আস্সালামু আলাইকু,
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুল্লিলাহ ভালো। টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের আর্টিকেল কোন বিষয়র উপর লিখতে যাচ্ছি,
এই আর্টিকেল এর মাধ্যমে আমরা যানবো, BCS কি?, BCS এর বাংলা অর্থ কি?, বিসিএস পরীক্ষা কত বছর পর পর হয়? বিসিএস ক্যাডারের কাজ কি?, What Is BCS? নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
BCS কি?
BCS এর পূর্ণ রূপ হচ্ছে- Bangladesh Civil Service (বিসিএস এর বাংলা “বাংলাদেশ সিভিল সার্ভিস”) ক্যাডার কর্মকর্তা হিসাবে যোগদান করার জন্য যে পরীক্ষা দিতে হয় সেটাই হলো বিসিএস।
সরকারি চাকরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, সামরিক বা মিলিটারি সার্ভিস আরেকটি হলো সামরিক বা সিভিল সার্ভিস। আর বেসামরিক বা সিভিল সার্ভিস হলো BCS.
BCS এর বাংলা অর্থ কি?
BCS এর ইংরিজি - (Bangladesh Civil Service), এর বাংলা হলো- বাংলাদেশ সিভিল সার্ভিস। দুইটি কেটাগরিতে সরকারি চাকরি হয় এর মধ্যে একটি হলো বাংলাদেশ বিসামরিক বা সিভিল সার্ভিস।
এই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে তাদেরকে বলে BCS ক্যাডার বা Bangladesh Civil Service.
আরো পড়ুন: BCS ক্যাডারের কাজ কি?
BCS পরীক্ষা
BCS পরীক্ষা বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা হলো, দেশব্যপী পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা বাংলাদেশ PSC- Public Service Commission কৃতিক পরিচালিত।
বিসিএস পরীক্ষা মূলত তিনটি ধাপে হয়ে থাকে প্রিলিমিনারি, লিখিত, ও বাইভা এ তিনটি ধাপ কার্যকর ভাবে উত্তীর্ণ হলে আপনি BCS ক্যাডার বা Bangladesh Civil Service গণ্য করা হবে।
BCS পরীক্ষা কত বছর পর পর হয়?
আমাদের অনেকে মনে প্রশ্ন BCS পরীক্ষা কত বছর পর পর হয়। আমরা জানি বাংলাদেশে সরকারি চাকরির বয়সসমী ৬০ বছর। ৬০ বছর পর্যন্ত আপনি সরকারি চাকরি করতে পারেবেন।
৬০ বছর বয়স হলো অবসর নিতে হয়। এতে প্রতি বছর শূণ্য কোটা হয়। এই শূন্য কোটা পুরণ করার জন্য প্রতি বছর BCS পরীক্ষা নেওয়া হয়।
BCS পরীক্ষা যোগ্যতা ও বয়স
BCS পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমরা অপেক্ষায় থাকি। বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনি যে কোন সাবজেক্ট এর উপর অর্নাস/মার্স্টাস/সমমান ডিগ্রী পাশ করে আপনি BCS পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
BCS পরীক্ষা অংশগ্রহণের বয়স
বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট একটি সীমারেখা থাকে আর আপনি এই সীমারেখা অতিক্রম করেল আপনি BCS বা বাংলাদেশে কোন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না।
BCS পরীক্ষায় অংশগ্রহণকরী ২১ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এর বেশি বা কম হলে BCS এর জন্য আবেদন করতে পারবেন না।
BCS পরীক্ষায় কত বার অংশগ্রহণ কার যায়
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সরকারি যে বয়স নির্ধারন করা হয়েছে এই বয়স থাকা পর্যন্ত আপনি BCS এর জন্য আবেদন করতে পারবেন।
এত আপনার আবেদন কার জন্য কোন বাধার সমুখিন হতে হবে না। এই জন্য বাংলাদেশ সরকার নির্দিষ্ট একটি বয়স নির্ধারন করে দিয়েছেন। যাতে আপনার আবেদন করতে কোন সমস্যায় না পরতে হয়।
নতুন আপডেট পেতে Goole News Follow করে সাথে থাকুন
পরিশেষে:- প্রিয় পাঠক বৃন্দু উপর উল্লেখিত আর্টিকেল এর মাধ্যমে আপনাদের কে BCS এর সমন্দে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি।
এই আর্টিকেলটি পড়ে যদি আপনার উপকারে আসে তা হলে আপনার বন্ধদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা ও BCS সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ.......
আরো পড়ুন: BCS এর ধরন
ট্যাগ: BCS ক্যাডারে এর কাজ কি?, BCS এর পূর্ণরুপ কি? BCS পরীক্ষা কত বার দেওয়া যায়?, BCS ক্যাডার কি?,
বিসিএস ক্যাডার হতে হলে কি করতে হবে?, বিসিএস পরীক্ষা কত বছর পর পর হয়? বিসিএস এর বাংলা অর্থ কি? What is BCS?, BCS?.
#BCS #BCSKnowledge #bcsbasicknowladge #bcsjob #governmentjob