GK- সাধারণ জ্ঞান আধুনিক যুগ সম্পর্কে (General Knowledge)

সাধারণ জ্ঞান আধুনিক যুগ সম্পর্কে (General Knowledge)- সাজেশন মূলক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আসসালামু আলাইকুম,

আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ের উপর ব্লাগ পোস্টি লেখতে যাচ্ছি। আর্টিকেলটি সাধারণ জ্ঞান সুপার সাজেশন // সাধারণ জ্ঞান আধুনিক যুগ (১৭৫৭-বর্তমান) // সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী (General Knowledge) সম্পর্কে লিখবো। 

আধুনিক যুগ

সাধারণ জ্ঞান আধুনিক যুগ সম্পর্কে- আধুনিক শব্দটি ১৬শ শতাব্দির দিবে উদ্ভাবিত হয় যা বর্তমান সময়কে নির্দেশ করার জন্য ব্যবহার কার হয়।  আধুনিক যুগ বলতে বিশ্ব ইতিহাস ও রচনা পদ্ধতি অনুসৃত সময়সীমা ইউরোপের ইতিহাসের মধ্যযুগের পরবর্তী সময়কে বোঝা।

 আধুনিক যুগ সম্পর্কে জ্ঞান অর্জন করার আমাদের জন্য অত্যান্ত প্রয়োজন, যা আমাদের ভবিষ্যত জীবন কে উৎজীবিত করবে। আধুনিক যুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো-

সাধারণ জ্ঞান সুপার সাজেশন

সাধারণ জ্ঞান সুপার সাজেশন- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীপ্রথমে আমাদের কে জানতে হবে সুপার সাজেশন মানি কী বুঝায়। সুপার সাজেশন বলতে আমরা প্রধানত বুঝে থাকি একটি সম্পূর্ণ সাজেশন। যে সাজেশন ফ্লো করলে আমরা যে কোন পরীক্ষা ৭০/৮০% প্রশ্ন কমন হতে পারে। 

সাধারণ জ্ঞান সুপার সাজেশনটি আপনাদের জন্য নিয়ে আসলাম যা পড়ার মাধ্যমে আপনার মেধা ও ভবিষ্যতকে উজ্জ্বল করবে। আপনি নিয়মিত আমাদের ব্লগ পোস্টি ফ্লো করে সাধারণ জ্ঞানের এক উজ্জ্বল নখত্র হতে পারবেন।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী- নিচে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ও আধুনিক যুগ সম্পর্কে একটি পূর্ণাঙ্গা সুপার সাজেশন মূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। যার মাধ্যমে আপনার জ্ঞান কে আরো প্রসিদ্ধ করা সম্ভব হবে। 

সাধারণ জ্ঞান আধুনিক যুগ

ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-

ক. পর্তুগিজরা খ. ইংরেজরা

গ. ওলন্দাজরা ঘ. ফরাসিরা উ. ক

ইংরেজদের পূর্বে কোন জাতি ভারতবর্ষে বাণিজ্য করতো?

ক. আলবেনিয়া খ. ডাচ

গ. পর্তুগিজ ও ওলন্দাজ ঘ. ইহুদি উ.গ

আরো পড়ুন: কর্ণফুলি টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন

কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিষ্কৃত হয়?

ক. ১৪৮৭ সালে খ. ১৪৯০ সালে

গ. ১৪৯৮ সালে ঘ. ১৫০২ সালে উ. ক

‘ফিরিঙ্গি‘ শব্দটি কোন ভাষার শব্দ?

ক. ফারসি খ. উর্দু

গ. হিন্দি ঘ. ফরাসি উ. ঘ

ভাস্কো-দাগামা ভারতে প্রথম অবতরণ করেন-

ক. গোয়াবন্দরে খ. কালিকট বন্দরে

গ. চট্টগ্রাম বন্দরে  ঘ. কোচিন বন্দরে উ. খ

‘ছিয়াত্তরের মন্বন্তর‘ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

ক. ১৭৭০ সালে খ. ১৭৭৬ সালে

গ. ১৮৭৬ সালে ঘ. ১৯৭৬ সালে উ. ক

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ওউড়িষ্যার দেওয়ানী লাভ করেন?

ক. ১৬৯০ খ. ১৭৬৫

গ. ১৯৯৩ ঘ. ১৮২৯ উ. খ

পাচঁশালা বন্দোবস্ত প্রথা কে চালু করেন?

ক. লর্ড ক্লাইভ খ. ওয়ারেন হেস্টিংস

গ. লর্ড বেন্টিস্ক ঘ.  লর্ড ওয়েলেসলি উ. খ

ভারতবর্ষে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড‘ স্থাপন করেন-

ক. লর্ড ক্লাইভ খ. শেরশাহ

গ. সম্রাট আকবর ঘ. ওয়ারেনে হেস্টিংস উ.ঘ

কর্নওয়ালিস কোড কখন চালু হয়?

ক. ১মে, ১৭৯৩ সালে খ. ২মে, ১৭৯৩ সালে

গ. ৩মে, ১৭৯৩ ঘ. ৪মে, ১৭৯৩ সালে উ. ক

টিপু সলতানের পরিবারবর্গের সমাধি কোথায়?

ক, কলকাত খ, কলকাতার টালিগঞ্জ ও কালিঘাটের কাছে

গ. মুম্বাই ঘ. দিল্লি

সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?

ক. ১৮১৯ খ. ১৮২৯

গ. ১৯৩৯ ঘ. ১৮৪৯ উ. খ

কোন গভর্ন-এর মাসনামল উপমহাদেশে অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষা সংস্কারের জন্য বিখ্যাত?

ক. লর্ড বেন্টিস্ক খ. লর্ড ক্যানিং

গ. লর্ড কার্জন ঘ. লর্ড কর্নওয়ালিস উ.ক

ভারতীয় উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে?

ক. লর্ড রিপন খ. লর্ড হ্যান্ডি ট্রপৃার

গ. লর্ড কার্জন ঘ. লর্ড ডলহৌসি উ.ঘ

আরো পড়ুন: সাধারণ জ্ঞান মেগা প্রজেক্ট পর্ব-০৪

স্বত্ববিলোপ নীতি আরোপ করেন-

ক. লর্ড কর্নওয়ালিস খ. লর্ড ওয়েলেসলি

গ. লর্ড ডালহৌসি ঘ. লর্ড ক্লাইভ উ. গ

পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন করার সময় ব্রিটিশ ভারত এর গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন-

ক. লর্ড রিপন খ. লর্ড কার্জন

গ. লর্ড মিন্টো ঘ. লর্ড হার্ডিঞ্জ উ. খ

লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে কোন ব্যবস্থা প্রথম চালু করেন?

ক. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা খ. দ্বৈত শাসনব্যবস্থা

গ. সতীদাহ নিবারণ ব্যবস্থা ঘ. পুলিশ ব্যবস্থা উ. ঘ

ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় (বড়লাট বা গভর্নর জেনারেল) কে ছিলেন?

ক. Lord Wavel খ. Lord Mounthatten

গ. Lord Linlintgo ঘ. Lord Zurzon উ. খ

হার্ডিঞ্জ ব্রিজ রেলওয়ে সেতু কার নাম অনুসারে নিমার্ণ করা হয়-

ক. ব্যামফিন্ড ফুলার খ. লর্ড মিন্টো

গ. লর্ড হার্ডিঞ্জ ঘ. লর্ড কার্জন উ. গ

ঢাকায় ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি?

ক. সোহরাওয়ার্দী উদ্যান খ. লালবাগ কেল্লা

গ. বাহাদুর শাহ পার্ক ঘ. রায়ের বাজার বধ্যভূমি উ. গ

সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?

ক. চিত্তরঞ্জন দাশ খ. সুভাষ চন্দ্র বসু

গ. মঙ্গল পান্ডে ঘ. তিতুমীর উ. গ

লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?

ক. রিপন কমিশন খ. হান্টার কমিশন

গ. নাতান কমিশন ঘ. লর্ড ডালহৌসি উ. ক

কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

ক. লর্ড মাউন্টব্যাটেন খ. লর্ড কর্নওয়ালিস

গ. লর্ড বেন্টিস্ক ঘ. লর্ড ডালহৌসি উ. ক

লর্ড লিটন কত সালে ‘আর্মস অ্যাক্ট‘ প্রবর্তন করেন?

ক. ১৮৭৬ সালে খ. ১৮৫৮ সালে

গ. ১৭৯২ সালে ঘ. ১৮৬২ সালে উ. খ

ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে?

ক. ১৮৫৫ খ. ১৮৫৭

গ. ১৮৯০ ঘ. ১৮৬১ উ. ঘ

আরো পড়ুন: সাধারণ জ্ঞান সুপার সাজেশন পর্ব-০১

ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে?

ক. লর্ড কার্নওয়ালিস খ. লর্ড ডালহৌসি

গ. লর্ড ক্যানিং ঘ. লর্ড বেন্টিস্ক উ. গ

এনফিল্ড রাইফেল যেসব পমুর চর্বি মিশ্রিত থাকার কথা প্রচার করা হয় সেগুলো হলো-

ক. শুকর ও গরু খ. শুকর ও ঘোড়া

গ. শুকর ও কুকুর ঘ. শুকর ও বানর উ. ক

ট্রিটিম বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তাঁর নাম কী?

ক. রাজা ত্রিদিব রায় খ. রাজা ত্রিভুবন চাকমা 

গ. গোলাম মাসুম ঘ. জোয়ান বকস খাঁ উ. খ

ফরায়েজি আন্দোলনের নেতা কে ছিলেন?

ক. তিতূমীর খ. ফকির মজনু শাহ

গ. দুদু মিয়া ঘ. হাজী শরীয়তুল্লাহ উ.গ

‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোসণা?

ক. তিতুমীর খ. ফকির মজনু শাহ

গ. দুদু মিয়া ঘ. হাজী শরীয়তুল্লাহ উ. গ

কত সালে নীল কমিশন গঠন করা হয়?

ক. ১৮৬১ খ. ১৮৫৭

গ. ১৮৪৫ ঘ. ১৮৮২ উ. 

ব্যাখ্যা: ৩১ মার্চ, ১৮৬০ সালে নীল কমিশন গঠন করা হয় ১৮৬১ সালে নীল কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয় [ সূত্র: বাংলাপিডিয়া ]

নিয়মিত তথ্য পেতে Google News Follow দিয়ে সাথে থাকুন

Mi Tips Bd // Google News

ফকিররা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন?

ক. ১৭৮১ থেকে ১৮৪০ পর্যন্ত খ. ১৭৬০ থেকে ১৮৪০ পর্যন্ত

গ. ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত ঘ. ১৮১৯ থেকে ১৮৬২ পর্যন্ত

ব্রিটিশ আমলে বাংলাদেশে যে সব আন্দোল হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?

ক. হাসেমী আন্দোলন খ. কোরায়েশী আন্দোলন

গ. ফরায়েজী আন্দোলন ঘ. সৈয়দী আন্দোলন

তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?

ক. বারাসত খ. নারিকেলবাড়িয়া

গ. চাঁদপুর ঘ. হায়দারপুর

দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত?

ক. বারাসত খ. ফরায়েজি

গ. স্বদেশি ঘ. ওয়াহাবী উ. খ

কত সালে তিতুমীর বাঁশের কেল্লা স্থাপন করেন?

ক. ১৮৩২ খ. ১৮৩৩

গ. ১৮৩১ ঘ. ১৮৩৪ উ. গ

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ-

ক. ফকির-সন্ন্যসী বিদ্রোহ খ. নীল বিদ্রোহ

গ. আগস্ট (১৯৪২) বিদ্রোহ ঘ. সিপাহি বিদ্রোহ উ. ক 

বাংলায় মুসলমানদের মধ্যে  আধুনিক শিক্সা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?

ক. সৈয়দ আমীর আলী খ. নওয়াব আব্দুল লতিফ

গ. নওয়াব স্যার সলিমুল্লাহ ঘ. স্যার সৈয়দ আহমদ খান

ইয়ং বেঙ্গল কী?

ক. বাংলা ভাষা শিক্ষার্থী ইংরেজ খ. ইংরেজি  ভাবধারাপুষ্ট বাঙ্গালি যুবক

গ. একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম ঘ. একটি সাময়িক পত্রের নাম উ. খ

আরো পড়ুন: ভূমি মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি

বেগম রোকেয়ার রচনা কোনটি?

ক. মতিচূর খ. কাফেলা

গ. তারাবাঈ ঘ. রায়নন্দিনী উ. ক

‘The Spirit of Islam` বইটির লেখক কে?

ক. তিতুমীর খ. হাজী শরীয়তুল্লাহ

গ. সৈয়দ আহমেদ ঘ. সৈয়দ আমীর আলী উ.ঘ

পরিশেষে: নিয়মিত আমাদের ওয়েব সাইটে সাধারণ জ্ঞান নিয়ে নতুন তথ্য পোস্ট করা হয়। উপরে উল্লেখিত পোস্ট এর মাধ্যমে আধুনিক যুগ সম্পর্কে সাধারণ জ্ঞান

প্রশ্ন ও উত্তর আপলোড করা হয়েছে। পোস্টে যদি কোন সমস্যা থাকে আমাদের কে কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো যথা সময় উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ.......

ট্যাগ:আধুনিক যুগের বৈশিষ্ট্য, সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য, আধুনিক যুগের সময়কাল, বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যের আধুনিক যুগ pdf, আধুনিক যুগ কাকে বলে, 

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান, কথোপকথন কবে প্রকাশিত হয়। মজার সাধারণ জ্ঞান প্রশ্ন, চাকরির সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বিজ্ঞান, সাধারণ জ্ঞান ২০২৩, সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক, সাধারণ জ্ঞান mcq. 

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.