আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুল্লিাহ ভালো আছি, টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ের উপর আর্টিকেলটি লিখতে যাচ্ছি । অবগত আছেন যে ১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন শুরু হয়েছে আবেদন করার আগে আমদের কিছু বিষয় ফ্লো করতে হবে।
এই সকল বিষয় গুলো যদি আমাদের ভূল হয় তা হলে আমাদের অনেক বড় সমস্যায় পরতে হবে। আজকে আমাদের কি কি ভুল হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো-
১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আমার সবাই জানি বাংলাদেশ বেসরকারি স্কুল ও কলেজের জন্য যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRC) নিয়মিত শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিচালনা করে থাকে।
এই পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়সমূহ হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা,
খ্রিস্টান ধর্ম শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক শিক্ষা ও খেলাধুলা। আপনার যোগ্যতা অনুযায়ী উপরের যে কোন বিষয়ের পরীক্ষায় অংশগ্রণ করতে পারবেন।
১৮তম নিবন্ধন আবেদন সমস্যা সমাধান-
আমাদের অনেকের স্বপ্ন ছিল ১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন করবো। আমাদের কাঙ্খিত আবেদন শুরু হইছে ০৯/১১/২০২৩ইং তারিখে কিন্তু আমরা আবেদন করতে পারছি না।
আবেদন ফরম সাবমিট দিলে আমাদের সামনে access denied আসে। NTRCA Server Update কাজ চলে তার জন্য আমাদের কে এই সমস্যা দেখায়। আপনাদের কোন চিন্তা নাই দুই একদিনের মধ্যে server সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
আবেদনের সাথে ছবি ও সাইন দেওয়ার নিয়ম-
আবেদন করার আগে নিয়োগ সার্কুলার ভালো করে দেখে নিবেন। আবেদন ফরমের সাথে আমাদের ছবি ও সাইন যুক্ত করতে হবে। এই ছবি ও সাইন দেওয়ার জন্য আমাদেরকে কিছু নিয়ম ফ্লো করতে হবে।
প্রথম নিয়ম:- আবেদন ফরমের সাথে ছবি দিতে হবে এই ছবি হবে রঙ্গিন ও পিছনের ব্যাকগ্রারাউন্ড সাদা হইতে হবে এবং ছবির সাইজ হইতে হবে দৈর্ঘ্য ৩০০ পিক্সেল প্রস্থ ৩০০ পিক্সেল ।
এই নিয়ম থেকে যদি কোন একটা ভুল হয় তা হলে আপনার আবেদন গৃহিত হবে না।
দ্বিতীয় নিয়ম:- আবেদন ফরমের সাথে সাইন যুক্ত করতে হবে ঐ সাইন অব্যশই স্পষ্ট হতে হবে। এবং সাইন সঠিক সাইজ দিতে হবে।
তা হলো দৈঘ্য ৩০০ পিক্সেল প্রস্থ ৮০ পিক্সেল এই নিয়মের বাহির যদি সাইন দেওয়া হয় তা হলে আবেদনটি বাতিল হয়ে যাবে।
নতুন আপডেট পেতে Google News Follow করে সাথে থাকুন
আবেদন পত্রের সাথে সংযুক্ত ছবি নিয়ম মতো রিসাইজ করার ওয়েব সাইট। Resize Image
আবেদন করার আগে যে বিষয় জানা জরুরী
প্রথম সতর্কতা:- আবেদন করার আগে আমাদে কিছু বিষয় মাথায় রাখতে তা হলো, আবেদন করার সময় ফরম পুরন কৃত তথ্য গুলো নির্ভুল ও সতর্কতার সাথে পুরন করতে হবে।
কারণ আমাদের আবেদন ফরম পুরন করার সময় যদি কোন প্রকার ভূল হয়। তাহলে আমাদের নিবন্ধন সার্টিফিকিটে সমস্যা মধ্যে পড়তে হবে। এই সমস্যার সমাধান করার জন্য আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হবে।
তাই ফরম সাবমিট কারার পরে ভালো করে দেখে নিবেন। কোন প্রকার ভুল আছে কিনা। যদি ভুল হয় তা হলে আবার নতুন করে নির্ভুল ভাবে আবেদন করে আবেদন ফি জমা দিবেন।
দ্বিতীয় সতর্কতা:- আবেদন করার সময় আবেদন ফরমে সাথে যে ফোন নাম্বার ব্যাবহার করবো সেই মোবইল নাম্বারটি একটিভ ও সব সময় চালু থাকে,
কারণ শিক্ষক নিবন্ধন যে পরিক্ষার ডেট ও অনান্য সকল তথ্য আমাদের ব্যবহার কৃত ফোন নাম্বারে মেসেজের মাধ্যে জানিয়ে দিবে। তাই মোবাইল নাম্বার সঠিক ও সব সময় চালু রাখতে হবে।
১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন ফি জমা দেওয়ার নিয়ম-
১৮ত শিক্ষক নিবন্ধন আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে কিছু পদক্ষেপ এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার নিয়ম হলো দুই টি মেসেজের মাধ্যমে নিচে আবেদন ফি জামার দেওয়ার মেসেজ কি ভাবে করবেন দেখানো হলো।
আবেদন ফি জমা দেওয়ার আগে আপনাকে আবেদন কারা কাজ সম্পুর্ণ করতে হবে। আবেদন কাজ সম্পুর্ণ হলে, আবেদন ফরমটি ডাউনলোড দিতে হবে।
আবেদন ফরম ডাউনলোড দেওয়ার উপরে উপরে দেখবেন একটি USER ID দেওয়া থাকবে। ঐই USER ID দিয়ে আবেদন ফি দেওয়ার জন্য টেলিটক নাম্বার দিয়ে মেসেজে করাতে হবে ।
- NTRCA Officially Website: Visit
মেসেজের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
প্রথম মেসেজ:- NTRCA <speace>User Id লিখে sand করাতে 16222 নাম্বারে ।
উদাহারণ:- NTRCA Q12451D send 16222
আপনি সঠিক ভাবে মেসেজ দিলে আপনাকে রিপ্ললাইি একটি মেসেজের মাধেমে একটি PIN COD দিবে। ঐই পিন কোডের মাধ্যমে পরবর্তী মেসেজ দতে হবে।
দ্বিতীয় মেসেজ:- NTRCA <speace> YES <speace> PIN লিখে sand করাতে 16222 নাম্বারে।
উদাহারণ:- NTRCA YES 124365241 send 16222
দ্বিতীয় মেসেজ যদি আপনি সঠিক ভাবে দিয়ে থাকেন তা হলে আপনাকে রিপ্লাই মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনার পেমেন্ট সফল ভাবে সম্পুর্ণ হয়েছে।
ট্যাগ: ১৮ তম শিক্ষক নিবন্ধন আবেদনের শেষ তারিখ, ১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩, ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩, নিবন্ধন পরীক্ষার সার্কুলার ২০২৩,
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার, ইবতেদায়ী শিক্ষক নিবন্ধন যোগ্যতা, নিবন্ধন পরীক্ষা ২০২৪, ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার NTRCA
#ntrca #NTRCA #শিক্ষকনিবন্ধনআবেদন #শিক্ষকনিবন্ধন #নিবন্ধন #শিক্ষক