বিকাশ হলো বাংলাদেশের একটি জনিপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান আমাদের মধ্যে অনেকেই BKASH একাউন্ট খুলতে পারেন না। বিকাশ একাউন্ট খোলা খুবই সহজ, আমরা সবাই আমাদের হাতে থাকা স্মর্টফোন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবো।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪
তো আপনারা এই আর্টিকেলটি যদি ধৈর্য ধরে সম্পূর্ণ পড়েন তহলে বিকাশ একাউন্ট খোলার
নিয়ম // বিকাশ অ্যাপ ডাউনলোড এবং বিকাশ এর মাধ্যমে টাকা রিচার্জ করার নিয়ম
সম্পূর্ণ জানতে পারবেন।
চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের আর্টিকেলটি শুরু
করা যাক।
বিকাশ কোন দেশের কম্পানি?
বিকাশ হলো ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এলএলসি, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, অ্যান্ট গ্রুপ এবং সফটব্যাংক ভিশন ফান্ড-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ২০১১ইং সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদান কারী প্রতিষ্ঠান হিসেবে সেবা প্রধান করে আসছেন।
বিকাশ মানে কী?
বিকাশ মোবাইল ব্যাংকিং চালু হয় ২০১১ইং সালে। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান হলো BKASH. এই বিকাশের মাধ্যমে ঘরে বসে যে কাউকে টাকা পাঠাতে পারবেন এবং টাকা আনতে পারবেন তাছাড়া, মোবাইল রিচার্জ এবং সকল প্রকার Payment করতে পারবেন।
Bkash একাউন্ট খুলতে কি কি লাগে?
এই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা নিতে বা একাউন্ট খুলতে বেশি কিছু কাগজ পত্রে প্রয়োজন হয় না। শুধু মাত্র আপনাদের প্রধান দুটো জিনিসের প্রয়োজন হবে।
১. জাতীয় পরিচয় পত্র
২. মোবাইল নাম্বার
১. জাতীয় পরিচয় পত্র: আপনাদের কিছু বিষয় মনে রাখতে হবে। বিকাশ একাউন্ট যার নামে খোলবেন শুধু মাত্র তার জাতীয় পরিচয় পত্র লাগবে। তাছাড়া অন্য কারো আইডি কার্ড দিয়ে আপনি আপনার নামে বিকাশ একউন্ট খোলতে পারবেন না।
২. মোবাইল নাম্বার: বিকাশ একাউন্ট খোলতে আপনাকে একটি নাম্বার দিতে হবে। কেননা বিকাশ একটি মোবাইল ব্যাংকিং সেবা। এই একাউন্ট খোলার জন্য মোবাইল নাম্বার আবশ্যইক। যার নামে বিকাশ একাউন্ট খোলবেন এক মাত্র তার ব্যবহার কৃত নাম্বার দিতে হবে। কারণ এই নাম্বার দিয়ে আপনি টাকা পাঠানো এবং উঠানোর জন্য প্রয়োজন হবে।
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম কি?
উত্তর: অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার তিনটি মাধ্যম রয়েছে- ১. Bkash এজেন্টের মাধ্যমে ২. বিকাশ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট E-KOC এর মাধ্যমে, ৩. Bkash গ্রাহক সেবা কেন্দ্র। এই তিনটি উপায় আপনি খুব সহজে বিকাশ একাউন্ট খোলতে পারবেন।
বিকাশ অ্যাপ
আপনি একজন বিকাশ গ্রহক হয়ে থাকেন, আপনার বিকাশের কার্যক্রম সহজ করার জন্য bkash app ব্যবহার করে সহজে বিকাশের সমস্ত কাজ সম্পন্ন করতে পারেন।
আপনি সবচেয়ে কম খরচে বিকাশ ক্যাশ আউট চার্জ এবং সেন্ড মানি খরচ বিকাশে কমাতে চান তাহেল বিকাশ অ্যপ আপনার জন্য প্রয়োজন।
তাছাড়া আপনার ফোন যদি বিকাশ অ্যাপ সাপোর্টেড কিন্ত আপনি এখনো বিকাশ অ্যপ ব্যবহার করেন না থাকেন, তাহলে আপনি bkash app ব্যবহার এর সুবিধা সম্পর্কে জানুন তার পরে ব্যহার করুন। বিকাশ অ্যাপ ব্যবহারের bkash agent number এর সাথে আপনার নাম্বার প্রিয় করে আপনি বিকাশ ক্যাশ আউট খরচ ১৪.৯০ করতে পারবেন।
Bkash App Download
বিকাশের বিভিন্ন রকমের সুবিধা উপভোগ করতে এবং বিকাশ একাউন্ট কন্টল করতে চান তা হলে bkash app download ছাড়া কোন বিকল্প পথ নেই।
আপনার ব্যবহার করা নির্দিষ্ট ডিভাইসের জন্য বিকাশ অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে। আপনাকে গুগলে এসে বিকাশ অ্যাপ ডাউনলোড লিকে সার্চ দিলে আপনার সামনে বিকাশ অ্যাপ চলে আসবে আপনার ডিভাইস সাপোর্টে এপস সেখান থেকে ডাউনলোড করে খুব সহজে ব্যবহার করতে পারবেন।
বিকাশ থেকে মোবাইল রিচার্জ নিয়ম
দুইট ভিন্ন উপায়ে সহজে বিকাশ থেকে মোবাইল রিচার্জ যে কোন সিমে করতে পারবেন।
১. বিকাশ ইউএসএসডি কোড ডায়াল করে।
২. বিকাশ অ্যাপ ব্যবহার করে
১. বিকাশ ইউএসএসডি কোড ডায়াল করে রিচার্জ করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়েল পেডে গিয়ে আপনাকে *247# টাইপ করতে হবে। তার পরে আপনাকে ৩ টাইপ করে পরে ধাপে যেতে হবে। তার পরে আপনি যে কম্পানির সিমে টাকা রিচার্জ করবেন সেই কম্পানির নাম অনুযায়ী নাম্বার টাইপ করলে পরের ধাপে নিয়ে যাবে,
আরো পড়ুন: বিকাশ থেকে টাকা রিচার্জ
তার পরে ১ নাম্বার টাইপ করে পরের ধাপে গিয়ে আপনার মোবাইল নাম্বার টাইপ করে পরের ধাপে যেতে হবে, তার পরে আপনাকে টাকার পরিমান বসিয়ে পরের ধাপে যেতে হবে সর্বশেষে আপনাকে পিন কোড ডায়েল করতে হবে এবং পিন কোড ডায়লে করার কিছুক্ষন পরে আপনার মোবাইলে কনফর্মেশন মেসেজের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার টাকা রিচার্জ সম্পূর্ণ হয়েছে।
২. বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজে মোবাইলে টাকা রিচার্জ করা যায়। নিম্নে bkash app ব্যবহার করে কিভাবে টাকা রিচার্জ করতে হবে বিস্তারিত আলোচনা করা হলো-
১/ বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে।
২/ বিকাশ একাউন্ট লগইন করতে হবে।
৩/ বিকাশ একাউন্ট লগইন করার পরে বিকাশ ডিসবোর্ড ওপেন হবে, ডেসবোর্ডে দুই নাম্বার অপশনে দেখতে পাবেন মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ টাস করতে হবে।
৪/ মোবাইল রিচার্জ করার জন্য আপনার মোবাইল নাম্বার চাইবে সে খানে আপনার মোবাইল নাম্বার টাইপ করতে হবে।
৫/ তার পরে একটি ফপার্প ফাইল ওপেন হবে সেখান থেকে আপনার অপারেটর বেছে নিতে হবে।
৬/ মোবাইল রিচার্জ টাকার পরি মান লিখতে হবে এবং আপনি চাইলে সেখান থেকে বিভিন্ন অপার দেখতে পাবেন। অপার দেখার জন্য উপরে কিছু মেনুবার দেখতে পাবেন সেখান থেকে আপনার পছন্দ মত অপার নেতে পারবেন। যেমন ইন্টারনেট, মাই অফার, কলরেট, মিনিট, বান্ডেল সহ সকল অপার নিতে পারবেন।
সবার আগে নিত্য নতুন তথ্য পেতে গুগল নিউজ ফ্লো করে সাথে থাকুন
৭/ আপনার ৪/৫ সংখ্যার পিন কোড দিতে হবে।
৮/ একটি উন্ডো ওপেন হবে সেখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। কিছুক্ষন এর মধ্যে আপনার মোবাইলে একটি কনর্ফমেশন মেসেজের মাধ্যমে আপনাকে নিশ্চিত করার হবে। আপনার রিচার্জ সম্পূর্ণ হয়েছে।
বিকাশ একাউন্ট চেক কোড কত?
বিকাশ একাউন্ট চেক করতে, আপনাকে প্রথমে যে সিম দিয়ে বিকাশ একাউন্ট খোলা ওই সিম থেকে *247# করতে হবে। *247# কোড ডায়েল এর পরে 9 টাইপ করে পরে ধাপে যেতে হবে এবং তার পরের ধাপে গিয়ে 1 টাইপ করে, বিকাশ পিন কোড দিলে বিকাশ একাউন্ট চেক করতে পারবেন।
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার কত?
বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং বিকাশ সেবার পেতে সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য কাস্টমার কেয়ার নাম্বার বা হেল্পলাইন নাম্বার প্রয়োজন হয়। বিকাশ হেল্পলাইন নাম্বার-16247 এবং 02-55663001 এই দুইটি নাম্বারের যে কোন একটিতে কল দিয়ে বিকাশ সম্পর্কিত সকল সমস্যার কথা বলতে পারবেন।
আরো পড়ুন অন্যান্য:
সর্বশেষে: উপরে উল্লেখিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং বিকাশ একাউন্ট, বিকাশ অ্যাপ, bkash app download, বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ব্লগ এর মাধেমে আপনি বিকাশ গুরুত্বপূর্ণ সমস্যা গুলোর সমাধান করতে পারবেন। তাই নিয়মিত সবাার আগে বাংলাদেশ বিভিন্ন বিষয়ের উপরে ব্লাগ পোস্ট করা হয়ে। এই পোস্ট গুলোর মধ্যে হতে পারে আপনার প্রয়োজনীয় পোস্ট আছে, নিয়মিত সবার আগের সকল আপডেট পেতে MITIPSBD.COM ওয়েব সাইটে ভিজিট করুন এবং সবার আগে, চাকরি খবর, বিভিন্ন নোটিশ, টেকনলোজি ইত্যাদি সম্পর্কে জানুন।
বিকাশ গরুত্বপূর্ণ কিছু ট্যাগ: বিকাশের এমন কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ আছে যা আমাদে নিয়মিত গুগলে সার্চ করার প্রয়োজন পরে। বিকাশ লেনদেন, বিকাশ একাউন্ট, বিকাশ অ্যাপ ডাউনলোড অফার, vikas apps, bkash app login, বিকাশ কোড, বিদেশ থেকে বিকাশ ব্যবসা, বিকাশ অ্যাপ, বিকাশ একাউন্ট, bkash app download Ios, বিকাশ অ্যপ খোলার নিয়ম, বিকাশ অ্যাপ লইগইন, Bkash app download for PC, বিকাশ থেকে ফ্লেক্সিলোড করার নিয়ম, বিকাশ থেকে মোবাইল রিচার্জ অফার, বিকাশ সার্ভিস সেন্টার নাম্বার, বিকাশ অফিস নাম্বার, বিকাশ কাস্টমার কেয়ার ঢাকা, বিকাশ হেল্পলাইন ট্যাট, বিকাশ লাইভ চ্যাট, bkash live chat. এই সব গুলো বিকাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ট্যাগ যা আমার দৈন্দিন জীবন গুগলে সার্চ করে থাকি।