আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের পোস্টি কি নিয়ে লিখতে যাচ্ছি, আজকে আমরা সাধারণ জ্ঞান আধুনিক যুগ ও বিসিএস সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা করবো।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান ২০২৪ মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস- প্রিয় বন্ধুর বাংলাদেশ বিষয়াবলী মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দিবো। সাধারণ জ্ঞান সম্পর্কে আমাদের সকলের জ্ঞান অর্জন করা অত্যান্ত জরুরী কেননা আমাদের প্রতিটি চাকরির পরীক্ষা সাধারণ জ্ঞান অত্যান্ত ভূমিকা পালন করে।
এবং এই বিষয়ের উপরে আমাদের জ্ঞান অর্জন করতে পারলে আমরা বহুদুর এগিয়ে যেতে পারবো। তাই আমি মনে করি আমাদের প্রত্যেক কে সাধারণ জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৪
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৪- প্রত্যেক ছাত্রছাত্রী কে সাধারণ জ্ঞান কি এবং সাধারণ জ্ঞান আমাদের কতটু গুরুত্ব তা যানতে হবে এবং বুঝতে হবে। সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হলো মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস।
যা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অত্যান্ত জরুরী। কেনন মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস থেকে আমাদের বিভিন্ন পরীক্ষায় যেমন চাকরির পরীক্ষা, ভর্তির পরীক্ষা সহ সকল প্রকার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
তাই পরীক্ষায় ভালো করার জন্য আমাদের মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নিচে বাংলাদেশ বিষয়াবলী মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো-
সাধারণ জ্ঞান মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস
বাংলার মুসলমান শাসন কাল এর সূচনাকে বাংলার মধ্যযুগ শুরু বলা হয়। ইতিহাসের একযুগ থেকে অন্য যুগ এ প্রবেশ করতে হলে কতগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার হয়। নিচে মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো-
প্রিয় পাঠ আপনাদের সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর সহজে বুঝতে আমরা লাল রং দিয়ে মার্ক করে দিয়েছি উত্তর গুলো।
কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন?
ক. মুসা বিন নুসাইর খ. তারেক বিন জিয়াদ
গ. মুহাম্মদ বিন কাসিম ঘ. খালেদ বিন ওয়ালিদ
রাষ্ট্রীয় ভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয় কখন?
ক. ৭১১ খ্রিষ্টাব্দে খ. ৭১২ খ্রিষ্টাব্দে
গ. ৭১৩ খ্রিষ্টব্দে ঘ. ৭১৪ খ্রিষ্টাব্দে
সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন?
ক. জামী খ. ফেরদৌসী
গ. আল বিরুনী ঘ. আল্লামা ইকবার
ভারতের প্রথম মুদ্রা প্রবর্ন করেন-
ক. লর্ কর্ওয়ালিস খ. শের শাহ
গ. মুহাম্মদ বিন তুঘলকজ ঘ. ইলতুৎমিশ
দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন?
ক. কুতুবউদ্দিন আইবেক খ. শামসউদ্দিন ইলতুৎমিশ
গ. গিয়াসউদ্দিন বলবন ঘ. মুহম্মদ বিন তুঘলক
সুইচ্চ কুতুব মিনারটির নির্ণকাজ কার শাসনামলে শেষ হয়?
ক. মুহাম্মদ ঘুরী খ. শামসউদ্দিন ইলতৎমিশ
গ. বলবন ঘ. কুতুবউদ্দিন আইবেক
ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে-
ক. খ্রি. একাদশ শতকে খ. খ্রি. নবম শতকে
গ. খ্রি. এয়োদশ শতকে গ. খ্রি. ষোড়শ শতকে
দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
ক. কুতুবউদ্দিন আইবেক খ. শামসউদ্দিন ইলতুৎমিশ
গ. গিয়াসউদ্দিন বলবন ঘ. আলাউ্দ্দিন খিলজী
সোনা ও রুপার পরিবর্ প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন-
ক. আলাউদ্দিন খিলজী খ. মাহমুদ শাহ
গ. মুহম্মদ বিন তুঘলক ঘ. ফিরোজ শাহ
সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন-
ক. বাহলুল লোদী খ. খিজির খাঁ
গ. ইব্রাহিম ঘ ফিরোজ শাহ
তৈমুর লঙ ভারত আক্রমণ করেন-
ক. ১৬৯৮ সালে খ. ১৫৯৮ সালে
গ. ১৩৯৮ সালে ঘ. ১২৯৮ সালে
কোন আমলে ‘মসলিন কাপড়‘ ঢাকায় তৈরি হত?
ক. পাল আমলে খ. মুঘল আমলে
গ. সেন আমলে ঘ. ইংরেজ আমলে
বাংলার নবববর্ ‘পহেলা বৈশাখ‘ চালু করেছিলেন-
ক. ইলিয়াস শাহ খ. আকবর
গ. বিজয় সেন ঘ. লক্ষ্মণ সেন
ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্ক কে?
ক. শেরশাহ খ. সম্রাট আকবর
গ. লর্ ক্লাইভ ঘ. সম্রা্ট বাবর
ভারতর্ মুসলিম শাসনামলে রাজভাষা ছিল-
ক. বাংলা খ. সংস্কৃত
গ. আরবি ঘ. ফারসি
পানিপথের তৃতীয় যুদ্ধ হয়-
ক. ১৫২৬ সালে খ. ১৫৫৬ সালে
গ. ১৭৬১ সালে ঘ. ১৭৬৫ সালে
নিয়মিত তথ্য পেতে আমাদের Google News Follow করে সাথে থাকুন
১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বারব কাকে পরাজিত করেন?
ক. রানা প্রতাপ সিংহ খ. ইব্রাহিম লোদি
গ. শিবাজি. ঘ. বৈরাম খাঁ
কোন মুঘল সম্রাট ‘জিজিয়া কর‘ রহিত করেন?
ক. হুমায়ুন খ. আকবর
গ. আহজাহান ঘ. আওরঙ্গজেব
এই দেশে সরকারি কাজে ‘ফারসি ‘ ভাষা চালু করেন কে?
ক. হুসেন শাহ খ. সম্রাট জাহাঙ্গীর
গ. রাজা টোডরমল ঘ. ইংরেজরা
আগ্রার দুর্গের নির্মাতা কে?
ক. সম্রাট শাহজাহান খ. সম্রাট হুমায়ুন
গ. সম্রাট আওরঙ্গজেব ঘ. সম্রাট জাহাঙ্গীর
বুলবুল ই-হিন্দ কাকে বলা হয়?
ক. তানসেনকে খ. আমীর খসরুকে
গ. আবুল ফজলকে ঘ. গালিবকে
আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তাঁর ছিল বয়স কত বছর?
ক. ১৭ বছর খ. ১৬ বছর
গ. ১৩ বছর ঘ. ১৪ বছর
মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন?
ক. বাবর খ. হুমায়ুন
গ. বৈরাম খাঁ ঘ. জাহাঙ্গীর
প্রথম পানিপথের যুদ্ধ কখন হয়?
ক. ১৫৫৬ খ্রিষ্টব্দে খ. ১৬২১ খ্রিষ্টব্দে
গ. ১৫২৬ খ্রিষ্টাব্দে ঘ. ১৫৩৬ খ্রিষ্টাব্দে
শেষ মুঘল সম্রাটের নাম কী?
ক. আওরঙ্গজেব খ. দ্বিতীয় শা আলম
গ. দ্বিতীয় আকবর ঘ. দ্বিতীয় বাহাদুর শাহ
‘কাবুলিয়ত‘ ও ‘পাট্রা‘ প্রথার প্রবর্তক-
ক. বাবর খ হুমায়ুন
গ. শেরশোহ ঘ. আকবর
সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম-
ক. হামিদা বানু খ. মেহেরুন্নিসা
গ. আরজুমান্দ ঘ. জাহানারা
সম্রাট বাবরের পিতৃরাজ্যের ছিল
ক. সমরখন্দ খ. কাশ্মীর
গ. বোখারা ঘ. ফারগানা
কার প্রষ্ঠপোষকতায় রচিত হয় ফাতোয়া-ই-আলমগীর?
ক. সম্রাট আকবর খ. আবুল ফজল
গ. সম্রাট আওরঙ্গজেব ঘ. খাজা আব্দুস সামাদ
আরো পড়ুন: সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বালী
পানি পথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
ক. ১৫২৬ সালে খ. ১৫২৫ সালে
গ. ১৫৫৬ সালে ঘ. ১৭৬৩ সালে
কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল?
ক. পানিপথের প্রথম যুদ্ধ খ. পানি পথের দ্বিতীয় যুদ্ধ
গ. দ্বিতীয় তরাইনের যুদ্ধ ঘ. পানিপথের তৃতীয় যুদ্ধ
বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন?
ক. ১২০০ খ. ১২০৪
গ. ১২০৮ ঘ. ১২১২
বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
ক. বখতিয়ার খলজি খ. ইলিয়াস শাহ
গ. হুসেন শাহ ঘ. শিরান খলজী
ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসছিলেন?
ক. হযরত মখদুম খ. হযরত শাহ পরান
গ. হযরত শাহ সুলতান মাহিসওয়ার ঘ. হযরত শাহজালাল
সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
ক. সোনারগাাঁও খ. জাহাঙ্গীরনগর
গ. ঢাকা ঘ. গৌড়
বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন?
ক. ১৩৪৫ খ. ১৩৪২
গ. ১৩৪৪ ঘ. ১৩৪৭ উ.
ব্যাখ্যা: বাংলাপিডিয়ার তথ্য অনুযুায়ী ইবনে বতুতা ১৪ আগস্ট, ১৩৪৬ সালে সোনারগাঁও ভ্রমণ করেন।
পরিশেষে: উপরে উল্লেখিত পোস্টি মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। আমাদের পোস্টে যদি কোন প্রকার ভূল আছে আপনাদের মনে হয়।
তাহলে আমাদেরকে কমন্টে এর মাধ্যমে জানাবেন যথা সময় আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করবো।
ট্যাগ: বাংলার মধ্যযুগের ইতিহাস, মধ্যযগের বাংলার রাজনৈতিক ইতিহাস mcq, বাংলার মধ্যযুগের শুরু হয় কখন, মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ শাসক কে ছিলেন,
মধ্য যুগের বাংলার ইতিহাস pdf, বাংলার মুসলিম শাসনের ইতিহাস, বাংলার ইতিহাস ১২০৪-১৭৬৫ pdf, বাংলার মধ্যযুগ কী। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৪, mcq, mcq 2024, এমসিকিউ বাংলা,