপার সাজেশন:- প্রথমে আমাদের কে জানতে হবে সুপার সাজেশন মানি কী বুঝায়। সুপার সাজেশন বলতে আমরা প্রধানত বুঝে থাকি একটি সম্পূর্ণ সাজেশন। যে সাজেশন ফ্লো করলে আমরা যে কোন পরীক্ষা ৭০/৮০% প্রশ্ন কমন হতে পারে। 

সাধারণ জ্ঞান সুপার সাজেশনটি আপনাদের জন্য নিয়ে আসলাম যা পড়ার মাধ্যমে আপনার মেধা ও ভবিষ্যতকে উজ্জ্বল করবে। আপনি নিয়মিত আমাদের ব্লগ পোস্টি ফ্লো করে সাধারণ জ্ঞানের এক উজ্জ্বল নখত্র হতে পারবেন।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

নিচে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ও আধুনিক যুগ সম্পর্কে একটি পূর্ণাঙ্গা সুপার সাজেশন মূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। যার মাধ্যমে আপনার জ্ঞান কে আরো প্রসিদ্ধ করা সম্ভব হবে। 

সাধারণ জ্ঞান আধুনিক যুগ

মুন্সীর মেহেরুল্লাহর জন্ম তারিখ-

ক. ২১ ডিসেম্বর, ১৮৫৬ খ. ২৬ জানুয়ারি, ১৮৬০

গ. ২৬ ডিসেম্বর, ১৮৬১ ঘ. ২৫ মার্চ, ১৮৬৫ উ. গ

‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন‘ কে গঠন করেন?

ক. নওয়াব আব্দুল লতিফ খ. স্যার সৈয়দ আহমদ খান

গ. সৈয়দ আমীর আলী ঘ. নওয়াব স্যার সলিমুল্লাহ উ. গ

বঙ্গভঙ্গেল ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

ক. পূর্ববঙ্গ খ. পশ্চিমবঙ্গ

গ. পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ ঘ. পূর্ববঙ্গ ও আসাম উ. ঘ

‘বঙ্গভঙ্গ‘ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

ক. লর্ড কার্জন খ. লর্ড ওয়াভেল

গ. লর্ড মাউন্টব্যাটেন ঘ. লর্ড লিনলিথগো উ.ক

বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

ক. ১৯১১ খ. ১৯১২

গ. ১৯০৮ ঘ. ১৯০৯ উ. ক

ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

ক. ভারতীয় জনতা পার্টি খ. কমুনিষ্ট পার্টি

গ. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঘ. বহুজন সমাজ পার্টি উ.গ

বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল?

ক. প্রশাসনিক সংষ্কার খ. সামাজিক সংষ্কার

গ. অর্থনৈতিক সংষ্কার ঘ. কাঠামোগত উ.ক

‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড‘ পরিচালিত হয় কার নির্দেশে?

ক. রেগিন্যান্ড ডায়ার খ. রবার্ট ক্লাইভ

গ. রবার্ট ডোনাল্ড ঘ. স্টুয়ার্ট জেনেল উ. ক

মহাত্না গান্ধীর হত্যাকারী-

ক. বলরাম গডসে খ. নাথুরাম গডসে

গ. ক্ষুদিরাম ঘ. আকবর খাঁ উ.খ

কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন?

ক. মাওলানা ভাসানী খ. নবাব সলিমুল্লাহ

গ. সৈয়দ আমীর আলী ঘ. হাজী মুহম্মদ মুহসীন  উ.খ

বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?

ক. সুরম্য অট্রলিকা খ. কার্জন হল

গ. হাইকোর্ট ঘ. এর সবগুলিই উ. ঘ

সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি-

ক. এ্যালান অক্টেভিয়ান হিউম খ. আনন্দমোহন বসু

গ. মতিলাল নেহেরু ঘ. উমেশচন্দ্র বন্দোপাধ্যায় উ. ঘ

মর্লি-মিন্টে সংস্কার আইন হয়-

ক. ১৯০৬ খ. ১৯০৯

গ. ১৯১১ ঘ. ১৯১৬ উ. খ

আরো পড়ুন: কর্ণফুলি টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন

দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয় কত সালে?

ক. ১৯১১ খ. ১৯১২

গ. ১৯১৩ ঘ. ১৯১৪ উ. খ

গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত?

ক. সিলেট খ. নোয়াখালী

গ. দিনাজপুর ঘ. পাবনা উ. খ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ নারী কে?

ক. কল্পনা দত্ত খ. প্রীতিলতা ওয়াদ্দেদার 

গ. মনোরামা নাসিমা ঘ. ভগিনী নিবেদিতা উ.খ

তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন কোন সাহসী নারী?

ক. রানি ভবানী খ. ইলা মিত্র

গ. প্রীতিলতা ওয়াদ্দেদার ঘ. সুমিত্রা দেবী উ., খ

চট্টগ্রাম অস্ত্রগার লুষ্ঠিত হয় কোন সালে?

ক. ১৯১১ সালে খ. ১৯১৫ সালে

গ. ১৯২১ সালে ঘ. ১৯৩০ সালে উ. ঘ

কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন-

ক. গান্ধীজি খ. মাওলানা শওকত আলী

গ. জওহরালাল নেহেরু ঘ. বিপিনচন্দ্র পাল উ. ক

মাস্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল?

ক. মেদিনীপুরে খ. ব্যারাকপুরে

গ. চট্টগ্রামে ঘ. আন্দমানে উ. গ

খিলাফত আন্দোলনের অন্যতম, নেতা-

ক. খাজা নাজিমউদ্দিন খ. মোহাম্মদ আলী জিন্নাহ

গ. মওলানা মোহাম্মদ আলী গ. এ, কে ফজলুল হক উ. গ

লক্ষ্নৌ চুক্তির স্বাক্ষরিত হয় কত সালে?

ক. ১৯১২ খ. ১৯১৫

গ. ১৯১৬ ঘ. ১৯১৭   উ. গ

নিয়মিত আপডেট পেতে Google News Follow দিয়ে সাথে থাকুন।

Mi tips bd // Google News

বাংলায় হিন্দু মুসলমান মিলনের জন্য ‘বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি‘ স্বাক্ষরিত হয়-

ক. ১৬ ডিসেম্বর, ১৯২১ খ. ১৬ ডিসেম্বর, ১৯২২

গ. ১৬ ডিসেম্বর, ১৯২৩ ঘ. ১৬ ডিসেম্বর, ১৯২৪ উ. গ

‘বেঙ্গল প্যাক্ট‘ কার উদ্যোগে স্বাক্ষরিত হয়?

ক. এ, কে ফজলুল হক খ. খাজা নাজিমউদ্দীন গ. সুভাস চন্দ্র বসু ঘ. চিত্তরঞ্জন দাশ উ. ঘ

কোন রাজনীতিবিদের উপাধি ‘দেশবন্ধু‘?

ক. সুভাষ চন্দ্র  বস খ. শরৎচন্দ্র বসু 

গ. চিত্তরঞ্জন দাস ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী উ. গ

নেহেরু রিপোর্ট পেশ করা হয় কত সালে?

ক. মে, ১৯২৬ খ. মে, ১৯২৭

গ. মে, ১৯২৮ ঘ. মে, ১৯২৯ উ. গ

অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. এ. কে ফজলুল হক খ. হোসেন শহিদ সোহরাওয়ার্দী

গ. আবুল হাসেম ঘ. কাজী নাজিমউদ্দীন উ. খ

লাহোর প্রস্তাব কখন করা হয়?

ক. ১৯৪০ সাল, ২২ মার্চ খ. ১৯৪০ সাল, ২৩ মার্চ

গ, ১৯৪১ সাল, ২২ মার্চ ঘ. ১৯৪১ সাল, ২৩ মার্চ

আরো পড়ুন: সাধারণ জ্ঞান মেগা প্রজেক্ট পর্ব-০৪

‘নেমেসিস‘ নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে?

ক. ১ম বিশ্বযুদ্ধ খ. পঞ্চাশের মন্বন্তর

গ. বায়ান্নর ভাষা আন্দোলন ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ উ. খ

ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

ক. লর্ড হর্ডিঞ্জ খ. লর্ড মাউন্ট ব্রাটেন

গ. লর্ড কার্জন ঘ. এলান অক্টোভিয়ান হিউম উ. খ

‘লাহোর প্রস্তাব‘ কে উত্থাপন করেন?

ক. হোসেন শহিদ সোহরাওয়ার্দী খ. শেরে বাংলা এক ফজলুল হক

গ. আব্দুল হামিদ খান ভাসানী ঘ. নবাব সলিমুল্লাহ উ. খ

‘পঞ্চাশের মন্বন্তর‘ হয়েছিল ইংরেজি কত সালে?

ক. ১৯৪৩ খ. ১৮৫০

গ. ১৯৫০ ঘ. ১৯৫৩ উ. ক

১৯৪৭ সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত 

ক.  ব্যডক্লিফ কমিশন খ. বাফার কমিশন

গ. ফুলার কমিশন ঘ. সাইমন কমিশন

ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রাধানমন্ত্রী কে ছিলেন?

ক. এটলি খ. চার্চিল

গ. ডিজরেইলি ঘ. গ্লাডস্টোন উ. ক

ভারতের ব্রাবিনেট মিশন কখন এসেছিল?

ক. ১৯৪০ সালে খ. ১৯৪৬ সালে

গ. ১৯৪২ সালে ঘ. ১৯৪৭ সালে উ. খ

বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়ের ছিলেন?

ক. হোসেন শহিদ সোহরাওয়ার্দী খ. শেরে বাংলা এ. কে ফজলুল হক 

গ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘ. শেখ মুজিবুর রহমান উ. খ

অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী-

ক. সৈয়দ মাহমুদ খ. সৈয়দ আমীর আলী

গ. নওয়াব আব্দুল লতিফ ঘ. এ.কে ফজলুল হক উ. ঘ

অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন-

ক. স্যার জন হার্বাট খ. এন্ডরসন

গ. স্যার এফ ব্যারোজ ঘ. আর জি কেসি উ. গ

আরো পড়ুন: সাধারণ জ্ঞান সুপার সাজেশন পর্ব-০১

বাংলায়‘ ঋণ সালিশি আইন‘ কার আমলে প্রণীত হয়?

ক. এ. কে ফজলুল হক খ. এইচ. এম সোহরাওয়ার্দী 

গ. খাজা নাজিমউদ্দীন ঘ. নুরুল আমিন উ. ক

সর্বশেষে: প্রিয় পাঠক বৃন্দু আপনাদের জন্য আমরা নিয়মিত নিত্য নতুন আপডে নিয়ে  পোস্ট করে থাকি। সব সময় আপডে তথ্য পেতে আমাদের সাথে থাকুন। 

 উপরে  উল্লেখিত পোস্ট এর মাধ্যমে আধুনিক যুগ (১৭৫৭-বর্তমান) সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। যদি কোন ভূল ত্রুটি থাকে আমাদের কে কমেন্ট এর মাধ্যমে জনাবেন আমরা যত দূরুত্ব সম্ভব ঠিকরে দিবো ইনশাআল্লাহ।

ট্যাগ:আধুনিক যুগের বৈশিষ্ট্য, সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য, আধুনিক যুগের সময়কাল, বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যের আধুনিক যুগ pdf,

আধুনিক যুগ কাকে বলে, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান, কথোপকথন কবে প্রকাশিত হয়। মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, চাকরির সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বিজ্ঞান, সাধারণ জ্ঞান ২০২৩, সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক, সাধারণ জ্ঞান mcq. 


Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.