আস্সালামু ্অলাইকুম,
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আলহামদুল্লিলাহ আমিও ভালো আছি। টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি নিয়ে আর্টিকেল লিখতে যাচ্ছি বাংলাদেশের সুনামধন্য সরকারি চাকরি হলো BCS. আজকে আলোচনা করবো BCS ক্যাডার ধরন, বিসিএস ক্যাডার তালিকা, BCS কি, What is bcs,
BCS কি?
BCS হলো বাংলাদেশের সরকারি চাকরি গুলোর মধ্যে অন্যতম ও উচ্চপর্যায়ের চাকরি বিসিএস। BCS হলো Bangladesh Civil Service যা পরিচালনা করেন PSC- Public Service Commission.
বিসিএস ক্যাডার ধরন
BCS ক্যাডার ধরন সম্পর্কে আমাদের অনেকই জানি না। বাংলাদেশে BCS প্রধানত তিনটি ধরন রয়েছে। এই তিনটি ক্যাটাগরি, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি তিনটির যে কোন একটিতে আপনি আবেদন করতে পারবেন। তিনটি ধরন হলো-
- সাধারন ক্যাডার।
- শিক্ষা ক্যাডার।
- টেকনিক্যল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার
BCS সাধারন ক্যাডার
BCS সাধারন ক্যাডারে আপনি যে কোন বিষয় নিয়ে অনার্স করেন বিসিএস সাধারণ ক্যাডারে আবেদন করতে পারবেন। BCS সাধারন ক্যাডার গুলো নিচে দেওয়া হলো-
- পররাষ্ট্র
- প্রশাসন/পুলিশ
- অডিট/কাস্টমস/ট্যাক্স
- তথ্য ও আনসার
- রেলওয়ে ও খাদ্য
- সমবায় ও পরিবার
BCS শিক্ষা ক্যাডার
BCS শিক্ষা ক্যাডার আবেদন করে আপিন যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারবেন। তবে আপনি যে বিষয় নিয়ে অর্নাস শেষ করছেন ঐই বিষয়ের উপরে বিসিএস শিক্ষক ক্যাডারে আবেদন করতে পারবেন।BCS টেকনিক্যল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার
BCS টেকনিক্যল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার আবেদন করার ক্ষেত্রে যে বিষয় পড়াশুনা শেষ করছেন ঐই বিষয় আবেদন করতে পারবেন যেমন প্রোকৌশল ও চিকিৎসক আবেদন করতে পারবেন। নিচে BCS টেকনিক্যল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার তুলে ধরা হলো-- প্রশাসন
- কৃষি
- আনসার
- নিরীক্ষা ওহিসাব
- সমবায়
- শুল্ক ও আবগারি
- ইকনমিক
- পরিবার পরিকল্পনা
- মৎস
- খাদ্য
- পররাষ্ট্র
- বন
- সাধারণ শিক্ষা
- স্বাস্থ্য
- তথ্য
- পশু সম্পদ
- পুলিশ
- ডাক
- জনস্বাস্থ্য প্রকৌশল
- গনপূর্ত
- রেলওয়ে প্রকৌশল
- সড়ক ও জনপথ
- পরিসংখ্যান
- কর
- কারিগরি শিক্ষা
- বাণিজ্য
BCS টেকনিক্যল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার উপরে উল্লেখিত বিষয় গুলোর মধ্যে আপনার পড়শুনার বিষয় অনুযায়ী আবেদন করতে পারবেন।
শেষকথা: BCS আবেদন কারার জন্য আমাদের কে আগে উপর উল্লেখিত বিষয় এর উপর জ্ঞান অর্জন করতে হবে। কারণ আপনি যদি না যেনে আবেদন করেন তা হলে পরবর্তীতে আপনি সমস্যায় পরতে হবে। বিসিএস ক্যাডার ধরন, বিসিএস ক্যাডার তালিকা, বিসিএস কি উপর আলোচনা শেষ করলাম।
নতুন আপডেট পেতে Goole News Follow করে সাথে থাকুন
এই আর্টিকেল নিয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে তা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন এই আর্টিকেল যদি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।ট্যাগ: BCS কি? WHAT IS BCS? বিসিএস ক্যাডার ধরন? বিসিএস ক্যাডার এর কাজ কি? BCS.বিসিএস ক্যাডার তালিকা ২০২৩, বিসিএস, ক্যাডার তালিকা ২০২৪, বিসিএস ক্যাডার তালিকা ২০২২,
বিসিএস ক্যাডার বেতন,
বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা, বিসিএস নন ক্যাডার চয়েস লিস্ট, ৪৪ তম বিসিএস ক্যাডার চয়েস লিস্ট, বিসিএস প্রশাসন ক্যাডার, বিসিএস ক্যাডার পদ সংখ্যা
#BCSJOB #BCSCADRALIST #BCSJOB #BCSGOVERNMENTJOB