সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে // (General Knowledge)

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে-বাংলার ‘স্বাধীন সুলতান‘ শাসন প্রতিষ্ঠা করেন কে?-ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ

আসসালামু আলাইকুম,

আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের পোস্টি কি নিয়ে লিখতে যাচ্ছি, আজকে আমরা সাধারণ জ্ঞান আধুনিক যুগ ও বিসিএস সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা

করবো। 

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর  মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে- প্রিয় বন্ধুর বাংলাদেশ বিষয়াবলী মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দিবো। সাধারণ জ্ঞান সম্পর্কে আমাদের সকলের জ্ঞান অর্জন করা অত্যান্ত জরুরী কেননা আমাদের প্রতিটি চাকরির পরীক্ষা সাধারণ জ্ঞান অত্যান্ত ভূমিকা পালন করে এবং 

এই বিষয়ের উপরে আমাদের জ্ঞান অর্জন করতে পারলে আমরা বহুদুর  এগিয়ে যেতে পারবো। তাই আমি মনে করি আমাদের প্রত্যেক কে সাধারণ জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী- প্রত্যেক ছাত্রছাত্রী কে সাধারণ  জ্ঞান কি এবং সাধারণ জ্ঞান আমাদের কতটু গুরুত্ব তা যানতে হবে এবং বুঝতে হবে। সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হলো মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস। যা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অত্যান্ত জরুরী।

কেনন মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস থেকে আমাদের বিভিন্ন পরীক্ষায় যেমন চাকরির পরীক্ষা, ভর্তির পরীক্ষা সহ সকল প্রকার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।

তাই পরীক্ষায় ভালো করার জন্য আমাদের মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নিচে বাংলাদেশ বিষয়াবলী মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো-

সাধারণ জ্ঞান মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস

সাধারণ জ্ঞান মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস- বাংলার মুসলমান শাসন কাল এর  সূচনাকে বাংলার মধ্যযুগ শুরু বলা হয়। ইতিহাসের একযুগ থেকে অন্য যুগ এ প্রবেশ করতে হলে কতগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার হয়। নিচে মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো-

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

কোন ব্যক্তি বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন?

ক. ফা হিয়েন খ. ইবনে বতুতা

গ. হিউয়েন সাঙ ঘ. ইবনে খলদুন উ. খ

ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশ আসেন?

 ক. চতুর্দশ খ সপ্তদশ

গ. অষ্টাদশ ঘ. এয়োদশ উ. ক

বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?

ক. ফকরুদ্দিন মুবারক শাহ খ. হোসেন শাহ

গ. ইলিয়াস শাহ ঘ. সরফরাজ খান উ. ক

কার রাজত্তকালে ইবনে বতুতা ভারতে এসছিলেন?

ক. মুহম্মদ বিন কাসেম খ. মুহম্মদ বিন তুঘলক 

গ. সম্রাট হুমায়ুন ঘ. সম্রাট আকবর উ. খ

ইরানের কবি হাফিজের সংঙ্গে পত্রালাপ করেছিল বাংলার কোন সুলতান?

ক. গিসউদ্দিন আজম শাহ খ. আলাউদ্দিন হুসাইন শাহ

গ. ফখরুদ্দিন মুবারক শাহ ঘ. ইলিয়াস শাহ উ. ক 

কোন শাসকের আমল থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?

ক. ফখরুদ্দিন মুবারক শাহ খ. শামসউদ্দিন ইলিয়াস শাহ 

গ. আকবর ঘ. ঈশা খাঁন উ. খ

বাঙ্গালাহ নামের প্রচলন করেন-

ক. শশাস্ক খ. ধর্মপাল 

গ. ইলিয়াস শাহ ঘ. আকবর উ.গ

নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow করে সাথে থাকুন।

Google News Bangla

বাংলার প্রথম জনক কে?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. শেরে বাংলা এ কে ফজলুল হক

খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ ঘ. নবাব সিরাজ-উদ দৌলা উ. গ

প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমল থেকে?

ক. সুলতান সিকান্দার শাহ খ. শামসউদ্দিন ইলিয়াস শাহ 

গ. নবাব সিরাজউদ্দৌলা ঘ. নবাব আলীবর্দী খাঁ

আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তম বাংলা শাসন করেন?

ক. ১৪৯৮-১৫১৬ খ্রি. খ. ১৪৯৮-১৫১৭ খ্রি.

 গ. ১৪৯৮-১৫১৮ খ্রি. ঘ. ১৪৯৮-১৫১৯ খ্রি. উ. 

ব্যাখ্যা: তার শানকাল ছিল ১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত [ তথ্যসূত্র: বাংলাপিডিয়া ]

গৌড়ের সোনা মসজিদ কারন আমলে নির্মিত হয়?

ক. ফখরুদ্দিন মুবারক শাহ খ. হুসাইন শাহ

গ. মায়েস্তা খাঁ ঘ. ঈসা খাঁ উ. খ

বাংলার কোন সুলতানের শাসনকলকে বাংলার সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়?

ক. শামসুদ্দীন ইলিয়াস মাহ্ খ. নাসিরুদ্দীন মাহমুদ শাহ্

গ. আলাউদ্দীন হোসেন শাহ্ ঘ. গিয়াসউদ্দীন আযম শাহ্ উ. গ

ইবনে বতুতা কোন দেশের পর্যটক?

ক. ইতালি খ. তিব্বত 

গ. মরক্কো ঘ. গ্রিস উ. গ

সফরনামা গ্রন্থের রচিয়তা-

ক. মালিক কাফুর খ. খসরু খান

গ. ইবনে বতুতা ঘ. সাদি খান উ. গ

বারোভুঁইয়া কাদের বলা হতো?

ক. ব্রিটিশ যুগের শক্তিশালী যোদ্ধাদের খ. ১২ জন সেনাপতিকে

গ. বড়ো বড়ো স্বাধীন জমিদার ঘ. উপরের সব উ. গ

আরো পড়ুন: চাকরির খবর

ঢাকার ‘ধোলাইখাল‘ কে খনন করেন?

ক. ঈসা খান খ. শায়েস্তা খান

গ. পরিবিবি ঘ. ইসলাম খান উ. গ

ঢাকা গেইট-এর নিমার্তা কে?

ক. শায়েস্তা খাঁ খ. নবাব আব্দুল গণি

গ. লর্ড কার্জন ঘ. মীর জুমলা উ. ঘ

ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?

ক. ১২৫৫খ্রিষ্টাব্দে খ. ১৬১০ খ্রিষ্টাব্দে

গ. ১৯০৫ খ্রিষ্টাব্দে ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে উ. খ

ঢাকা বাংলার রাজধানী স্তাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?

ক. ইসলাম খান খ. রাজা মানসিংহ

গ. মীর জুমলা ঘ শায়েস্তা খান উ. ক

ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত কোন এলাকায় অবস্থিত?

ক. চকবাজারে খ. সদরঘাটে

গ. লালবাগ ঘ. ইসলামপুর উ. ক

পরীবিবি কে ছিলেন?

ক. আওরঙ্গজেবের কন্যা খ. শায়েস্তা খানের কন্যা

গ. মুর্শিদকুলি খানের স্ত্রী ঘ. আজিমুসষানের মাতা

মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন-

ক. ১৬৬০-১৬৬৩ খ্রি. খ. ১৬৬০-১৬৬২ খ্রি.

গ. ১৬৬০-১৬৬১ খ্রি. ঘ. ১৬৬০-১৬৬৪ খ্রি. উ. ক

ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন-

ক. সম্রাট আওরঙ্গজেব খ. শাহ সুজা

গ. শাহ আলম ঘ. শায়েস্তা খান উ.খ

কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতারিত করেন?

ক. কাসিম খান খ. ইসলাম খান

গ. মীর জুমলা ঘ. শায়েস্তা খান উ. ঘ

আরো পড়ুন: সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বালী

ছোট কাটরা কে নির্মাণ করেন?

ক. ইসলাম খান খ. শায়েস্তা খান

গ. মীর জুমলা ঘ. মুর্শিদকলী কান উ. খ

ঢাকার চকের মসজিদের নির্মাতা-

ক. মীর জুমলা খ. ইসলাম খান

গ. শায়েস্তা খান ঘ. মুর্শিদকুলী খান উ. গ

বাংলাদেশ মুসলিম শাসনের সূত্রপাত করেন?

ক. আলাউদ্দিন খলজি খ. ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি

গ. সম্রাট বাবর ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ উ. খ

বাংলার ‘স্বাধীন সুলতান‘ শাসন প্রতিষ্ঠা করেন কে?

ক. নবারন আলবর্দি খা খ. ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি

গ. নবাব সিরাজউদ্দৌলা ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ উ. ঘ

পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

ক. জুন ২২, ১৭৫৭ খ. জুন ২৪, ১৭৫৭

গ. জুন ২৩, ১৭৫৭ ঘ. জুন ২৫, ১৭৫৭ উ. গ

পরিশেষে: উপরে উল্লেখিত পোস্টে মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের ও উত্তর লিখা হয়েছে।

এই পোস্ট নিয়ে যদি আপনাদের কোন মতামত থাকে তাহলে আমাদের কে কমেন্টে এর মাধ্যমে জানাবেন। আমরা যথা সময় উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ..... 

ট্যাগ: বাংলার মধ্যযুগের ইতিহাস, মধ্যযগের বাংলার রাজনৈতিক ইতিহাস mcq, বাংলার মধ্যযুগের শুরু হয় কখন, মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ শাসক কে ছিলেন,

মধ্য যুগের বাংলার ইতিহাস pdf, বাংলার মুসলিম শাসনের ইতিহাস, বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ pdf, বাংলার মধ্যযুগ কী। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৪, mcq, mcq 2024, এমসিকিউ বাংলা, 

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.