আস্সালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুল্লিলাহ আমিও ভালো আছি, টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের আর্টিকেলটি কেনা বিষয়ের উপর লিখতে যাচ্ছি, আবগত আছি যে ২০২৪ সালের ৪৬তম BCS বিসাল সার্কুলার প্রকাশ করা হয়েছে।
এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন। ৪৬ তম BCS বিশাল সার্কুলার, ৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি ডাউনলোড PDF, ২০২৪ সালে বিসিএস আবেদন করার নিয়ম, BCS আবেদন তারিখ।
৪৬ তম বিসিএস সার্কুলার প্রকাশ ২০২৩
৪৬ তম BCS সার্কুলার ২০২৪ প্রকাশিত হয়েছে ৩০ নভেম্বর ২০২৩ইং তারিখে। BCS মোট পদ সংখ্যা ৩১৪০টি। আজকের এই পোস্টের মাধ্যমে ৪৬ তম বিসিএস সার্কুলার সম্পর্কে, জানাবো,
এই পোস্টের মাধ্যমে 46th bcs circular 2024 pdf সম্পর্কে জানতে পারবেন। ৪৬তম বিসিএস পিজ্ঞপ্তি pdf ডাউনলোড দিতে পারবেন এই পোস্ট থেকে।
আরো পড়ুনঃ BCS এর পূর্ণরুপ
৪৬ bcs আবেদন সম্পর্কে জানতে পারবেন এই পোস্টে থেকে। আপনি যদি ৪৬তম বিসিএস নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই পোস্টি আপনার জন্য।
৪৬তম bcs আবেদন সম্পর্কে জানতে হলে আপনাকে এই পোস্টি সম্পুর্ণ পরতে হবে। নিচে ৪৬তম বিসিএস ২০২৪ সম্পর্কে বিস্তারিত যানাচ্ছি-
৪৬ তম বিসিএস বিজ্ঞপ্ত ২০২৩ বিস্তারিত আলোচনা
কিছু দিন হলো মাত্র ৪৫তম বিসিএস সার্কুলার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। PSC (Public Services Commission) প্রতি বছর নভম্বের মাসে bcs সাকুলার প্রকাশ করে থাকে।
প্রতি বছরের ন্যায় এই বার ও পিএসসি কর্তৃক ৪৬তম বিসিএস সার্কুলার প্রকাশ করার হয়েছে ৩০ নভম্বের ২০২৩ইং তারিখে। ৪৬তম বিসিএস সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন এখানে ৪৬তম সার্কুলার বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে।
৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৩ তথ্য
৩০ নভেম্বর প্রকাশিত এই সার্কুলারে ক্যাডার ও নন-ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে। বিগত ১০টি bcs এর মধ্যে সবচে বিশি ক্যাডার পদ রেখে জনপ্রশাসন মন্ত্রণারয় সরকারি কর্ম কমিশনে (pcs) ৪৬তম বিসিএস চাহিদা পত্র পাঠিয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছে। সব থেকে বড় বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪
প্রকাশিত:- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)।
মোট পদ: ৩১০৪০টি।
৪৬ তম BCS বিজ্ঞপ্তির তারিখ: ৩০ নভেম্বর ২০২৩ইং।
আবেদন নিয়ম: অনলাইন।
আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২৩।
আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৩।
আবেদন ফি: ৭০০ টাকা মাত্র।
অফিশিয়ালি ওয়েব সাইটে: visit
আবেদন লিংক: Apply
৪৬ তম BCS সার্কুলার ২০২৩ ইমেইজ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০ নভেম্বর ২০২৩ তারিখে 46th BCS circular 2023 প্রকাশ করা হয়েছে। ৪৬তম বিসিএস আবেদনের ক্ষেত্রে প্রার্থীগন ২ মাস বয়স ছাড় পাবেন।
৪৬তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের দেখার সুবির্ধাতে ইমেইজ আকারে নিচে দেওয়া হলো- এখান থেকে আপনি খুব সহজে ৪৬তম বিসিএস সার্কুলার ২০২৩ দেখতে পারবেন।
৪৬ তম বিসিএস সার্কুলার সব ইমেইজ ডাউনলোড
৪৬তম বিসিএস সার্কুলার ২০২৩ pdf
জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত 46th bcs circular 2023 pdf download করে ৪৬তম বিসিএস আবেদন শুরু তারিখ এবং আবেদন তারিখ শেষ হবে জানতে পারবেন।
৪৬ বিসিএস সার্কুলার ২০২৩ pdf ডাউনলোড করতে পারবেন। আপনাদের চিন্তা দুরা করার জন্য নিচে ৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি pdf ফাইল দেওয়া হলো এখান থেকে 46th bcs circuler pdf download দিতে পারবেন।
46th bcs circuler pdf download (ডাউনলো করার জন্য ক্লিক করুন)
৪৬তম বিসিএস আবেদন শুরু কবে?
আমরা অনেকেই জানতে চাই জনপ্রশাসন মন্ত্রনালয় হতে ৩০ নভেম্বর ২০২৩ প্রকাশিত ৪৬তম বিসিএস সার্কুলার আবেদন শুরু হবে কবে?
৪৬তম বিসিএস সার্কুলার ২০২৩ অনুযায়ী আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৩ইং তারিখ থেকে। ১০ ডিসেম্বর ২০২৩ হতে ৪৬তম বিসিএস ক্যাডারের জন্য আবেদন করতে পারবেন।
নিত্য নতুন তথ্য জানতে Google News Follow করে সাথে থাকুন
৪৬তম বিসিএস আবেদন শেষ হবে কবে?
আমরা নিচ্ছয় জানি জনপ্রশাসন মন্ত্রণালায় ৩০ নভেম্বর ২০২৩ তারিখে ৪৬তম বিসিএস প্রকাশিত হয়েছে এবং ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে আবেদন শুরু ।
এখন আমাদের প্রশ্ন আবেদন করর শেষ তারিখ কবে। আবেদন করার নিয়ে আপনাদের চিন্তু নাই ৪৬তম বিসিএস আবেদনে শেষে তারিখ ৩১ ডিসেম্বর ২০২৩ইং পর্যন্ত আপনি যে কোন সময় আবেদন করতে পারবেন।
৩১ ডিসেম্বর ২০২৩ আবেদন শেষ করার ৭২ ঘন্টার মধ্যে নির্ধারিত পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে।
৪৬তম bcs পরীক্ষা কবে হবে?
আমরা জানি ৩০ নভেম্বর ২০২৩ ৪৬তম বিসিএস সার্কুলার প্রকাশ করার হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৩। এখন আমাদের মনে প্রশ্ন ৪৬তম বিসিএস ২০৩ পরীক্ষা হবে?।
৪৬তম বিসিএস ২০২৩ পরীক্ষার তারিখ এখনো প্রকাশ করা হয় না। তবে ৪৬তম বিসিএস ২০২৩ পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ২০২৪ সালে জুন/জুলাই মধ্যে হতে পারে।
৪৬তম বিসিএস পরীক্ষর তারিখ প্রকাশ করা হলে আমাদের এই ওয়েব সাইটের মাধ্যমে ৪৬তম বিসিএস ২০২৩ পরীক্ষার তারিখ জানতে পারবেন।
শেষেকথা: বাংলাদেশের psc কৃর্তক পরিচালিত bcs পরীক্ষার সার্কুলার প্রাকাশ কার হয়েছে। ৪৬তম বিসিএস সার্কুলার ২০২৩ সম্পর্কে উপরে বিস্তারি আলোচনা করা হয়েছে।
আশা করি সকলে উপকারে আসবে। এই আর্টিকেলটির পড়ে ৪৬তম বিসিএস সার্কুলার ২০২৩ আবেদন করতে পারবেন খব সহজে। প্রিয় বন্দুর আর্টিকেলটির লিখার মধ্যে যদি কোন ভুলত্রুটি থাকে তাহেল কমেন্টর মাধ্যমে জানাবেন সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ.....
আরো পড়ুনঃ BCS ক্যাডার তালিকা
ট্যাগ:- 46th bcs circular 2023, ৪৬তম সার্কুলার ২০২৩ ৪৬তম বিসিএস সার্কুলার pdf, ৪৬তম বিসিএস আবেদনের শেষ তারিখ, ৪৬তম বিসিএস কি বিশেষ হবে
৪৬তম বিসিএস পরীক্ষা কবে হবে? সরকারি চাকরির খবর ২০২৪, চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা
#bcs #bcscircular #bcscicrular2023