মাত্র ১ মিনিটে ভোটার আইডি কার্ড ডাউনলোড এবং ভোটার আইডি কার্ড চেক ২০২৪ করুন।

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড এবং ভোটার আইডি কার্ড চেক করার জন্য নিবার্চন কমিশনার এর অফিসিয়ালী ওয়েব সাইট এর মাধ্যমে ডাউনলোড বা চেক করতে হবে।

 আস্সালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুল্লিলাহ ভালো আছি, টাইটেল দিখে নিচ্ছই বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো, ভোটার হওয়ার পরে আইর্ড  কার্ড অনলাইন কপি ডাউনলোড কি কি ভাবে দিবো তা বুঝতে পাড়ি না।

এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন, ভোটার আইডি কার্ড ডাউনলোড এবং ভোটার আইডি কার্ড চেক ২০২৪ করার নিয়ম। উপরে উল্লেখিত সকল বিষয় নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো-

ভোটার আইডি কার্ড ডাউনলোড

ভোটার আইডি কার্ড ডাউনলোড- আমরা নতুন ভোটার হওয়ার পর ভোটার আইডি কার্ড হাতে পেতে এক বছর ও তার  বেশি সময় লাগে। তখন বিভিন্ন সমস্যায় পরে যাই।

আজকে আমার দেখবো কি ভাবে ভোটার আইডির অনলাইকপি ডাউনলোড করতে পারি এবং অনলাইন কপি দিয়ে আমাদের প্রয়োজনীয় সকল কাজ করতে পারবো ইনশাআল্লাহ।

nid online কপি দিয়ে আপনার গুরত্বপূর্ণ সকল কাজ করতে পারবেন যত দিন আপনার smart card হাতে না পাবেন। তাই কোন টেনশন ছাড়াই আপনি এনআইডি ডাউনলোড কপি ব্যবহার করতে পারবেন। আর কথা না বাড়িয়ে শুরি করে দেই ।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে কি কি লাগে?

→ ভোটার  নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার অথাৎ ভোটার হওয়ার পর আপনাকে যে স্লিপ দিয়েছে ঐই স্লিপ নাম্বার ।

→ জন্ম তারিখ অথাৎ আপনি ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখ ব্যবহার করছেন ঐই জন্ম তারিখ লাগবে।

→ বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা)

→ একটি স্মাটফোন বা ল্যাপটপ/কম্পিউটার অথাৎ এই তিনটি ডিভাইসের যে কোন একটি ডিভাইস লাগবে।

→ সচল মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে (ওটিপি ভেরিফিকেশন কোডের জন্য)

→ অন্য একটি এন্ড্রয়েড র্স্মাট ফোন (ফেইজ ভেরিফিকেশনের জন্য)

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৪

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৪- ভোাটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনার  ওয়েবে সাইডে ভিজিট করুন- https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে এরপর আপনাকে ভোটার হওয়ার পরে। 

আরো পড়ুন- ভোটার আইডি কার্ড সংশোধন

যে সিল্প নাম্বার দিয়েছে অথবা SMS আপনার মোবাইলে নিবার্চন অফিস থেকে যে আইড কার্ড নাম্বার দিয়েছে ঐই নাম্বার এবং ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখ দিয়েছেন ঐই জন্ম তারিখ দিয়ে। 

একটি একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হবে এবং একাউন্ট রেজিষ্ট্রেশন হয়ে গেলে আপনার প্রোফাইল থেকে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

এর পরে আপনি চাইলে পৃথিবীর যে কোন জয়গায় থেকে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন রেজিষ্ট্রেশন কৃত একউন্ট লগইন করে। 

ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এই নিয়মে

ভোটার আইডি কার্ড  ডাউনলোড করার জন্য প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশীয়ালি ওয়েবসইটে প্রবেশ করতে হবে।

 NID Service লিখে গুগলে সার্চ করে NID Application System  ক্লিক করে প্রবেশ করে অথবা সরাসরি ওয়েব সাইটে ভিজিট করে খুব সহজে NID অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। নিচে বিস্তারিত দেখানো হলো-

 স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড ২০২৪

 স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড ২০২৪ NID অফিশিয়ালি Web site প্রবেশ করার পর হোম পেইজে দুইটি অপশন দেখতে পাবেন রেজিষ্ট্রার করুন অথবা আবেদন করুন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড

আইডি কার্ড  ডাউনলোড করার জন্য রেজিষ্ট্রার বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্টি রেজিষ্ট্রার করতে হব। তবে আপনার ভোটার হওয়ার বয়স সর্ব নিম্ন ৩ মাস হওয়া লাগবে, কারণ ৩ তিন মাসের মধ্যে নির্বাচন অফিস কর্মকর্তা অনলাইনে সাবমিট করেন। 

ভোটার স্লিপ নাম্বার অথবা আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ টাইপ করুন।

রেজিষ্ট্রার অপশনে ক্লিক করার পরে আপনার সামনে দুইটি অপশন আসবে জাতীয় পরিচয়পত্র নম্বর/ফর্ম নম্বার এবং জন্ম তারিখ প্রদান করতে হবে। সব কিছু ঠিক থাকলে এলোমেলো লেখা গুলো (ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান) বক্সে বসাতে হবে।

সাবমিট বাটনে ক্লিক করলে পরবর্তী অপশন আসবে যদি আপনি কোন স্লিপ নাম্বার অথবা জন্ম তারিখ টাইপ করার সময় ভুল করেন তাহলে আপনি পরবর্তী ধাপে প্রবেশ করতে পারবেন না। তাই স্লিপ নাম্বার ও জন্ম তারিখ সর্তকতার সাথে টাইপ করতে হবে। 

স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করুন

একাউন্ট রেজিষ্টারের দ্বিতীয় ধাপ হলো স্থায়ী ও বর্তমান ঠিকান লিখা। আপনি ভোটার হওয়ার সময় যে ঠিকানা দিয়েছেন ঐই ঠিকানা সঠিক ভাবে স্থায়ী ও বর্তমান ঠিকানায় প্রদান করতে হবে এবং সব ঠিক থাকলে পরবর্তী বটনে ক্লিক করুন।

আপনি যদি স্থায়ী ও বর্তমান ঠিকানা লিখার সময় কোন ভুলা হয় তা হলে আপনার আইডি কাডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য রেজষ্ট্রেশন করতে পারবেন না, তাই নির্ভুল ভাবে তথ্য গুলো টাইপ করতে হবে।

আরো পড়ুন- নতুন ভোটার আইডি কার্ড আবেদন পদ্ধতি

এসএমএস ভেরিফিকেশন করুন

একাউন্ট রেজিষ্টার এর তৃতীয় ধাপ হলো SMS ভেরিফিকেশন করা। আপনি ভোটার/নিবন্ধন হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন সে নাম্বারটি এখানে দেখানো হবে। এবং দুইাটি অপশন আসবে। 

(বার্তা পাঠানর/ নাম্বার পরিবর্তন করুন) আপনি চাইলে ভোটার হওয়ার সময় যে নাম্বার দিয়েছেন সে নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাতে পারেন অথবা নম্বার পরিবর্তনে ক্লিক অন্য যে কোন নাম্বার ব্যবহার করতে পারবেন। 

আপনার দেওয়া  নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোর্ড যাবে। সঠিক কোডটি প্রদান করে সাবমিট বাটনে ক্লি করলে পরবর্তী ধাপে নিয়ে যাবে।

ফেইস ভিরিফিকেশন সম্পূর্ণ করুন

একাউন্ট রেজিষ্টার এর চতুর্থ ধাপ হলো পেইজ ভেরিফিকেশন করা পেইজ ভেরিফাই ছাড়া আপনি একাউন্ট রেজিষ্ট্রারকরতে পারবেন না পেইজ ভেরিফিকেশন করার জন্য আপনার মোবাইল/ ল্যাপটপ এবং কম্পিউটার একটি QR Code সম্বলিত একটি ছবি দেখতে পাবেন।

 QR Code স্ক্যান করার জন্য মোবাইলে গুগল প্লেস্টোর থেকে  NID Wallet Appsটি ইনস্টাল করে QR Code স্ক্যান করুন এবং Apps  দেখানো নিয়ম অনুযায়ী আপনার চেহারা স্ক্যান করুন।  চেহার সঠিক স্ক্যান করার পরে আপনাকে পরর্বতী ধাপে নিয়ে যাবে।

পাসওয়ার্ড সেট

পেইজ সঠিক ভাবে ভেরিফিকেশন করার পাসওয়ার্ড সেট অপশনে নিয়ে আসবে এবং একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হবে। 

পরবর্তীতে লগেইন করার জন্য। আপনি পাসওয়ার্ড সেট করার পরে আপিন চাইলে যে কোন সময় লগইন করে কোন জামেলা ছাড়া আপনার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন।

আইডি কার্ড ডাউনলোড

আপনি পাসওয়ার্ড সেট করার পর এনআইডি কার্ডের বিস্তারিত প্রোফাইলে নিয়ে আসবে। বিস্তারিত প্রোফাইলে একটু নিচে তাকালে দেখোত পাবেন ডাউনলোড বাটন। ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার আইডি কার্ডটি PDF ফাইল ডাউনলোড হবে। 

আইডি কার্ড প্রিন্ট

আপনার ডউনলোড কৃত ফাইলটি যে কোন কম্পিউটার থেকে প্রিন্ট কররে লেমনিটিং করে আপনি যে কোন গুরুত্বপুর্ণ কাজে ব্যবহার করতে পারবেন। যত দিন পর্যন্ত আপনার স্মার্ট কার্ড হাতে না পাবেন।

নতুন আপডেট পতে Google News Follow দিয়ে সাথে থাকুন।

Mi Tips Bd // Google News

ভোটার আইডি কার্ড চেক ২০২৪

ভোটার আইডি কার্ড চেক- আমার যখন নতুন ভোটার হই তখন আমাদের আইডি কার্ড সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে কিনা জানাতে চাই। ভোটার আইডি কার্ড হয়েছে কি না চেক করার জন্য  প্রথমে আপনাকে নির্বাচন কমিশনার  এর অফিশিয়ালি ওয়েব সাইটে ভিজিট করে।

ভোটার হওয়ার সময় আপনাকে একটি স্লিপ নাম্বার দিয়েছে সেই স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি খুব সহজে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।

তখন আপনি নিশ্চিত হবেন যে আপনার আইডি কার্ড সম্পূর্ণ হয়েছে। তার পরে আপনি যে কোন কম্পিউটার এর দোকানে অথবা নিবার্চন কমিশনার এর আঞ্চলিক অফিস থেকে তুলতে পারবেন।

পরিশেষে- প্রিয় পাঠক বৃন্দু এই আর্টিকেলের মাধ্যমে আপনি কি ভাবে  আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড দিবেন, বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

আশা করি এই আর্টিকেলের পড়ার পরে আপনি NID অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন খুব সহজে, যদি আপনার উপকারে আসে তাহেলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।

সাবই যেন খুব সহজে Smart card online copy download করে তাদের গুরুত্বপূর্ণ কাজ গুলো সম্পুর্ণ করতে পারে। ধন্যবাদ.........

ট্যাগ- ভোটার আইডি কার্ড ডাউনলোড, ভোটার আইডি কার্ড চেক, ভোটার আইডি কার্ড চেক 2023, ভোটার আইডি কার্ড অনলাইন কপি, নতুন ভোটার আইডি কার্ড চেক, বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক,

ভোটার আইডি কার্ড সংশোধন, ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২২, ভোটার আইডি কার্ড, পুরাতন ভোটার আইডি কার্ড চেক, বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড,

মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা, ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৩, ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

আরো পড়ুন- ভোটার হতে কি কি লাগে।

#ভোটারকার্ডডাউনলোড #votercard #idcard #nationalidcard #nid_online_copy_download

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.